নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফ্যাশনী বিয়া....... চাই না...

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

> হেলিকপ্টারে করে বরযাত্রা দেখি এখন ফ্যাশন হয়ে গেছে
আমার বাপু সে সবে রুচি নাই কা.........
তুই বরং গরুর গাড়ীতে করেই আসিস...
যাওয়ার সময় এই গান’টা প্লিজ কিন্তু করিস-
“আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ...”
( বিয়েতে গাড়িবহর ভালো লাগে, ঘোড়ায় চরে বর আসছে তাও ভালো লাগে
কিন্তু এই হেলিকপ্টারে বর আসছে শুনলেই বিরক্ত লাগে... মজা নাই!!!)
>ডায়মন্ডের রিং আর নেক্লেস ও বুঝি ফ্যাশন হয়ে গেছে...
আমার বাপু গোল্ডে এলার্জি...
সত্যি বলতে কি ডায়মন্ডের রিং পছন্দ...
কিন্তু আমি চাই না সে সব......
আমার চাই সাদা গ্লাডিওলাস আর লাল টকটকে জারবারা...
সাজবো ফুলে... দেখলেই যেন তুই হয়ে যাস আত্মহারা... !
( বাপ রে বাপ কার কারো মাথা থেকে পা পর্যন্ত গোল্ডের গয়না পড়া দেখলে বমি আসে,
যেকোন জিনিস পরিমান মতই পড়লে দেখতে ভালো লাগে রে বাপ...)
> হাল্কা কাজের লেহেঙ্গা... বা বেনারসী... কিংবা
দিলেও দিতে পারিস...
লাল টকটকে বা নীল...
কিংবা হলুদ/সবুজে ঘেরা...
যেকোন একটা শাড়ি.........!
একসাথে দু’জনে দেবো
বহুদূর পাড়ি......!
(কিছু কিছু শাড়ি বা লেহেঙ্গা এমন ভারী যে
সেই শাড়ি আর লেহেঙ্গা পড়লে তা সামলাতে
আর একজন কে লাগে...)
>কপালে টিপ, চোখে কাজল...
খোঁপায় থাকবে ফুল...
মুচকি হেসে করবো ক্ষমা
করেছিস যত ভুল......।
(ভুত্নী সাজ দিতে চাই না......... যতটুকু দরকার ততটুকুই সাজতে চাই)
(কয়েকটা বিয়া দেইখা একটু গবেষণা করলুম...খুক খুক... )

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পুরনো দিনের কালচার আবার শুরু হবে আপু ।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নতুনত্ব আসতেই পারে কিন্তু অহেতুক বেশি বাড়াবাড়ি যেন কেমন লাগে!

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

আলোরিকা বলেছেন: যদিও বিয়ে করে ফেলেছি কিন্তু এমন করে আরও একবার হলে মন্দ হত না ( বর অবশ্যই ওয়ান এন্ড অনলি জামি ! ) :)

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা তবে হয়ে যাক , দাওয়াত কিন্তু চাই! যেহেতু আগেরবার খাইনি!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

নতুন বলেছেন: বিয়ে দিন দিন লোক দেখানোর অনুস্ঠান হয়ে যাচ্ছে।

এনগেজমেন্টে/বিয়েতে ডায়ামন্ডের রিং দিতে হবে সেটা তো ডি বিয়াসে`র তৌরি একটা বিষয়।
http://blog.hubspot.com/marketing/diamond-de-beers-marketing-campaign

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বড় অদ্ভুদ ভাবে তা হচ্ছে.........।।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: পালা চলে এসেছে নাকি ঈপ্সিমণি? খুক খুক...

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক নেহিইই রাজপুত্র জি......।।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাগলু তো অনশনে নেমে যাবে!! :P

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহা পাগ্লুকে বলেছি- অইপারে একজন আছে, যে আমাকে অনেক ভালবাসবে ... অইপারে গিয়ে আমি তার সাথে অনেক মাস্তি করবো... হু...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.