![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>যে মেয়েটা বয় ফ্রেন্ডের মাথায় কাঁঠাল ভেঙ্গে রোজ রোজ রেস্তোরায় যায়,
বয়ফ্রেন্ডের টাকায় এটা সেটা কিনে... তারা হচ্ছে আস্ত ছোটলোক...
আদ্ধেক কই নাই কিন্তু... মাইন্ড ইট! অক্কে?
>আর যেসব ছেলেরা গার্লফ্রেন্ডের কাছ থেকে কথায় কথায় ফ্লেক্সি নেয়,
বিপদে পড়ছি বইলা টাকা ধার চায়, নেয়...
গার্লফ্রেন্ডের কাছ থেকে শুধু গিফট নিয়েই যায়, নিজে দেয় না...
তারাও আস্ত ছোটলোক... আদ্ধেক না কি কিন্তু ... মাইন্ড ইট... অক্কে... !
>একটু বেশি করে কইলে কইতে হয় এরা ছোটলোক পরিবার থেকে এসছে...
যেখানে শিক্ষার কিছুই পায়নি... আবার এমনও হতে পারে... অতিলোভ... !
প্রতারক তকমা আর দিলাম না... সেটা তো এদের গলাতেই ঝুলে আছে...
>>এরা কিন্তু বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ড না কিংবা এরা আদৌ
প্রেমিক/প্রেমিকা হতে পারে না... এরা হচ্ছে টাকা আর টাকী ফ্রেন্ড...
টাকার কারনেই এরা প্রেমে পড়ে... এরপর ফায়দা লুটে ফুট.........
>>>সত্যি বলতে কি একটা সময় এসে নিজের বাপ-মায়ের কাছেই
টাকা চাইতে লজ্জা লাগে আর এরা ক্যামনে যে
পরের মাথায় বেল ভেঙ্গে টাকা হাতায় এইটাই বুঝি না...
ক্যামনে পারিস ম্যান......? ক্যামনে ......?
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন! আসলেই অবাক হতে হয়.........।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
অভ্রনীল_৫০ বলেছেন: ঠিক কইছেন
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন! আসলেই অবাক হতে হয়.........।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
সুমন কর বলেছেন: ক্ষেপেছেন কেন !! পোস্ট কিন্তু ভালো হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু ক্ষেপিনি ... দেখছি তো আশেপাশে তাই লিখলাম......।।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
আমি রুহুল বলেছেন: বাস্তবধর্মী লিখা,
ভাল্লাগছে,ধন্যবাদ।।।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন! আসলেই অবাক হতে হয়.........।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২
আবু শাকিল বলেছেন: কাঁঠাল ত ভেংগেই খায়।
আস্ত খাওয়া সম্ভব না ,আন্ধেন খাওয়া সম্ভব না
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তা মাইনষের মাথায় কেনু ভাই.........।। ?
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
বটপাকুড় বলেছেন: যখন সম্পর্কের মাঝে টাকা পয়সা বিষয়গুলো মুখ্য হয়ে দাঁড়ায়, সেখানে আর ভালবাসা থাকে না। থাকে ভালবাসা নামের এক পণ্য। একজন হয় ক্রেতা আরেকজন হয় বিক্রেতা। আমার নিজে উপরের দুই শ্রেণী চোখে পরেছে। এমনকি বিদেশি ছেলেদের মধ্যে দেখেছি এই রকম জিএফ কে খরচ করাতে। একজন ছিল এক কাঠি সরেস। জি এফ কে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বিএফকে টাকা দিতেও দেখেছি পরে জি এফ এর সাথে ব্রেক আপ। আর জি এফ সেই লোণের কিস্তি একা শোধ করতো
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন.........।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
খোলা মনের কথা বলেছেন: ব্রেকআপের পর একটু ধকল যায় আর সে সময় এমন সাহিত্যিক রচনাও হয়ে যায়।
দু-চার দিন যাক ঠিক হয়ে যাবে।
তবে সুন্দর হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আচ্ছা তাই না কি......? মানুষ যে না বুঝে কেন কিছু বলে? সবকিছুর জন্য অভিজ্ঞতা লাগে না ভ্রাতা... ! এরকম কত কাহিনী এখন আমাদের সামনে আসছে......। আমার ব্রেক-আপ কিংবা প্রেমালাপ নিয়ে না ভাব্লেও চলবে কেমন?
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিইইইইইইইইইইইইই ?
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
নিমগ্ন বলেছেন: আঁগুঁঁণঁ পোস্টু
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ...... তাই বুঝি?
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
রিয়াজ সোহাগ বলেছেন: ফলো মি
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু কেনু?
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: সত্যি কথা। এরা কেম্নে পারে?
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কেম্নে পারে.........।। ?
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভার্চুয়াল জগতে আকাশ দেখা যায় না। তাই আবহাওয়া আদ্ধেক বোঝা যায় আর আদ্ধেক যায় না।
তাই কিছু বলাডা উচিত মনে করি নি। কওয়া যায় না খাম্বা নিয়ে দৌড়ান লাগাইতে পারেন।
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক.........। বাস্তবে তো দেখা যায়......।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: সময়টাই বাজাড়ে হয়ে গেছে। হয় ক্রেতা হও নইলে বিকোও, সব, নীতি-নৈতিকতা এমনকি আত্বসম্মানবোধও। ভালো না! ভালো তো। বৃটিশদের চেয়েও বড় বণিক এখন আশেপাশেই দেখি, রোজ দেখছি...
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
সামিয়া বলেছেন: সেইরকম পোস্ট