![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীত বৃষ্টি হচ্ছে রে পাগ্লু......
কথা ছিলো এমন এক শীত বৃষ্টির রাতে ............
ঠক ঠক করে কাঁপতে কাঁপতে নিয়নের আলোয় হেঁটে হেঁটে
আমরা মোড়ের সেই আইস্ক্রিমের দোকানে যাবো...
এরপর আইস্ক্রিম নিয়ে শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে খাবো...
আঙ্গুলে আইস্ক্রিম ছুঁয়ে আমি তোর নাকে ঘষে দেবো... তুই চিল্লাবি...
এরপর এই সেই গল্প বলতে বলতে বটতলীর টং এর দোকানে আসবো...
এক কাপ চায়ে হুড়োহুড়ি হবে তখন...
ফেরার পথে এক চাদরে উষ্ণতা ভাগাভাগি করে নেবো ...
তুই মুচকি মুচকি হাসবি ...............
আমি হাচ্চোওও করতে করতে তোর শার্টের কোণাটা খুঁজবো ...
কিছু পরেই চাদর ফেলে দিয়ে শীত বৃষ্টিতে ভিজবো...
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
মনিরুজ্জামান জীবন @ বলেছেন: সুন্দর সাবলীল প্রকাশ, শুভকামনা কবির প্রতি।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: দরজা দিয়ে শীত ঢুকলে রোমান্টিসিজম জানালার কাচ ভেঙে পালাবে
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহা পালাবে না রে...... বরং রোমান্টিসিজম আরো বেশি জাপ্টে ধরবে হু...
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
নীল কষ্ট বলেছেন: কথা ভালোই
তবে কবিতা না
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা কবিতা হপবে কেনু ?
৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
তার আর পর নেই… বলেছেন: আপনার লিখা পড়ে আমার শীত লাগা বেড়ে গেছে …
সকাল থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টির কথা, আমিতো ভেবেছিলাম সবাই মজা করছে।
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহা তাই না কি............ ?
৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
ভ্রমরের ডানা বলেছেন: জানালার ফাক দিয়ে বাতাস আসছে, তাতেই ভয়ে আর বাইরে গেলুম না। তবে আপনার কবিতা পড়ে কিছুটা অনুপ্রেরণা পেলুম মশাই
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাইলে একবার বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজুন মশাই......।।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
তাসলিমা আক্তার বলেছেন: সুনদর!!!