![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি ভেজা ছাদ.........
বৃষ্টি ভেজা গাছপালা.........
শীতের বিকেলে ভাঙ্গা চুলোয় আগুন তাপানো......
আর গাছাপালার সাথে ফুটুক তুলা......।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ............
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
কাবিল বলেছেন: এবার আম খেতে যাব।
ছবিগুলো সুন্দর।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা হু চলে আসুন.........।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
তার আর পর নেই… বলেছেন: ভেজা হাতে গোলাপ ছোঁয়ার ছবিটা অসাধারণ !! পানির ফোঁটা গুলো দারুণ! !+++++
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআহ অনেক ধন্যবাদ ............... ভালো থাকবেন!
৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!!!!
তোমার ফুল দেখে আমি মুগ্ধ!!!!!!!!!!!!!!!!!
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহহা বাচ্চুমণি মাঝে মাঝে আমি নিজেই মুগ্ধ হই......... এর আগে তো ছাদবাগানের ছবি আরো দিয়েছি! আবার দেবো......।।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
টয়ম্যান বলেছেন: ১ নম্বর আর শেষের ছবিটা দারুণ । তবে সবগুলাই সুন্দর +++++++্
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ......। ভালো থাকবেন............ !
৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
ভ্রমরের ডানা বলেছেন: এই শীতে আম গাছে মুকুল!! বাহ! কি নাম আমের?
ফুলগুলো খুব ভাল লেগেছে।
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ফজলি আম গাছে মুকুল...... এসেছে! সম্ভবত এটা বারোমাসী! আরো ফুল আছে...।। দেবো আবার ছবি!
৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ ছবি। ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!
৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন করে ফুল, দেখিয়োনা সুরঞ্জনা
ফুলের আভরণে রমনীয় সকল কিছুই মোহনীয়,
চূড়িভরা হাত বৃষ্টির ফোটা
ফুলের বনে রবী ঠাকুরও হারিয়ে ছল দিশা
জীবন বাবুর বনলতা ভেবে যদি কেউ ছাড়ে হাহাকার
কৃষ্ণর রাধায় মোহনীয়তা কি কেবলই কল্পনা?
অমন করে আগুন সেকোনা সুরঞ্জনা
পুড়ে যাবে, তোমার পাগ্লুর হৃদয়
তোমার কষ্টে! প্রচন্ড শীতে উষ্ণতার অপারগতা!
কুড়ে কুড়ে খাবে- তোমার পাশে ছিলনা বলে!
সুরঞ্জনা, যেয়োনাকো ফুলের কাছে
যেয়োনাকো আগুনের কাছে
তুমি যে সবার চেয়ে সুন্দর
অট: সর্বোনাশ, আপ্নের পোষ্ট দেখি আমারে কবি বানিয়ে দিলু
)
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই আপ্নের কোবতে দেইখা তো আমি সব ভুইলা গেলাম.........
পাগ্লু তুই কই রে............
হাহহাআ বেশ মজার কোবতে হয়েছে কিন্তু...।। ধইনা পাতা......।।
আরো ছবি ছিলো, সামু তে ছবি লোড নেয় না ঠিক মত তাই দিতে পারলাম না......।।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
ফেরিওয়ালা দাদা বলেছেন: নুপুর পরা পা খানি কার?
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যার বাগান......... তার.........। (বাগান খানা আমার কইয়ে দিলাম... )
১০| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
বটপাকুড় বলেছেন: আপনার ছবি তোলার হাত তো বেশ। অনেক ভাল তুলেছেন, মোবাইল ক্যামেরাতে? এই শীতের দিনে আমের মুকুল বেশ অকল্পনীয়।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা হু মোবাইলে তোলা... আমার ছবি তোলার বাতিক আছে তাই ছবি তুলতে তুলতে ...! আর ওটা ফজলি আমের গাছ ভাই! মনে হয় বারোমাসি ফল হবে! ভালো থাকবেন!
১১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈপ্সিমণির কি কোমরে ব্যাথা?
১ম ছবি ক্লিকের সময় আরেকটু বাঁকা হওয়া দরকার ছিল। ছবি আরো ভালো আসতো।
শেষ ছবিটা খুবই সুন্দর হয়েছে। যদিও প্রতিটি ছবিতেই ভালো লাগা।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা রাজপুত্র সকালে স্কুলে যাবো তখন ঝটপট তুলেছি ছাদে গিয়ে এত কিছু ভাবিনি... হাহহহাহা ধইনা পাতা!
১২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
মিউজিক রাসেল বলেছেন: ফুলের চেয়ে আপনার হাত খানা আমার কাছে সুন্দর লাগিতেছে
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ছবি কথা বলে, বলছে।
প্রতিটি ছবিই সুন্দরতম ব্যতিক্রম.....স্নিগ্ধতায় থাকুন, ভরপুর বাঁচুন।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর সব ছবি , ভালো থাকবেন ।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর !!
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
এ কে এম রেজাউল করিম বলেছেন:
নুপুর পরা পা আর
বৃষ্টিতে ভেজা হাত
সত্যি অসাধারন মায়াময়তা
আবেশ সঞ্চার করে দেয়।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: ভাল লাগল .।.।.।