![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুটি পিঠার আয়োজন করা হয়েছিলো... আপনাদের না দিয়ে খাই ক্যামনে ......
খেতে থাকুন...
রুটি
ঝোল ঝোল মাংস...
বুটের ডালে ডিম...
আলু মাংস...
সবজি.....
আলুর তরকারী...
সবজি বড়া উইথ সালাদ...
বাচ্চু পুডিং...
পায়েশ...
চা...
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহাহা নেহি রে বাবা......... আমরা ঝাল কম খাই... এসব ক্যামেরার কারসাজি... ! আর হ্যাঁ সব আমি করিনি... মামনী ও করেছে!
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতসব দেখে যে এখন খেতে ইচ্ছা করছে। ভাল লাগল তোমার ছবি ব্লগ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাহলে খাওয়া শুরু করুন......... ধইনা পাতা!
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পেটে চুহা দৌড়াচ্ছে- তার মাঝে এমন লৌভনীয় জিভে জল ঝড়ানো সব ছবি!!!!!!!!!!!!!!!!!!!
হেই ভগবান.. একটা পোকা যাস পেটে ওর ঢুকে! ( আমাদের খালি দেখিয়ে দেখিয়ে লোভ দেখায় যে)
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা পোকা যেন তার পেটে যায় যে পোকা আমার পেটে আসার কথা বলছে... ফুউউউউ
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লা, মাসংসের কালারটা দেখে এখনি মাংস দিয়ে রুটি খাইতে ইচ্ছে করছে
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাহলে এখুনি খেতে শুরু করুন............
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
ওজন কি পরিমাণ এখন?
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহহা আমার ওজন খুব কম... বয়স অনুযায়ী...! খাবারের পিক মানেই আমি পেটুকী।। জি নেহিইইইই
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
ভারসাম্য বলেছেন: আপনার বাড়ি কি বরিশাল?
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহুউউউ দিনাজপুর............
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
মহা সমন্বয় বলেছেন: কাজটা মোটেও ঠিক হইল না
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হায় হায় এখন কি হবে... ?
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডিমটা আগে উদরস্থ করি!!!
এইবার সিরিয়াস কথা।
এই নির্যাতন কিন্তু আর ভালো লাগে না। পেটের মধ্যে চোঁ চোঁ সৃষ্টিকারিনী ঈপ্সি আর শায়মাপুর পানিশমেন্ট হওয়া উচিত। সামু গণভোজসভা আয়োজন করতে হবে আপনাদের।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রাজপুত্ররররররর আমার ডিমে চোখ দিছেন......।।
হু করেন... খাবার দাবার সব আপ্নারা কিনবেন... আমরা রান্না করবো... খুক খুক...
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
মহা সমন্বয় বলেছেন: দিশেহারা রাজপুত্র @ এর সাথে একমত, সামু গণভোজসভা আয়োজন করতে হবে
আর আমি দুই দিন ধরে না খেয়ে আছি, মানে অনশন চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে... আর ঠিক এই মুহুর্তে এ ধরনের পোষ্ট চোখের সামনে !!!! একন আমি কি করি কন দেকি ??
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই এখনো কি না খেয়ে আছেন? আহাহ কি যে করি.........।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
সুমন কর বলেছেন: আর খামু না......
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে তাইলে ঘুমান...............।।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: একদিন খাওয়ার দাওয়াত দেন, তারপর বুঝব আপনি কেমন রান্না করেন
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহহাহা দিয়েছি তো আপু......।। চলে আসুন না.........।।
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭
তার আর পর নেই… বলেছেন: ছবিগুলো দারুণ!
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাত............
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এমন ভালো খাবার, এসব একা-একা খেতে নেই। অন্যদেরও ইনভাইট করতে হয়, শুনেছি নইলে পেট খারাপ করে! হা হা হা........
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহহা পেট খারাপ হয় নাই.........। আপনাদের দিয়ে তবেই খেয়েছি.........
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্টে মাইনাস। খালি খাওন দাওন।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহায় হায় মাইনাস.........।। অই যাই কই যাই......।।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
আবু শাকিল বলেছেন: আমি রং চা খাই না
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাইলে সাদা চা দেই.........।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
আবু শাকিল বলেছেন: সফট ড্রিংকসস এর ব্যবস্থা রাখেন নাই
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাআআ রাখছি তো --পরে ছবি দেবো নে
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
রাবার বলেছেন: আসলাম আপি
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকীঈঈঈএ
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
মনিরা সুলতানা বলেছেন: এতু আয়োজন ক্যারে ?
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআআআআ এমনিতেই আপিজি.........।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
প্রামানিক বলেছেন: গরুর মাংসটা একটু ঝালু ঝালু তেলু তেলু হয়েছে। পায়েসে আরো দু'একটা কিসমিস বাদাম আখরোট দিলে ভাল হতো।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাংস ঝালু ঝালু আর তেল ছাড়া মজা হয় না কি হু... ? হাহাহা যেটাতে কিসমিস বেশি ছিলো, বাদাম ছিলো সেইটার পিক না দিয়ে এইটা দিছি ...
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০
আজাদ মোল্লা বলেছেন: আপু নিজ হাতে রান্না করে খাই , এতো সব খাবার করার সময় নেই আর হা এতো মজার খাবার বানাবো কেমনে পারিনা , তাই দেখেই সার ।
ধন্যবাদ আপু অনেক সুন্দর ছবি ব্লগ , ভালো থাকবেন ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহ ওকে বানিয়ে একদিন দাওয়াত দিবেন কেমন? ভালো থাকবেন
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
মেঘ নাকি রোদ্দুর বলেছেন: কালকের খাবারের ছবি, সুতরাং খাবার শেষ। খাবারের ছবি দেখিয়ে মুখে জল আনানোর জন্য পোস্টে ডাবল মাইনাস।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হায় হায় মাইনাস খাইতে খাইতে তো আমি শেষ
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
শাহরিয়ার কবীর বলেছেন: বুটের ডালে ডিম.. খওয়া হয় নাই..................
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদিন খেয়ে দেখবেন............।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!!!!!!

গরুর মাংস খেলে মনে হচ্ছে কাঁদতে হবে!!!!!! এমনি ঝালু ঝালু চেহারা!!!!!!!
কিন্তু তোমার রান্না মনে হচ্ছে অনেক মজার !!!!!!!