![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশা ভেজা সকাল ... সকাল সাড়ে ৮টায় তোলা ছাদের আশেপাশের কিছু ছবি...
সিক্ত আকাশ... সিক্ত গাছ... অতঃপর আগুন পোহানো... তারপর... পিঠা...।।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Epshi007/Epshi007-1453802461-a38573d_xlarge.jpg
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাআআআআআ তাই না কি?
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
অন্তু নীল বলেছেন: "বেলফুল এনে দাও
চাই না বকুল,
চাই না হেনা
আন আমের মুকুল"
সবগুলোই সুন্দর, তবে আমের সুগন্ধে মন ভরেগেল।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআআআআআ কবিতা বেশ ...! ধইনা পাতা
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২
মহা সমন্বয় বলেছেন: ওহহ.... শীতের সকাল...... কার না ভাল লাগে, এক কথায় অপুর্ব ।
কিন্তু নিচের দিকে ভাপা পিঠার ছবি !!! এটা তো খউব খ্রাপ
২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা ভাপা- চিতই তো শীতের সকালের -ই একটা অংশ......... !
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
সুমন কর বলেছেন: আহ...সুন্দর।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর সব ছবি , ধন্যবাদ আপনাকে ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
আবু শাকিল বলেছেন: ঈপ্সিতাপু-হাতে চুড়ি কম হয়েছে -
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কথা সত্য ভাই............।। খুক খুক.........।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: অক্টোপাসের মতো ওইটা কি?
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ফুল ! নাম তো বলে- স্নো-বল.........
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: সকালের মুগ্ধতা কতটা স্নিগ্ধ ছবি গুলোই তার বাস্তবতা। ভেবে ভালো লাগছে সব মানুষ এখনো রোবট হয়নি, রক্ত-মাংশ, হৃদয়-হৃদপিন্ড নিয়েও আছে কেউ-কেউ....সময় যেদিকেই যাক;স্রোতের বিপরীতে হাটার সপ্রাণ পৃথিবীময় মানুষেরাই নশ্বর। জয় হোক সৃজনের-মানবতার, পৃথিবী আরো ভালোবাসাময় মানবিক হয়ে উঠুক। স্নিগ্ধতায় থাকুন........
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সকালের স্নিগ্ধতা খুব সুন্দর হয়...। হাহহহা না এখনো রোবট হইনি ভাই! ভালো থাকবেন!
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবিগুলোর দুই একটা শিরোনাম থাকলে ভালো হতো।
২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছবি-ই লোড নেয় না এখানে ঠিক মত... শিরোনাম দেবো কি ভাই...? এই লেখা দিতে ১ ঘন্টার বেশি সময় লাগছে... মেজাজ খারাপ হইছে তাই দেই নাই!
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
ভুমিসংকর বলেছেন: বাড়ীর আশপাশটা কিরাম চিনা চিনা লাগতে আছে

ও মোর আল্লা ! উপর তন ৪ নাম্বার ছবির বাড়ীর মধ্যেই তো মোরা থাকি