নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সে ছেলে হলেও প্রেমিক হতে পারে নাই............ !! ;)

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০


যে ছেলেটা প্রেমিকা নিয়ে চুপি চুপি ঘোরাঘুরি করে নাই ...
যে প্রেমিকার ভয়ে বিড়ি খেয়ে আবার চক্লেট মুখে নিয়ে প্রেমিকার সামনে আসে নাই...
যে প্রেমিকার হাতে এক ডজন চুড়ি যত্ন করে পড়াতে গিয়েও আনমনে ভেঙে ফেলে নাই...
যে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে, হাঁটুতে প্রেমিকার পা নিয়ে
সেই পায়ে পায়েল পড়ায় নাই...
যে প্রেমিকার আইস্ক্রিমের- নাকে ঘষা খায় নাই...
যে প্রেমিকার অভিমান ভাঙ্গাতে ৩৯ বার কান ধরে ওঠ-বস করে নাই...
যে প্রেমিকার ভাই/বোনের মাধ্যমে চিরকুট পাঠায় নাই...
যে প্রেমিকাকে নিয়ে সবুজ ঘাসের বিছানায় পাশাপাশি আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হাঁটে নাই...
যে প্রেমিকার এলো চুল সরিয়ে দেয়ার অজুহাতে কপালে থাকা
টিপ টা চুপিসারে খুলে নেয় নাই...
যে প্রেমিকার চুল এলোমেলো করে দিয়ে তাকে পাগলী পাগলী বলে ক্ষ্যাপায় নাই...
যে মন খারাপ হলে মুষ মুষ ভঙ্গিতে এসে প্রেমিকার কোলে মাথা রেখে নীরবে কাঁদে নাই...
যে প্রেমিকার সাথে ঝুম বৃষ্টিতে ভিজে তার চোখে ডুব দেয় নাই...
যার বুকের উত্তাপে প্রেমিকার ভেজা চুল শুকায় নাই.........
যে জ্যোৎস্না আলোয় ভিজে ভিজে প্রেমিকাকে গান শোনায় নাই...
সে ছেলে হলেও প্রেমিক হতে পারে নাই............ !!
(হাম্বুস জানেমান তুই এখানকার কয়টা করেছিস সেটা গুনতেছি...
বাকিগুলা ঝটপট করে ফেলিস নইলে তুই ছেলেই থাকবি হু... প্রেমিক না...বুদ্ধু... ;) )

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কোন মেয়ে প্রেমিক হতে মিথ্যের আশ্রয় নিতে হয়ে। আমি মিথ্যের আশ্রয় চাই না। আমি প্রকৃতির প্রেমিক হতে চাই: যেখানে কোন মিথ্যে নাই।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি যে বলেন? তা হবে কেন?

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

মতিয়ার রহমান দিপু বলেছেন: লেখাটা,আমার কাছে সত্যি অসাধারন লেগছে।এভাবেই লিখে যান আজীবন,ভালো থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: যে প্রেমিকার অভিমান ভাঙ্গাতে ৩৯ বার কান ধরে ওঠ-বস করে নাই...

এটা একশ' একবার হলে কি অসুবিধা ছিল?

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা এটা নায়িকার ট্রেড মার্ক শাস্তি নায়কের জন্য তাই......।।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেমিকার যদি ভাই বোন না থাকে???

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা তাইলে কইতর আছে না রাজপুত্র......।।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাড়িয়ালা যদি ছাদে উঠতে না দেয় =p~

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যে প্রেমিক হবে সে সবকিছুর মোকাবেলা করবে হু...... নইলে সে শুধু ছেলেই থাকবে ...খুক খুক

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

ফেলুদার তোপসে বলেছেন: হুমম্………„
প্রেমিক হইতে মন চায়।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা তাই না কি?

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ভালো লাগলো। পড়ে মনে হচ্ছে আমি মস্ত বড় একখানা প্রেমিক...আরো কিছু আছে যা এখানেও নেই হাহাহা.......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহহা হু সব দেইনি তো .........।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৭

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: তবে আপনার অনুভূতিপ্রবণ এ লেখাগুলি কিন্তু বেশ....

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

তাওহিদ হিমু বলেছেন: যে ছেলে সুযোগ থাকা সত্ত্বেও প্রেমিকার সাথে চার বছরে তিন বারের বেশি দেখা করে নাই, যে ছেলে কোনোদিন প্রেমিকার হাত ধরে নাই,,,,,:(

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

ইশতিয়াক ফাহাদ বলেছেন: যার বুকের উত্তাপে প্রেমিকার ভেজা চুল শুকায় নাই. বাহ কি কথা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.