![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরা কি মানুষ না কি এরা নিজেরাই গরু/ ছাগল......তাই...
>শীত নিবারনের জন্য এরা মানুষকে দিয়েছে চটের বস্তা!! কোন যুগে আছি আমরা!! ভাবলেই মাথা আউলিয়ে যাচ্ছে!!!
>শীত নিবারণের জন্য চা শ্রমিকদের দেয়া হয়েছে চটের বস্তা! ঘটনা মৌলোভীবাজারের কমলগঞ্জে ঘটেছে (দেওছড়া চা বাগানে ) ! যেখানে হাড় কাঁপানো শীতের জন্য বিপর্যস্ত চা শ্রমিকদের শীত নিবারণের জন্য কোম্পানী থেকে দেয়া হয়েছে চটের বস্তা!!! খবর-ইত্তেফাক- ১৫ পৃষ্ঠা ! ছবি দেখুন!
>> ভাবছি এরা নিজেরাই কি গরু/ ছাগল? তা না হলে এই যুগে কোন মানুষ কে শীত নিবারণের জন্য চটের বস্তা কি করে দেয়? তারা নিজেরা কি গরু/ ছাগলের গায়ে দেয়া সেই চটের বস্তায় শীত নিবারণ করে? তারা নিজেদের কি গরু/ ছাগল ভাবে? তা না হলে এটা করলো কি করে...? সত্যি সেলুকাস... আর ও কত কি যে দেখার বাকি আছে... তাই ভাবছি... ?
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি .........! কি আজিব কারবার তাদের!
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: দুঃখজনক!!
ওদের কেউ নেই।
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই ভাই এবং লজ্জাজনক!
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি যতদূর জেনেছি, চা শ্রমিকদের মালিকরা কৃতদাসের মত ব্যবহার করে। শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের এই জায়গায় নজর দেয়া উচিত।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চিন্তা করেন তাহলে কি অবস্থা!!! কাউকে চটের বস্তা দেয়!!! ঠিক বলেছেন এদের নিয়ে কাজ করা দরকার কিন্তু যারা করবে তারা নামের কাজ করবে আসল সমাধান হয়ত হবে না!
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
ধমনী বলেছেন: আজীব...
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আজিব-ই বটে ভাই!
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি আর বলব? ভাষা হারিয়ে পেলেছি। :-)
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও অবাক হয়েছি ছবিটা দেখে !
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
আবু শাকিল বলেছেন: বহুকাল আগেই থেকেই শুনছি
চা বাগানের শ্রমিকরা অবহেলিত।সেটা যে আজ ও আছে -আজকে জানলাম।
মানবতা জাগ্রত হোক।
আশা করি তাদের পাশে কেউ না কেউ সাহায্যে এগিয়ে যাবে।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও সেই প্রত্যাশায় ভাই! কতটা অমানুষ ভাবা যায়!!!!!!
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
সুমন কর বলেছেন: লজ্জাজনক!
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আসলেই লজ্জাজনক!
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শোষক আর শোষিতের ডিজিটাল বাস্তবতা!
কি নির্লজ্জ্ রকম অমানুষ! যাদের রক্ত ঘাম করা শ্রমে কোটি টাকার পাগাড়ে বাস তাদেরই এত এতটা বঞ্ছনা!!!!!!
তখনই রাগ হয়- খৌদা কি খালি গরিবেরেই চোখে দেখে!!!!!!????
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া! কতটা অমানুষ হলে এমন কাজ কেউ করে? দিন দিন যেন আমাদের অধঃপতন -ই হচ্ছে... !!!
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
রানার ব্লগ বলেছেন: চা শ্রমিকরা চিরকালই অবহেলিত । দেশে এত এন জি ও কিন্তু এদের জন্য কাজ করার কেউ নাই।