![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> ড.মিজানের মত আমি বলবো না পুলিশের স্পর্ধা বাড়াবাড়ি পর্যায়ে গেছে, আমি শুধু বলবো, জানতে চাইবো তাদের নির্মমতা কি এভাবেই বাড়তে থাকবে?
> এইতো প্রায়-ই শোনা যাচ্ছে রাস্তা-ঘাটে পুলিশ পিটাপিটি করছে!
( ব্যাঙ্ক কর্মকর্তা রাব্বি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ এবং আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহানা আক্তার এর উপর নির্যাতনের কথা আমরা জানি ) রক্ষক ভক্ষকের তালিকায় বহুত আগেই চলে গেছে... কিন্তু এই অবস্থার কেন কোন উন্নতি হচ্ছে না এটাই জানতে চাই...? এরা যদি ভক্ষক-ই হবে তবে দরকার নেই আমাদের তাদের মত রক্ষকের!
>> পুলিশের নির্মমতায় দগ্ধ বাবুলকে বাঁচানো গেলো না ( খবর- ইত্তেফাক- প্রথম পৃষ্ঠা) ! বুধবার রাতে মিরপুর- ১ নং এ গুদারাঘাট এ চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুলের কেরোসিনের চুলায় বাড়ি মারে! এতে তেল ছিটকে পরে আগুন ধরে যায় বাবুলের গায়ে! ৯৫ % পুড়ে যায় তার... এরপর আর কি মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে ওপারে সে চএল যায়......।।
>>> দিন দিন তারা জনগণের আস্থা হারাচ্ছে! জানি না এই আস্থা তারা কখনো ফিরে পাবে কি না...? আমি শুধু এটাই বলবো আবার- দরকার নেই এমন রক্ষকদের যারা ভক্ষক হয়ে গেছে!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন ভাইয়া
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
কাকন মজুমদার বলেছেন: পুলিশ মানুষ নয়,এমন মন্তব্য অনেকই করেন।
রক্ষক যখন ভক্ষক হয় তখন আমরা অসহায়
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
নতুন বলেছেন: পুলিশ এখন রাজনিতিক দলের লাঠিয়াল বাহিনি
তাই তাদের কাছথেকে সুবিধা নিতে হলে তাদেরও কিছু সুবিধা দিতে হয় তাইনা? তাই পুলিশের কাজের কঠিন সাজা হয় না।
পলিশের ক্ষমতার অপব্যবহার করেও যখন পার পেয়ে যায় তখন তারা যা ইচ্ছা তাই করে।
প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারি, ইচ্ছা এবং কয়েক বছরের চেস্টা প্রয়োজন এই বাহিনিকে নিয়ন্ত্রনে আনতে...