![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>হু লুতুপুতু নয় পুরাই স্বৈরাচারী স্টাইলে পাগ্লুটা আবারো বলেছে-- অই ভালোবাসি বলবি কি না বল...? নইলে তোরে উঠাই নিয়া আসুম...
>কইলাম, কোলে করে নিয়ে যাবি না ঘাড়ে...?
>ঘাড়ে কইরা আনুম... বল রাজি...?
>বললাম- আমি কিন্তু খামচামি করবো সহ্য হবে...?
>হু হবে গুন্ডি!! বল রাজি? নইলে কিন্তু সত্যি তোরে উঠাই আনুম...
>কইলাম- বৃষ্টিতে ভিজবি...?
>হু ভিজবো... তবে হাত ধরে ভিজতে হবে... বল রাজি...?
>বললাম- আইস্ক্রিম নাকে ঘষে দেবো, আর আমি ছুটোছুটি করে বেড়াবো... বল রাজি...?
> হু রাজি..আলতো করে তোকে কাছে টেনে তোর চোখে ডুব দেবো -রাজি...?
>তোর বুকের উত্তাপে আমার চুল শুকাবে... বল রাজি.....?
( পাগ্লুটা যেদিন এভাবে প্রপোজ করেছিলো সেদিন ও আকাশ লাল হয়ে ছিলো, অদ্ভুদ লাল রঙা আকাশ... সেদিন বৃষ্টি হয়েছিলো আর আমরাও ভালবাসার বৃষ্টিতে ভিজেছিলাম... আজ ও আকাশটা অদ্ভুদ লাল হয়ে হয়েছে, পাগ্লু সেম স্টাইলে প্রপোজ করেছে ... এখন শুধু বৃষ্টির অপেক্ষায়... )
এ ছিলো আজকের দুপুরের প্রপোজ ডে কথন...
< এক্ষুনি চুড়ি/ কুলফি নিয়ে এসে আমাকে প্রপোজ কর নইলে কিন্তু টা টা বা বাই....
>যে ছেলেটা এক মুঠ লাল/নীল রেশমী চুড়ি, একটা কুলফি, একটা বার্বি,
লাল টুকটুকে কিছু জারবারা কিংবা লাল টুকটুকে গ্লাডিওলাস হাতে নিয়ে
সামনে এসে হাঁটু মুড়ে বসে - ভালোবাসি ভালোবাসি, তুই কি আমার সব হবি?
- বলে প্রপোজ করতে পারবে তাকে এত্তগুলা ভালোবাসা দেবো... তার হয়ে যাবো...
তবে শর্ত একটাই - যেন সে মন ছুঁয়ে দিতে পারে... এমন হতে হবে!
কারন এভাবে তো অনেকেই এসে লাইন দেবে...
আর সবার তো হওয়া যাবে না... হতে চাই একজনের-ই স্পেশাল... একটা তুই... !
>খুক খুক লেখাটা পাগ্লুকে দেখাতেই কি তার চিল্লানী...
অই অই হ্রামী তোরে চুড়ি/ কুলফি দেই নাই তাই তুই এখন
আমারে ছাইড়া দিয়া আর একজন ধরবি...!!! শালা হ্রামী... তোরে তিন তালাক!
> বললাম - যা আজ তোরে একটা চান্স দিলাম-
এক্ষুনি চুড়ি/ কুলফি নিয়ে এসে আমাকে প্রপোজ কর নইলে কিন্তু টা টা বা বাই......।।
আর এ ছিলো কালকের রোজ ডে’র কথন......
পাগ্লুর আদুরে আবদার...
অই অই আজ রোজ ডে- প্লিজ লাগে তোর-
প্রথমে তো আমি রোজ দিয়া তোরে প্রপোজ করেছিলাম এইবার তুই একটু কর না...
বললাম- ওকে এই দেখ- রোজ ডে'র জন্য গোলাপ... পিঙ্ক/লাল/সাদা...
রোজ ডে'র কেক... প্রপোজ স্টাইল...
বল কোনটা পছন্দ তোর... ?
যেটা বলবি সেটাই করবো- শুধু শর্ত হলো-
এই ফুলগুলো আমার বাগান থেকে তোকে চুরি করতে হব্ববে...
বল রাজিইইইই? ?
পাগ্লুর উত্তর- যা হ্রামী... ...... অন্য মাইয়ারে তাইলে কইতাছি
বললাম- গিয়ে দেখ, তোর ঠ্যাং কাইটা গোলাপ গাছে আটকাইয়া
এরপর প্রপোজ করুম হু... ............... "তুই কি আমার সব হবি" ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাইয়া!
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
খোলা মনের কথা বলেছেন: গলার পানি শুকাই গেছে
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহহাহা একটা আইস্ক্রিম খেয়ে নিন......।।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
লেভান্ডোভস্কি বলেছেন: ইজ ইট
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু...............
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
আরণ্যক রাখাল বলেছেন: প্রপোজ যেমনেই করুক, পোস্ট লুতুপুতু হইছে, বরাবরের মতো
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ যে যাহা ভাবিবে তার কাছে তাহা তাই হইবে
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
শাহরীন মাহাদী বলেছেন: aponi.....sei hoise !!