নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তুই কি আমার টেডি বিয়ার হবি...? ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২


হাল্কা ব্রাউন কিংবা লাল টুকটুকে রঙের ঠিক তোর মত মোটুসুটু,
নরম তুলতুলে লোমশ শরীরের টেডি বিয়ার...
যার সাথে আমি খুনসুটি করবো যখন তখন...
যাকে ইচ্ছে হলেই আদর করতে পারবো...
মন খারাপ হলে যাকে জড়িয়ে ধরে কাঁদতে পারবো... রাগ হলে খামচামি করবো...
অভিমান হলে গাল ফুলিয়ে তার সাথে কথা বলবো ...
আমাল গুলুগুলু হাম্বুসটা বলে যার নাক টিপে ধরে ইচ্ছেমত হাসবো ...
অই অই কান ধর বলে তার কান ধরে টান দেবো...
আর যখন তোর কথা মনে পড়ে খুব খুব একা লাগবে তখন
সিড়িঘরের মাঝ সিড়িতে বসে তার শরীরে
এলোমেলো হাত রেখে একাকী কথা বলবো ...
মাঝে মাঝে তার দিকে অপলক তাকিয়ে থেকে বলবো -
অই তুই আসলেই মটকু হয়েছিস রে... এরপর খিলখিল করে হাসবো ...
মাঝে মাঝে আদুরে বায়না করবো... চুড়ি এনে দে হ্রামীটা ...
যা তোর সাথে আড়ি বলেই তাকে দূরে সরিয়ে দেবো...
অই শোন, শুধু আমার জন্যই তুই টেডি বিয়ার হবি বুঝলি... ?
যদি দেখি অইসব শাঁকচুন্নি আর কটকটিদের সাথে নটাঙ্কিগিরি করে বেড়াচ্ছিস...
তাহলে তোর নাক টেনে ছিড়ে ফেলবো প্রথমে... এরপর কান ছিড়বো...
এরপর হাত... পা... একে সব ছিড়ে...
দিয়াশালাইয়ের কাঠি এনে খচ করে তোকে জ্বালিয়ে দেবো... হু...
নইলে চাকুটা এনে ঘচাং ঘচাং করে তোকে
পিঁয়াজের মত করে কুঁচি কুঁচি করে কাটবো...
এখন বল ত্তুই কি আমার টেডি বিয়ার হবি... না কি...
তোরে আজকেই ফাইনালী টা টা বলবো ... ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর হইছে । ভাল লাগা শতভাগ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

মহা সমন্বয় বলেছেন: নইলে চাকুটা এনে ঘচাং ঘচাং করে তোকে
পিঁয়াজের মত করে কুঁচি কুঁচি করে কাটবো.. B:-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহাহ ওটা তো দুষ্টুমি ... বুঝতে হবে।।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো কিছু না করে টা টা বলাই ভালো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা টা টা তো এত সহজে বলা যায় না... আর ওটা তো দুষ্টুমি ... বুঝতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.