নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হেই হেই... প্রকাশ্যে চুম্মাচুম্মি করবি এইটা আবার একটা ব্যাপার হলো না কি...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

হেই হেই...
প্রকাশ্যে চুম্মাচুম্মি করবি এইটা আবার একটা ব্যাপার হলো না কি...
পারলে ভাদ্র মাসের কুকুরের মত রাস্তায় গড়াগড়ি দিয়া তোরা দেখা...
দেখি তোরা কেমন বাপের বেটা-বেটি... ?
ভাবতেই পারি না একটা মুসলিম দেশে এরকম কিছু হতে পারে!
যারা এসব ইভেন্টের আয়োজন করেছে তাদের থেকে ঘৃণা হচ্ছে
তাদের প্রতি যাদের সহযোগিতার কথা তারা বলেছে!!
দিন দিন কত নীচে নামছে এদেশের তরুন/ তরুনীরা...?
এরা আসলে নিজেদের কি ভাবে...?
এদের পরিবার বলে কি কিছু আছে...?
না কি সেসব পরিবারের লোকজন ও এমন বেহায়া নির্লজ্জ ?
এদের পারিবারিক শিক্ষা কি এদের এমন হতে শিখিয়েছে...?
না কি এরা নিজেরাই নীচে নেমে নেমে পরিবারের মান-সম্মান ধুলোয় মিশাচ্ছে ?
জানতে ইচ্ছে করে এসব পরিবারের মুরব্বীরা কি করছে তাদের নির্লজ্জ ছেলে/মেয়েদের এসব কাহিনী শুনে...?

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার প্রতিটি বাক্যর সাথে আমি একমতপোষণ করছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: পুলিশী পাহারায় প্রকাশ্যে চুম্মাচুম্মির প্রতিবাদে যাঁরা প্রকাশ্যে ধর্ষণ করার জন্যে ইভেন্ট খুলেছে।তাঁদের সম্পর্কে আপনার বক্তব্য কি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অইসব উম্মাদ্দের সোজা মেন্টালে পাঠিয়ে দেয়া উচিৎ !

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

মহা সমন্বয় বলেছেন: মাথা গরম করতে হয় না। প্রতিটি ঘটনার পিছনে রয়েছে অন্তর্নিহত জ্ঞান, ওই জ্ঞান উদ্ভাবন করতে হবে এবং গভীর ভাবে ভাবতে হবে। |-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাথা গরম না লজ্জিত... !

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

আলো হীন চাঁদ বলেছেন: এটা দেশ উন্নয়নের ফলাফল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাই তো মনে হচ্ছে!

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

মোশারফ তানভীর বলেছেন: সবই মুক্তচিন্তার ফসল!!! ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাই তো দেখতে পাচ্ছি...।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

হানিফঢাকা বলেছেন: এই ইভেন্ট বাস্তবায়িত হোক বা না হোক, যারা যে উদ্দেশ্যে এই ইভেন্টের ডাক দিয়েছে তারা কিন্তু সফল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক............

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: পরিবারের মুরুব্বিরা পোলা মাইয়া বাইরে পাঠাইয়া ঘরে নিজেদের ইভেন্ট চালু করবে। সুযোগ সবার জন্য সমান থাকা উচিত।

"ভাবতেই পারি না একটা মুসলিম দেশে এরকম কিছু হতে পারে! "

বাহ বেশ বলেছেন ।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

মাঘের নীল আকাশ বলেছেন: রিকশার হুড তুলে কত চুমাচুমিই তো হয়...!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে জন্যই বলেছি এটা কি কোন ব্যাপার না কি.........!!!

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার চিন্তা এবং দৃষ্টিভংগির সাথে পরিপূর্ণ ভাবে সহমত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য!

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

পথে-ঘাটে বলেছেন: জব্বর আচানক ঘটনা। আমাদের কারনে যে ইভেন্ট খুলছে সে মুটামুটি বিখ্যাত হইয়া গেল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বিখ্যাত মানে সে আকাশে উইঠা গেছে......।।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: উন্নতির জোয়ারে সংস্কৃতি ভেসে যাচ্ছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু রাজপুত্র......।।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

উল্টা দূরবীন বলেছেন: সহমত। আমার ব্লগে আমন্ত্রণ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

যোগী বলেছেন:
আপনি যখন প্রকাশ্যে ব্লগে প্রেমের রগরগে আলাপ শুরু করেন, বেহায়া নির্লজ্জের মত আপনার বয়ফ্রেন্ডের সাথে বৃষ্টিতে ভিজে ছোঁয়া ছুইর কথা বলেন কিংবা আপনার ভেজা চুলের গন্ধ নেয়ার জন্য আপনার বয়ফ্রেন্ড কতটা পাগল থাকে সেটা রাকঢাক ছাড়াই মানুষকে জানান। তা ছাড়াও প্রকাশ্যে যখন মধ্য রাতে ঘুমের মধ্যে কানের কাছে একজন বৈবাহিক সম্পর্কহীন পূরুষের ফিস ফিস ভালোবাসার কথা সুনতে চান তখন আমাদের একেবারেই অস্বাভাবিক লাগে না, কিন্তু সে গুলো সুনে অসম্ভব ধাক্কা খায় আমাদের মুরব্বিরা। কারন তাদের সময় তারা একজন ভালো মেয়ের কাছা এই সব সুনার কথা কল্পনাও করতে পারতো না।

তাই কনক্লুশন ইজ দ্যাট, অপেক্ষা করেন আপনার ছেলে মেয়েদের কাছেও একজোড়া প্রেমিক প্রেমিকার ভালোবাসাপূর্ণ চুমা দেখাটাও স্বাভাবিক লাগবে।
শুধু মনে রাখবেন যুগ পরিবর্তন যদি কোন অপরাধ হয় তাহলে আপনার পূর্বপূরুষের যুগ পরিবর্তন করার জন্য আপনিও একজন অপরাধী।
আপনার পূর্বপূরুষরা হয়ত কখনোই ভাবেনি একজন মুসলিম মেয়ে হয়ে আপনি মন্ডপ থেকে মন্ডপ ঘুরে দুর্গা পুজা দেখে বেড়াবেন।
কোন কিছু হুট করে বলে বাহবা পাওয়ার আগে অনেক বড় করে বিষয়টা ভাবার চেষ্টা করুন।

সত্যই গার্লফ্রেন্ডকে ভালোবাসাপূর্ণ নগ্নতাহীন একটা চুমা দেয়ার জন্য আড়াল খোজার ব্যাপারটা আমার কাছে চোরের মত লাগে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভুল জায়গায় ভুল যুক্তি দেখিয়েছেন! আর গাধামীর পরিচয় দিয়েছেন!! নাম্বার ওয়ান - একজন লেখক বা পাঠক হিসেবে আপনার মত মোটামাথার গাধারা এটা বোঝে না যে- একজন লেখকের সব লেখার আমি তে “আমি” সব তুমি তে “তুমি” থাকেনা! ভাবছি আপনার মত গাধা পাঠকেরা বড় বড় লেখকের গল্প/ কবিতা/ উপন্যাস এসব পড়ে কি ধারনা নেয়...! নাম্বার টু- আমি তো বলেই দিয়েছি- চুম্মাচুম্মি কোন ব্যাপার না তোরা ভাদ্র মাসের কুত্তার মত রাস্তায় গড়াগড়ি দিয়া দেখা... সো গায়ে লাগছে কেন? দেখাতে চাইলে দেখান না... অহেতুক গাধামী করার দরকার কি?
হাহহহহা আমার হাম্বা/ পাগ্লু/ চান্দু চরিত্রগুলো বেশ স্টাব্লিশড হয়েছে দেখছি...! আর একটু খোলাসা করেই তাহলে বলি- হাম্বা/ পাগ্লু/ চান্দু আমার লেখার নায়ক চরিত্র... ! আশা করছি আর ব্যাখ্যার প্রয়োজন নেই!

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৮

মাসূদ রানা বলেছেন: অনেক ধন্যবাদ বোন ঈপ্সিতা :)



১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০৯

মাসূদ রানা বলেছেন: যোগী বলেছেন : সত্যই গার্লফ্রেন্ডকে ভালোবাসাপূর্ণ নগ্নতাহীন একটা চুমা দেয়ার জন্য আড়াল খোজার ব্যাপারটা আমার কাছে চোরের মত লাগে।

খাইছে !

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু খাইছে

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: সহমত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

সত্যানুরাগী বলেছেন: মুসলিম দেশে এই সব হতে পারে।
যদি মধ্যোপ্রাচ্যের মুসলিম দেশে মেয়ে পর্নোস্টার তালিকায় ১ম স্থান অর্জন করতে পারে।তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার।

তাছাড়া,সংবিধানে বলা আছে যে,বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ।এই কি তার নিদর্শন?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক-ই বলেছেন ... সব-ই হবে মুসলিম দেশে !

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

খোলা মনের কথা বলেছেন: মনের মত একটা পোষ্ট। কিন্তু এ কথা কোন চুমাচুমি সদস্যরা বুঝতে চাইবে না। ধন্যবাদ আপনাকে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

আরণ্যক রাখাল বলেছেন: যোগীর সাথে একমত। পুরাই একমত।
একটা মুসলিম দেশে লুতুপুতু পোস্ট দিতে লজ্জা লাগে না? ছিঃ পাপ হবে তো।
আর যেন কী- স্বৈরাচারী স্টাইলে প্রপোজ! ওইটা কোরানে লেখা আছে মেহেতেরেমা?
আপনার পোস্টে থুথু

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা আমিও চাইলে কালকের লেখা আপনার পোস্টে গিয়ে থু থু দিতে কিংবা ইয়াক ইয়াক করে বমি করে দিয়ে আসতে পারতাম কিন্তু রুচি নাই তাই কাল আপনার পোস্টে কমেন্ট করি নাই! এখন আসল কথায় আসি- গাধামী করছেন কেন? আপনাদের আরো এগিয়ে যেতে এসব চুম্মাচুম্মি বাদ দিয়ে রাস্তায় গড়াগড়ি দিতে বলেছি ভাদ্র মাসের কুকুরের মত... সো... গো।। আর আপনার তো আবার কারো পোস্ট নির্বাচিত পাতায় গেলে গায়ে জ্বলে ! একজনের সুন্দর ফুলের ছবি নির্বাচিত পাতায় গেছে আপনি সেখানে কি লিখেছেন তা দেখেছি!! আজ আমারটা গিয়েছে দেখে বুঝি গায়ে জ্বলছে ? হাহহা আর বাকি উত্তর আপনার যোগী ভাইয়ের রিপ্লাই এ দিয়েছি- দেখে নিন নয়ত মাল্টি-ভিটামিন বেশি করে খাবেন... তাহলে থু থু না বের হয়ে উপযুক্ত সমালোচনা করতে পারবেন!

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: এখানকার অনেকেই দেখি চুম্মাচাটির কবিতা লেখে যারা সহমত টহমত জানাচ্ছে। সব তো দেখি মোল্লা। মোল্লারাই কবিতা লিখছে আজকাল?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা এত জেলাসী......।।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

জনৈক শ্রেয়াস বলেছেন: এদেশে প্রকাশ্যে হাগামুতা যায় আর সব দোষ চুম্মা দিতে গেলে ?
যেই ন্যাকামি করে কোবতে লেখেন তেমন ন্যাকামির সুযোগ আপনার মায়ে পায় নাই ।
চুম্মা আর আরেক চ এর কাম দুই দিন পর এমনি ডাল ভাত হবে , অপেক্ষা করেন ।
ধর্মই যারা মানে না তারা চুম্মা থেকে দূরে থাকব কেন ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আমার বাবা-মা আমার সব লেখার পাঠক! তাদের এটুকু জ্ঞান আছে যে তারা জানে- তাদের মেয়ের লেখার সব আমি তে আমি সব তুমি তে তুমি থাকেনা কারন তারা তার মেয়ের বিভিন্ন পত্রিকায় লেখার পাঠক সেই ২০০৮ থেকে! মনে হয় আপনার বাবা মা জানে না যে আপনি কি করে বেড়ান... কি কুরুচি নিয়ে চলেন... যান গিয়ে আপনার বাবা- মা কে আমার লেখা আর এই মন্তব্য দেখান, আর আপনার কমেন্ট- আশা করবো তাদের কাছ থেকেই আপনি থাপ্পরটা খাবেন! ও হ্যাঁ আপনাদের কুরুচির কমেন্টগুলো আমার বাপ্পি দেখেছে আর তাকে আমার রিপ্লাইগুলো দেখিয়েছি... উনি শুধু মুচকি হেসেছেন... আর আমাকে ধৈর্য ধরে নিজের পথে থাকতে বলেছেন!

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

অগ্নি কল্লোল বলেছেন: সহমত দিলাম।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: সত্যানুরাগীর অনুরাগে নির্ঘাৎ সংকট রহিয়েছে। সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হইলেও, পশু নিরপেক্ষতার কথা তো বলা হয় নি কোথাও :||

পোস্ট খুবই ভালো হইয়াছে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

পাগ্লু বলেছেন: ইয়াহ বেইবি ইয়া ইয়া ইয়াহ
আম কামিং
কামিং
মুখের ভিত্রে কামিং

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

যোগী বলেছেন:

আমার কমেন্টের রিপ্লাই দেখলাম। রাগারাগি বাদ দেন।
আপনি শুধু বলেন আপনার গল্পের আমি তুমি চরিত্রদের দিয়ে বিবাহবহির্ভুত লিলাখেলায় অভিনয় করিয়ে এই মুসলিম দেশে কী প্রচার করছেন? (আপনার কোন লেখায় কোথাও আপনি কিন্তু বলেননি/বোঝাননি যে নারী পুরুষের অবৈধ ফোরপ্লে আমাদের সমাজে খারাপ)

আপনার সেই সব অবৈধ নারী পূরুষের অনইসলামিক ক্রিয়া কলাপের রগরগে কথা পড়ে আপনার হাজী বাপি কেন লজ্জা পান না সেটা কী একবার বলবেন?

আপনাদের ফ্যামিলিতে কী সেই সব কামনা বাসনার ক্রিয়া কলাপ বৈধ? যদি বৈধ না হয়ে থাকে তাহলে আপনি কেন প্রচার করছেন? (যেহেতু আপনার বাবা মুচকি হেসে আপনাকে লেখা চালিয়ে যেতে বলেছেন)

সর্বপরি বলেন (যেহেতু আপনি ইসলামিক দেশের কথা বলেছেন) ইসলাম কী আপনার সেই সব লেখা কে সাপোর্ট করে?


উপরের প্রতিটা পয়েন্টের জবাব দিবেন আশাকরি ঠান্ডা মাথায় ব্যাক্তি আক্রমন না করে। মনে রাখবেন কাওকে গাধা বলাটা ইসলামে নিষেধ, আপনি যেহেতু আপনার পোষ্টে ইসলামের কথা বলেছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহ রগরগা হিসেবে আমি কোথাও এমন কিছু লিখিনি যেটার জন্য লজ্জিত হতে হবে! আপনি আর একটা ভুল করলেন-
একজন লেখক (আমি সেরকম লেখক না কিন্তু যেহেতু লিখি তাই লেখক বললাম) সবকিছু নিজের কাহিনী বা অপরের কাহিনী তুলে ধরে না! একজন লেখকের মূল তত্ত্বই থাকে কল্পনার মিশ্রন... বাকিটা আশপাশ অবলোকন করে একটা লেখা স্টাব্লিশড করে।। মানুষ তার কল্পনায় অনেক কিছুই ভেবে নেয় তার সব কি বাস্তবে হয়? গল্প/ কবিতা/ কথোপকথন / উপন্যাস এসবে না কি জীবনের গল্পই উঠে আসে কিন্তু যা উঠে আসে তার সবটাই কি আমাদের জীবনে ঘটে? না...! যেহেতু আমার প্রতিটা লেখায় দুটো কাল্পনিক চরিত্র থাকে সেই কাল্পনিক চরিত্র দুটোর কাছে আসার/ দূরে থাকার গল্প/ আকুলতা/ বাস্তবতা/ কষ্ট এসব তুলে ধরি... ! এগুলো শুধুই গল্প/ কবিতা আর কথোপকথন এখানে ইসলামের নিষিদ্ধ জগত নিয়ে আসা বোকামী নয় কি? আর হ্যাঁ আমার বাপি জানে এগুলো নিছক গল্প/ কবিতা আর কথোপকথন এগুলো দিয়ে আমি কিছু প্রতিষ্ঠা করতে যাচ্ছি না! বা ধর্ম পরিবর্তন করতে যাচ্ছি না! আর সব জায়গায় অহেতুক ইসলাম টেনে আনা কেন? আমার লেখা আর বাস্তবে যারা এসব কুকর্ম করতে যাচ্ছে দুটো কি এক জিনিস? এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন! ও হ্যাঁ একসময় আমার বাপিও লিখতেন! তিনি এটুকু জানেন এসব গল্প/ কবিতা/ উপন্যাস কি জিনিস...? আর চুমু খাওয়ার ইভেন্ট কি জিনিস! ও হ্যাঁ ইসলামিক দেশ কোথাও বলিনি! ইসলামিক দেশ বললে সেটা ভুল হবে না কি? বলেছি মুসলিম দেশ !

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

আরণ্যক রাখাল বলেছেন: জেলাসি!
হাসলাম, আপনাদের দেখে জেলাস হব ক্যা? আপনাদের দেখে জেলাস হওয়ার চেয়ে হ্যাপিরে দেখে জেলাস হওয়া ভাল। ও যেমন মাঝে মাঝে একটু হাজী সাজে!
ভাবছি আপনার মত গাধা পাঠকেরা বড় বড় লেখকের গল্প/ কবিতা/ উপন্যাস এসব পড়ে কি ধারনা নেয়...!
আপনার লেখা তো সব মাস্টারপিস! কার সাথে তুলনা করি, কার সাথে তুলনা করি! আমার তো মনে হয় না রবীন্দ্রনাথও এমন লেখা লিখতে পারছে

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

যোগী বলেছেন:
আপনি একজন মুসলিম হয়ে একটা মুসলিম দেশে বাস করেই বা আপনি কী ভাবে নারী পূরুষের অবৈধ মেলা মেশা আর নষ্টামির কথা লিখতে পারেন? মুসলিমদের জন্যতো সেটা নিজের মধ্যে কল্পনা করাও হারাম।
আর আপনি যদি অন্য রকমের মুসলমান হয়ে মনে করেন যে নষ্টামির কথা কল্পনা করে লেখা যায়েজ তাহলে একজন চটি লেখকেরতো কোন দোষ দেখি না। নাকি বলেন?

এগেইন টু দি পয়েন্টে আন্সার চাই। (আমি আপনার সাথেই আছি)

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

পুকিপুকি বলেছেন: তোর কি মাসিক অনিয়মিত হইছে নাকি রে ? ব্যাকতেরে এমন তিরিং বিরিং আন্সার দেস ক্যা ?

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

ইস্কান্দার মীর্যা বলেছেন: পোস্টে পূর্নাংগ সহমত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.