![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত শুক্রবার থাকে আমার ঈদের দিন... আজ শনিতেও ছুটি পেয়েছি তাই আজকেও ঈদের দিন...... আর তাই আজ চলছে ঈদের দিনের খানাপিনা...। সব রান্না আমি করিনি , কিছু মামনী ও করেছে!
পোলাউ
রোস্ট
গরুর মাংস
কই মাছ ভুনা......... (খাই না ! )
মুরগি
ডিমের কোরমা
সব্জি
কাবাব
সালাদ
শেমাই
ফ্রুট’স সালাদ...
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ঈদ মানে প্রতি বৃহস্পতিবার আমার চাঁদ রাত আর শুক্রবার ঈদ...
হাহহাহহা + এ ধইনাপাতা!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
অগ্নি কল্লোল বলেছেন: ভাল করে খাইয়েন।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা আমি রান্ধি কিন্তু খাই না... আমার খেতে ভালো লাগে না ভাই...
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
আমি মিন্টু বলেছেন: দিলেনতো আপু পেটের ক্ষিদের ভিতরে আরো আগুন ঢেলে এমনেই আজ এখনও দুপুরের খাবার শেষ করি নাই ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহা সরি ভাইয়া! কে জানতো এমনটা হবে...?
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
দিশেহারা আমি বলেছেন: কয়েকটা ছবি আগের পোস্টেও দেখেছিলাম। ঘটনাটা কি??
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা না আগের পোষ্টের ছবি না, সালাদ টা এক-ই প্লেটে এক-ই ভাবে দেয়া আছে তাই, গরুর মাংস (মাংসের ছবি নিতে এই বাটিটা আমার খুব পছন্দ তাই এক-ই দেখাচ্ছে) ... সব্জির প্লেট ও এক-ই ! আর সব আজকের-ই ......।।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮
মুদ্দাকির বলেছেন: ব্লগ একাউন্ট দিয়ে মোবাইল নম্বর ট্রেক করব এর পর ঐ নম্বর দিয়ে বাসার ঠিকানা, তার পর এক দল এক সাথে আসব
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হাহহহাহা ব্লগ একাউন্টে কি আমার নাম্বার আছে? জানি না তো!!!! তবে এতকিছু না করে সোজা দিনাজপুর চলে আসুন ভাই...... আমার বাসায়, কোন প্রব্লেম নেই!
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
মুদ্দাকির বলেছেন: ব্লগ একাউন্ট দিয়ে মোবাইল নম্বর ট্রেক করব এর পর ঐ নম্বর দিয়ে বাসার ঠিকানা, তার পর এক দল এক সাথে আসব
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হাহহহাহা ব্লগ একাউন্টে কি আমার নাম্বার আছে? জানি না তো!!!! তবে এতকিছু না করে সোজা দিনাজপুর চলে আসুন ভাই...... আমার বাসায়, কোন প্রব্লেম নেই!
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ওয়াও...দেখেই খেতে ইচ্ছা করছে...
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ তাহলে খেতে বসে যান ভাই!
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার খানাপিনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা ধইনা পাতা!
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
এরিক ফ্লেমিং বলেছেন: আপনার পোস্ট বরাবরই লোভনীয়।
রান্নাবান্নার প্রতি আমারো বেশ আগ্রহ।
কিন্তু বোন রসনা বিলাসের অবসরে তাদের কথাও একটু ভাববেন যারা নাকি খেতে পায় না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! হু ভাবি, আমাদের আশেপাশেই তো এরকম অনেকজন আছে, আমাদের সামর্থ্য মত তাদের দেখি।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: কালকেও তো বন্ধ!!! কালকেও ঈদ? ভালো। আমার এ রকম ছুটি নাই। ইস্!!! যদি পেতাম..........
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা এ সপ্তাহে ডাবল ঈদ ভাই.........।।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অভিশাপ দিচ্ছি..........
হে আল্লাহ্, যে এই মজার মজার খাবার গুলো তৈরী করে খায় আর আমাদেরকে না খাইয়ে শুধু ফটো দেখায় তার যেন এক সপ্তাহ পেটের অসুখ হয় ...........
মাবুদ, মাজলুমের দোয়া কবুল করো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহাহ আমি এখনো সহি সালামতে আছি ভাই............
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
রেজা এম বলেছেন: চরম অপরাধ !!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শাস্তি চাই!!!!!! হাহহাহা!
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
উল্টা দূরবীন বলেছেন: আপনারে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা উচিৎ। লোভনীয় খানাপিনার ছবি দিয়া পেটের ক্ষুদাটা বাড়াই দেন। মাসের শেষে ব্যাচেলর পকেটে কি ট্যাকা থাকে হে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহ একদম ফাঁসি হলে বেশি ভালো হয়!
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
নুরএমডিচৌধূরী বলেছেন: কি দরকার ছিল
দিতে যদি নাই পারবেন তয়
লোভ দেখাইলেন ক্যান ?
জিভের কাছে লোল গুলি সব
করে অয়ান প্যান।
আহ !!!! যদি কাওন ডা পাইতাম
কি মজা কইরা যে খাইতাম ।।
যদি এক্টুও থাকে বারুন
পোষ্ট হয়েছে দারুন!!!!!
দেখতে জাগিছে মারবেলাস
দিলাম তয় প্লাস
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওম্মামাআ কি সুন্দর কবতে............।।
১৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
রেজা এম বলেছেন: নেক্সট টাইম রিয়াল চাই
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: এখন তো ঈদ না। বসন্ত।
তবু জিভে জল এলো............... রে.......
+++++++++++++