নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কিছু মায়া অদ্ভুদ ভাবে বুকের ভেতরটা মুচড়ে দেয়.........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

>হাসান আমার ৭ বছরের কাজিন তার টিফিনের মামা খাওয়ার ৫ টাকা দিয়ে কাগজের ফুল কিনে এনে দিয়েছে আমার ভাগ্নিদের (আমার পুতলি আম্মিদের- ভাগ্নি ) ! বুকের ভেতরটা সেই মায়ায় মুচড়ে গেছে! এই হাসান কেই যখন আমি দুষ্টামির কারনে স্কুলে বকি এরপর ও সে বাসায় বলে বয়পু বয়পু তোমার পা ব্যাথা করছে? হাত ব্যাথা করছে/মাথা ব্যাথা করছে আসো টিপে দেই! চোখ দিয়ে পানি বের হয়ে যায়!
> স্কুলের বাচ্চুরা যখন টিফিন টাইমে নিজ টিফিন এনে আমাকে খেতে বলে... ওদের দিকে তাকিয়ে বুকের ভেতরটা অদ্ভুদ মায়ায় মুচড়ে যায়...
> আমার পুতলি আম্মিগুলা (জমজ ভাগ্নিরা ) যখন কেঁদে ওঠে বুকের ভেতরটা মুচড়ে চোখের পানি গড়িয়ে পড়ে যায়...
> কেউ একজন বলেছিলো- হুরর কাল চলে যাচ্ছি, ক্যাচাল করিস না তো... অদ্ভুদ মায়ায় বুকের ভেতরটা মুচড়ে গিয়েছিলো...
>>আহ্‌ মায়া... বড্ড কঠিন তার ক্ষমতা রে......... !!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

দিল মোহাম্মদ মামুন বলেছেন: এই মায়াজালেই দুনিয়াটা বন্দি। ধন্যবাদ আপনাকে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই...... আমরা এই মায়াজালে বন্দী......।।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাচ্চাদের কে দুনিয়ার সব ফুলথেকে সুন্দর লাগে তাদের সাথে থাকলে মন ভাল লাগার কথা। আমার অনেক ভাল লাগে তাদের তবে অবহেলিত বাবুদের দেখলে চোখের জল আটকাতে পারিনা। প্রবাসে থাকি বিদেশে বাবুদের কদর দেখলে মনে হয় অামাদের বাবুগুলো কত অবহেলিত!
এই ফুলগুলোর জন্য শুভকামনা রইল, সাথে আপনার উদার মনের জন্য ও ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার অনুভূতিকে শ্রদ্ধা জানাই... ! ভালো থাকবেন ভাই!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

অন্তঃপুরবাসিনী বলেছেন: " আহ্ মায়া... বড্ড কঠিন তার ক্ষমতা রে."

বড্ড ভাল লিখেছেন আপুরে! :)

টুইনদের খুব ভাল লাগে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু মায়া বড্ড অদ্ভুদ .........! চলে আসুন দিনাজপুর আমার টুইন আম্মিদের দেখতে!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

উল্টা দূরবীন বলেছেন: মায়া এবং মোহ দুটোই মানুষকে ব্যাকুল করে তোলে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দুটোতেই মানুষ বড্ড ব্যাকুল হয়.........। ভালো থাকবেন!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আবেগে কাইন্দালাইছি......
এতো মায়া ক্যারে......

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ তাই......? হু এত্ত মায়া......।।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

অগ্নি কল্লোল বলেছেন: লেখা অনেক ভাল লেগেছে। আরো বড় করে লিখতে পারতেন।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই পারতাম মায়ার তো শেষ নেই... কিন্তু ঠিক অই মুহূর্তে আর লিখতে ইচ্ছে হলো না...! ভালো থাকবেন!

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: মায়া জালে বন্দী ঈপ্সিতা চৌধুরী।
এর থেকে কখনো নিজেকে মুক্ত করবেন না।
সব মুক্তির স্বাদ সু-মধুর হয়না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাআহ উপায় নেই ভাই......... মুক্ত হওয়ার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.