![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এর আগে ভাত দিতাম না বলে অভিযোগ ছিল এইবার কিন্তু ভাত আগেই দিলুম......
ডাল
বেগুনের ঘন্ট
আলু ভর্তা
ছোট মাছের চচ্চরি
আলু পিঁয়াজের পাতার ভাজি
নাফা শাক
সালাদ
মুলা ভাজি
বেগুন ভাজি
ডালের বড়া
আলু বেগুনে মাছ
ডিম পিঁয়াজি
জলপাইয়ের টক
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআআআআআআ দাওয়াত তো দিয়েই রেখেছি ভাই ! সময় করে চলে আসুন দিনাজপুর! হু কিছু আমি করেছি কিছু মামনী!
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
শাহাদাত হোসেন বলেছেন: আল্লাহ বাচাঁইছে আপনার পোস্ট দেখার আগে ভাত খাইয়ালাইছি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআআআআআ ইস কি মিস করলাম!
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
রিফাত_হাসান বলেছেন: এই ধরণের পোস্ট আর দিয়েন না আপু। দেখলে খুব মন খারাপ হয়। দেশের বাইরে থাকি বলে খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। কতদিন আম্মার হাতের খাবার খাইনা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওহোওওও সরি ভাইয়া! আচ্ছা দেশে এসে বেড়াতে আইসেন এই আপুর বাসায় দিনাজপুর!
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
মোস্তফা সোহেল বলেছেন: তরকারিতে মনে হয় তেল বেশি খান।
তরকারির কালার খুব ভাল হয়েছে।
জিভে জল এসে যাওয়ার মত
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা তরকারী অল্প তেল পিঁয়াজে যত কষাবেন রঙ তত সুন্দর ও টেস্টি হবে! না তেল বেশি খাই না ভাই! ভালোভাবে কষালে তেল বের হয় এমনিতেই !
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আপু জলপায়ের টক রেসিপিটা একদিন শেয়ার করেন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে ভাই দেবো একদিন! ভালো থাকবেন!
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এত খানা একসাথে ক্যামনে খাব ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ সব খাবেন কেন? যেটা ভালো লাগে সেটা খাবনে ভাই! আসলে এক একজন একটা খায় তাই ভিন্নতা! মানে বেগুনে আমার আর দাদীর এলার্জি তাই ভিন্নতা, আমি মাছ খাই না তাই ডিম... এভাবেই খানা এত বেশি হয়!
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপা প্রত্যেক বেলায় এত খাবার কেমনে খামু?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহাআ শুধু যেটা ভালো লাগে সেটা খাবেন... সব না... আর সব ভালো লাগলে সাথে একটা হাজমোলা খাবেন হিহিহি !
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
দিশেহারা আমি বলেছেন: দেখে ভালো লাগলো।
যাক এতদিন পরে আজ একটু পেট ভরে খাওয়া যাবে আপনার পোষ্টে।আমি আসলে অলমোস্ট ভিজিটেরিয়ান। শাক সব্জি লতা পাতা ছাড়া তেমন কিছু খাইনা। আমার জীবনে আমি যত লতা পাতা শাক সব্জি খেয়েছি একটা গরুও তার জীবনে এত লতা পাতা খায়্না।
i can challange any গরু
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআ গরু ভাই! আমার একটা হাম্বা আছে কিন্তু ......।। হিহিহিহি
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: আলু ভাজিটা সবচেয়ে প্রিয় রান্নার কালার বলছে, অনেক টেস্ট হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা হু বেশ টেস্টি হয়েছিলো......।।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
মাসুদ মাহামুদ বলেছেন: হা হা হা+++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহিহি ধইনা পাতা!
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আবার ......????
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহহা হু আবার......। এইবার আন্দোলন শুরু করেন!
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
অপর্ণা মম্ময় বলেছেন: বেগুনের ঘন্ট কীভাবে করে ?
ঘণ্ট খেয়ে আবার বেগুন ভাজা !
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহাহা এক একজন এক একটা খায় তাই ভিন্নতা! কেন আলু/ বেগুন/ টমেটো দিয়ে বেশ ঘন্ট হয় তো! যদিও আমি খাই না এলার্জির কারনে!
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আলু ভর্তার জন্য এইবার ঈপ্সিমণিরে ছাইড়া দিলাম।
এইটা আমার ফেভারিট।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহহাহহাহ তাই না কি রাজপুত্র......!!! নইলে কি করতেন?
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: দিনাজপুর গিয়েছিলুম দৌড়ের উপর থাকায় কারো সাথে দেখা করতে পারি নাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহহা এরপর চলে আসবেন ...।।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঈপ্সিফ্রাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা রাজপুত্র আপ্নারে ফ্রাই করে দেবো............।
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
উল্টা দূরবীন বলেছেন: শুধু খাবারের ছবি দিলে হয়? মাঝে মাঝে তো দাওয়াত টাওয়াত করেও খাওয়াতে পারেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা দাওয়াত তো দিয়েই রেখেছি ভাই! চলে আসুন দিনাজপুর!
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
মহা সমন্বয় বলেছেন: উরে খাইসে... আমি এ কি দেকলাম
আমার এখন যা ক্ষিদা লাগছ না!!
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা তাই খেয়ে ফেলুন...............
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
মহা সমন্বয় বলেছেন: আমার এখন যা ক্ষিদা লাগছে না!! হবে
ফেব্রুয়ারী মাসে বানান ভুল করা একদম নাজায়েজ।
১৯| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮
রানা আমান বলেছেন: আচ্ছা নাফা শাকটা কি জিনিস ? ৭ নং ছবিতে যে ডিশটা আছে । ঢাকায় মনে হয় পাওয়া যাবে না ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
দিগন্ত জর্জ বলেছেন: এইটা কোন কাজ করলেন ভাই। তাড়াহুড়া করে অফিসে আসার কারণে কিছুই খাইতে পারি নাই সকাল থেকে। এখনো পর্যন্ত লাঞ্চটাও করি নাই। প্রচণ্ড ক্ষুধার মধ্যে আপনার এই পোস্ট দেখে তো আর ঠিক থাকতেই পারছি না। তাড়াতাড়ি দাওয়াত দেন, খাইয়অ আসি।
আর ভালো কথা, এই রান্নার সেপটা কে?? আপনি নিজে??