![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই শোন না রে... ?
একটু সময় কি দেয়া যায় না আমায়... ?
কাল কি হবে সময় একটু...
সারাটাদিন তোর চোখে ডুব দিতাম.........
সপ্তাহ জুড়ে থাকা অভিমান গুলো ঢেলে দিতাম...
আলতো করে হাতটা ছুঁয়ে ...... মুগ্ধ হতাম...
বাউন্ডুলে এই তোর চুলগুলো এলোমেলো করে দিয়ে মজা নিতাম...
ইচ্ছে হলে একটু খামচামি করতাম... ...
আদুরে বায়নায় তোর কান ঝালাপালা করতাম...
সবুজ ঘাসে হেঁটে হেঁটে জমানো গল্পগুলো গরগর করে বলে দিতাম...
রাস্তার পাশের টং দোকানে এক কাপ চায়ে হুড়োহুড়ি করতাম...
একটা বেগুনীতে দুপাশ থেকে কামড় বসাতাম.........
এই সেই বাহানায় যদি তোকে রোজ রোজ এভাবেই আটকাতে পারতাম...
আহা... সুখ সুখ ভালোলাগায় মরেই যেতাম............।।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
ফাহাদ জুয়েল বলেছেন: ভাল লাগলো!
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: উপছে পড়া প্রেম।
+++++
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ উপচে পড়া আকাঙ্খা......।। ভালো থাকবেন!
৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:২১
সোজোন বাদিয়া বলেছেন: মিষ্টি হয়েছে। আজীবন এমন মিষ্টি থাকুন।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ ধন্যবাদ ! ভালো থাকবেন!
৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪
মিজানুর রহমান মিরান বলেছেন: কথাগুলো হৃদয় ছুঁয়েছে...
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০৩
আবু শাকিল বলেছেন: সুখ সুখ ভালবাসায় মরেই যেতাম!!
আমারো মরার ইচ্ছা ছিল।
আপচুচ- কেউ নাই
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহাহাহহাহ! যান ফুউউউউউ দিয়ে দিলাম কেউ একজন চলে আসবে! তখন আমাকে কিন্তু ট্রিট দিতে হবে!
৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০৩
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: দূর্দান্ত........
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতোকিছু থুয়ে বেগুনী। আলুর চপ বেটার ছিল।
কবিতা কিন্তু ভালো লেগেছে।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা নায়িকা কিন্তু বেগুনী খায় না...... শুধু কামড় দিবে মুখে নিয়ে ফেলে দিবে...হু...! লেবুপাতা রাজপুত্র!
৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৮
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
ভাল লেগেছে।