![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>২৫-৫০টি ইয়াবা খুব পাতলা পলিথিনে মুড়ে ক্যাপ্সুলের মত করে বানিয়ে পোটলা করা হয়,
এরপর পাকা কলার খন্ড টুকরার ভেতরে ঢুকিয়ে গিলে ফেলে! কাজটি ইয়াবা পাচারকারীরা করে চট্রগ্রাম থেকে ট্রেনে ওঠার সময়!
পথিমধ্যে তারা পানি বা অন্য কোন খাবার গ্রহন করে না! পরে ঢাকায় পৌছে নির্ধারিত হোটেলে ওঠে!
এরপর প্রচুর পরিমান স্যালাইন পানি পান করে! এরপর বাথরুমে গিয়ে তা বের করে!
পরে নির্ধারিত লোক এসে হোটেল থেকে ইয়াবা চালান গ্রহন করে!!
> প্রতি চালান বাবদ তারা পায় ১০-১৫ হাজার টাকা!
চিন্তা করা যায় কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এসব মানুষ ইয়াবা চালানে নেমেছে!! (খবর-ইত্তেফাক- ৩ পৃষ্ঠা) !
এমন কি এই ইয়াবা চালানকারীরা এতটাই ধুর্ত যে কে তাদের ইয়াবা দিয়েছে, কে গ্রহন করবে সে ব্যাপারে মুখ খুলে না... !
>> ভাবা যায় কি অবস্থা দাঁড়িয়েছে ইয়াবা চালানে...?
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু চিন্তা করা যায় কতটা ............... ?
২| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪
ফাহিম শিশির বলেছেন: ডিজিটাল দেশে ডিজিটাল চুরি, ডিজিটাল পাচার, ডিজিটাল ডাকাতি
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইটা সব কিছু ছাড়িয়ে গেছে ............
৩| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পত্রিকায় খবরটা পড়ে আমিও চমকে গিয়েছিলাম। যে কিভাবে ইয়াবা পেটে করে পাচার করা হচ্ছে। এখন বুঝতে পারলাম ব্যাপারটা। ইয়াবা চোরাচালানি গুলোকে এই আবিষ্কারের জন্য নোবেল দেওয়া যেতে পারে।
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই এটা মজার না......... ভাবলেই কেমন লাগছে!
৪| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
নীল চিরকুট বলেছেন: প্রায় ১ বছর পূর্বে তামিল একটা মোভিতে এভাবে হিরোইন পাচার করতে দেখেছি। তা আজ বাস্তবে আমাদের দেশে, ইন্ডিয়ান চ্যানের বদৌলতে যেহেতু আছি, এগুলো তেমন কোন সিরিয়াস ব্যাপার না,
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সিরিয়াস না ভাবছেন... কিন্তু আসলেই কি তাই...।?
৫| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: কি সাংঘাতিক!
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বাচ্চুমণি!!!
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
সুমন কর বলেছেন: ভয়াবহ.....!