![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুট করেই পাগ্লুটার মেসেজ আসে... এফবিতে আয় ...
মেয়েটা হুড়মুড় করে পিসি অন করে দেখে পাগ্লুটা এত্তগুলা ছবি দিয়েছে...
পাগ্লুর ঘরের জানালা দিয়ে বৃষ্টির ধারা দেখা যাচ্ছে...
পাগ্লুটা সাদা পাঞ্জাবী গায়ে হাতে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে...
এক হাতে জানালার বাইরে বৃষ্টির পানি ধরছে...
জানালা দিয়ে আসা বৃষ্টির ছিটায় ব্জব জবে ভিজে পাগ্লুটা মুচকি মুচকি হাসছে...
আর বলছে এই দেখ... বৃষ্টির রাতে জ্যোৎস্না নামিয়েছি রে...
মেয়েটা মুগ্ধতায় কিছু বলতে পারছে না...
তার খুব ইচ্ছে করছে এক ছুটে গিয়ে পাগ্লুটার চুল গুলো এলোমেলো করে দিতে...
ইচ্ছে করছে পাগ্লুটার গাল টেনে দিয়ে গলা জড়িয়ে তার ভেজা বুকের সাথে লেপ্টে যেতে...
কাঠখোট্টা পাগ্লুটা মাঝে মাঝে সত্যি যাদু দেখায়...
পাগ্লুটার আবার মেসেজ... কি রে পাগলী... কিছু বলিস না যে...
মেয়েটা মনের কথাগুলো লিখে পাঠায়... পরক্ষনেই পাগ্লুটার আর একটা ছবি আসে...
হাতে একটা কুলফি ধরা... মেসেজে লিখে-- অই পাগলী দিবি না আমার নাকে ঘষে কুলফিটা...
ছুটোছুটি করবি না আমার সাথে বৃষ্টিতে ... কেমন লাগছে এই বৃষ্টি রাতের জ্যোৎস্না ?
মেয়েটা আবার মুগ্ধতায় ডুবে যায়... টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে তার...
কাঁপা কাঁপা হাতে তির তির করে কেঁপে ওঠা ঠোঁটের আগায় জমে থাকা কথাগুলি লিখে...
“ আমার দু’চোখের বৃষ্টিতে তুই ভিজবি” ?
পাগ্লুটা মেসেজ পড়েই চুপ হয়ে যায়... তারপর-ই লিখে -
যা শালা তোর জন্য এত কিছু করলাম আর তুই কি না... কাঁদছিস ... ভাগ হ্রামী...!
মেয়েটা আবার লিখে-- এক্ষুনি চেঞ্জ কর পাগ্লু... ঠান্ডা লেগে যাবে তো...!
পাগ্লুটা লিখে- অসুবিধা কি? তুই আছিস না সেবা করতে...? তুই সেবা করবি।।
মেয়েটা লিখে- হু করবো তো... জ্বর হলে হাতুরী দিয়ে তোর মাথায় মেরে মেরে সেবা করবো... !
দেখেছিস পাগ্লু কত সহজেই স্বপ্নগুলোকে সাজিয়ে নেয়া যায় ... স্বপ্ন সাজাতে টাকা পয়সা লাগে না...
লাগে একটা মন... আর মনের মত ভালোবাসা ...
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আজ মেঘলা আকাশ আর বৃষ্টি মানে ফাগুনী বৃষ্টি রোমান্টিকতায় ভাসিয়েছে... খুক খুক...।।
২| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
ইচ্ছে পাখি বলেছেন: ভালো লাগলো
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
৩| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো আবেগ।
এক্টু বেশিই। তবে ভালো লাগছে। কেননা আবেগপরায়ণ বাঙালি বলে কথা।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহ বাঙালীর আর কি- বা আছে...... ! খুক খুক... ?
৪| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫
কল্লোল পথিক বলেছেন:
বেশ হয়েছে।
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
৫| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
বিদ্রোহী সিপাহী বলেছেন: মনের মতো ভালোবাসায় পূর্ণ হোক পাগ্লু পাগলীর জীবনের প্রতিটি মূহুর্ত...
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমীন......... ধইনা পাতা.........।।
৬| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
অগ্নি কল্লোল বলেছেন: অনেক মজা খাইলাম!
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মজা খেয়েও ফেললেন? হায় হায়.........।
৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬
বিজন রয় বলেছেন: আপনি সমসময় রোমান্টিকে থাকেন।
++++
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা কই ? সবাই তো বিরোহী ভাবে......।। অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
৮| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১
অন্তহীন আকাশ বলেছেন: সো সো কিউট
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা! ভালো থাকবেন!
৯| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৩
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভালো থাকবেন!
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
উল্টা দূরবীন বলেছেন: আইচ্ছা
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০
রাজসোহান বলেছেন: লুতুপুতু ভালোবাসা
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩
জেন রসি বলেছেন: বরাবরের মতই অনেক রোমান্টিক।