![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের খানাপিনা...............।
অনেকদিন পর আসছি... তাই খালি হাতে আসি নাই... খাবার-দাবার নিয়ে আসছি... খেতে চাইলে খান .........।।
নইলে......।।
সবজি খিচুরি...
বেগুন ভাজি...
সালাদ...
মুরগি...
গরুর মাংস
সবজি দিয়ে বুটের ডাল...
পটল ভাজি
জলাপাই এর টক...
দুধ শেমাই
ফ্রুটস সালাদ
ফ্রুটস...
বোরহানী
একজনের জন্য আলাদা ভাবে সাজানো টেবিল...
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ টেবিলে একজনের জন্য আলাদা ভাবে কিছু দেয়া হয়েছে আর বাকি যেগুলো দিয়েছে সবাই খাবে-- একজনের জন্য এই কারনে অইখানে সব আইটেম দেয়া নেই!
২| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮
কালীদাস বলেছেন: দেইক্ষ্যা হাউমাউখাউ কইরা কান্দন চইল্লা আসল
আমার আজকের দুপুরের খাবার জাস্ট ঐ খিচুরি (যদিও ঝরঝরা হয়না আমারটা), সাথে বড়সড় একটা ভিয়েনা সসেজ (হালাল)। খাইতে ভাল লাগে, রানতে ভাল লাগে না #( #( #(
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাহা একদিন দাওয়াত দিয়েন ভাই......... ! আর আপনার ও দাওয়াত রইলো!
৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৪
অশ্রুকারিগর বলেছেন: কত্ত খাওন রে বাবা ! যদিও আজকে দুপুরে বিয়ের দাওয়াতে গেছিলাম। হেভী খানাপিনা হইছে। দুইটা রোস্ট, গরুর মাংশ, খাশি, মুগ ডাল, সবজি, সালাদ , ফিরনি আর কোল্ড ড্রিংক্স ! এইজন্য আপ্নের খাবারের দিকে আর বদ নজর দিলাম নাহ
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা তাই না কি...।।? আজকে নজর দিয়েন ...।
৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৭
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: অনেক দিন পর আপনার খাবারের ছবি দেখে ক্ষুধা লাগলো....
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা এতদিন কি ক্ষুদা লাগেনি .........?
৫| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৯
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: লেগেছে, কিন্তু এতোটা নয়। বাসা চিনলে সত্যি হানা দিতাম......
৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪
উল্টা দূরবীন বলেছেন: শুধু খানাপিনার ছবি দিলেই হবে? দু একদিন তো দাওয়াত করেও খাওয়াতে হবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
অজানা তীর্থ বলেছেন: ভাই একজনের জন্য ..!