![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলী ফুল
পুঁইশাক
বেদেনা (ডালিম)
করবী
লিচু .........
লেবু ফুল......।
গোলাপ
মোরগফুল / কিশোরী লেবু ... লিচুর মুকুল / নয়নতারা /থোকা থোকা গোলাপ / নীল অপরাজিতা...
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আর তা যদি বাড়ির জিনিস তাহলে তো আরো মজা...
২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
সাংবাদিক আরিফ বলেছেন: দ্বিতীয় পর্ব তাহলে আমাকেও শুরু করতে হবে। সঙ্গেই থাকুন। তবে আমার ছাদে তো শুধু সবজি গাছ। হাহাহাহা..।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা মন্দ কি......... সাথে আছি
৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
গেম চেঞ্জার বলেছেন: হায় হায়! এতনা এতনা ছবি!!
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু আলো আছে... কিন্তু সামুতে ছবি দিতে গেলে ঘন্টা পার হয়ে যায় লোড নিতে এরপর ও ঠিক ঠাক মত দেয়া যায় না...
৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২১
রিমঝিম স্বপ্ন বলেছেন: ওয়াও ওয়াও!! অনেক সুন্দর ছাদের বাগান!!
তা ডালিমটা যে পেকে গেছে আপু! আপনি না খান আমাদের দেন।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাআহ ওটা পাকেনি! ওটা থেকে ফুল হবে এরপর তা ডালিম হবে!!!
৫| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: তোমার বাগান আর ফুল দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ইপ্ষিমনি!!!!
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা তাই না কি সায়মা মণি... ? ধইনা পাতা!
৬| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
নুর ইসলাম রফিক বলেছেন: আমি জানতাম এই পোষ্টা নির্বাচিত হবেই।
বুঝতে হবেনা পোষ্টা কে করেছেন।
আপনার এই পোষ্টা থেকে অনেকেই হয়তো উদ্বেগ নেবেন।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা হয় নাই তো!!! হাহাহ কিসের উদ্বেগ ভাই?
৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫
মুসাফির নামা বলেছেন: আমার মায়েরও একটা ছাদ বাগান আছে। খুবই ভাল লাগে।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা আমাদের আগে বাগানবাড়ী ছিলো... সব ধরনের সবজি, ফল আমার দাদী লাগাতো... এখন নেই ...
৮| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাবিলনের শুন্যদ্যন তো দেখি ফুলে ফলে ভরিয়ে ফেলেছেন। ভালো লাগলো দেখে।
তবে ঠিক করেছি ক্ষমতায় গেলে খাদ্যঅনুপযোগী সব ধরণের ফুল চাষ দেশে নিষিদ্ধ ঘোষণা করবো।
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা শীতে তো আরো সুন্দর ছিলো ভাই... পোস্ট আছে সময় করে দেখে নিয়েন!
৯| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮
প্রামানিক বলেছেন: চমৎকার ছাদ বাগান। ধন্যবাদ
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনাপাতা দাদা! ভালো থাকবেন!
১০| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৫
সুমন কর বলেছেন: সুন্দর !
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনাপাতা দাদা! ভালো থাকবেন!
১১| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
শরতের ছবি বলেছেন: পুঁইশাক দেখিয়া জিবে জল আসিল আর ফুল দেখি মন ভরিয়া গেলো !
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পুঁইশাক খেতে দিনাজপুর চলে আসুন.........। ধইনা পাতা!
১২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৮
এম.এ.জি তালুকদার বলেছেন: ফুলের ছবিগুলো ভালো হয়েছে ।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
১৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
১৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ফুলময় পোষ্ট।
মারহাবা।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরিয়া রাজপুত্র জি.........
১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩২
সচেতনহ্যাপী বলেছেন: অপূর্ব ছাদবগানটি।। আমার যদি এমনটি থাকতো তবে ঠিক মঝখানে একটি বেতের চেয়ারে বসে মাছি,মৌমাছি আর পাখিদের আনাগোনা দেখতাম।।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহাআ আমরা বিকেলে / সকালে পাখির কলকলি শুনি......।।
১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫
জুন বলেছেন: ইপ্সিতার ছাদ বাগানে ঘুরে ফিরে সকালটা ভালোই কেটে গেল। আহা বেলী ফুলের সুবাস
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহা আপু বেলী গাছটা মরাই থাকে কিন্তু ফুল ফুটলে একদম পাতা দেখা যায় না......
১৭| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬
আরজু পনি বলেছেন:
আপনার ছাদতো দেখি পুরাই ফুলেল...দারুণ!
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু ফুলেল না সব্জিলেল ও .........।। এবং ফলেল ও ......।।
১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২
বিজন রয় বলেছেন: পুঁই বিচি কোথায় পাবো?
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাআআআআ দোকানে পাওয়া যাবে......
১৯| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: খুব সুন্দর!
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভালো থাকবেন!
২০| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
আলভী রহমান শোভন বলেছেন: ছাদে এত সুন্দর সুন্দর গাছ, ফুল, ফল থাকলে মনটাই ভালো হয়ে যায়। আমার বাসার ছাদেও আছে এমন বাগান।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ......।।ঠিক বলেছেন! আপনার ছাদ বাগান দেখবো কবে?
২১| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
কালনী নদী বলেছেন: আমার আব্বু আম্মুও নিয়মিত ছাদের উপর গাছবাগানের পরিচর্যা করেন!
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্ খুব ভালো
২২| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ এত ছোট গাছে আবার লিচুও ধরেছে।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু গত বছর ১৩টা ছিলো যখন গাছটা কিনে আনি ...।
২৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
মন ভরলো না । আপনার অন্য লেখাগুলোতে তো আপনি বেশ মুখর থাকেন । এখানে কেন কৃপনতা ? এই সুন্দরের মাঝে যদি একটা আধটা লাইন থাকতো ছবির মতো মনের মাধুরী মিশিয়ে লেখা, ভালো হোত না কি ?
তবে যাই-ই বলি , পুঁইশাক , লেবু ফুল আর বেলীফুলের ছবিটি সত্যিই যেন জ্যান্ত ।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই সামুতে ছবি ব্লগ দিতে গেলে পুরো দুই ঘন্টা নষ্ট হয় এমন কি ছবি লোড হয় না এত বিরক্ত লাগে যা দিতে চাই বা যেভাবে দিতে চাই তা দেয়া হয় না...। তাই দিতে পারি না ! ধন্যবাদ !
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:০৫
আলভী রহমান শোভন বলেছেন: হিহিহি ! আমার ছাদ বাগানের ছবি নিয়ে ইতোমধ্যে দুইটি পোস্ট দিয়েছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ও তাই না কি? সময় করে দেখে নেবো ভাই!
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ!
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা......... বেড়াতে আসিয়েন এবার !
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪
রোষানল বলেছেন: যা দেখতে ভালো তা খাইতেও ভালো ।পুঁইশাক