| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু জলকেলি ...
আর গাছপালার সাথে ফুটুক তোলাতুলী............। 
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Epshi007/Epshi007-1459501425-79d7a57_xlarge.jpg
দুপুরের খানাপিনা...
ভাত/ ইলিশ ভুনা/ ডাল-সজনা/ পাট শাঁক / মুরগি ভুনা/
আরো অনেক খানা ছিলো বৃষ্টির ছবি ছিলো কিন্তু ছবি লোড নিতে ঘন্টা পার হয়ে যায় তাই ... সব দিতে পারলাম না

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা ধন্যবাদ ভাই! পাটশাক আমার খুব প্রিয়! আর মাছ বলতে শুধু ইলিশ খাই! বাকিগুলা ও পছন্দের!
২|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
ফয়েজুল হাসান বলেছেন: "কোথায় কি, পান্তা ভাতে ঘি! "। আপনার হাতের সৌন্দর্য ফুল, পাতা, ভাত, শাক সবকিছুকে ম্লান করে দিয়েছে। ফুটুকগুলো খুব সুন্দর হয়েছে।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাআআআআআআ আমি ভাব্লুম কি না কি.........। ? ধন্যবাদ !
৩|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫
ক্ষুদ্রমানব বলেছেন: খাবার দেখিয়ে আমার ভিতরের দানবটাকে পুনরায় উজ্জীবিত করলেন ।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা আপনি কি পেটুক না কি?
৪|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭
প্রামানিক বলেছেন: সজেনে তরকারী আহ! মুখে জল চলে এলো।
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা খুব মজার না দাদা ?
৫|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর ছবি ব্লগ। বিশেষ করে খাবারগুলো। সবগুলো আমার অতি প্রিয়। ![]()
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহাহ খাবারগুলো আমার ও প্রিয় !
৬|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: তোলাতুলী দারুন হয়েছে আর দুপুরের খানাপিনা অসাধারণ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহাহ ধইনা পাতা! ভালো থাকবেন!
৭|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১
এরশাদ বাদশা দ্যা ওয়ারিয়র বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Epshi007/Epshi007-1459501425-79d7a57_xlarge.jpg
এটা কি??? নেট থেকে ছবি আপলোড করে নিজের বলে চালিয়ে দিলেন??? ![]()
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা পাগল কাকে বলে? ছবিতে ঈপ্সি নাম দেখেন না? ছবিটা লোড হয়নি! উপরে দেখেন বলেছি ছবি লোড দিতে খুব প্রব হয় সামুতে!
৮|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২
রিপি বলেছেন:
বাহ। বৃষ্টির ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ![]()
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন!
৯|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০
বিজন রয় বলেছেন: কি বলবো বুঝতে পারছি না।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহা !
১০|
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
খোলা মনের কথা বলেছেন: আপনার ছবি ব্লগের সাথে খাবারের একটা অংশ থাকবেই। কেন বলুনতো??? জিব সামাল দেওয়া অনেক কষ্টের হয়ে যায়
ছবিগুলো ভাল লাগলো। আপনার বাসা কি গ্রামে???
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহা! আরে আমি দিনাজপুর শহরে থাকি... একদম মেইন শহরে!
১১|
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হাতের থেকে পায়ের ছবি ভালো হয়েছে। ![]()
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহাহা রাজপুত্র.........
১২|
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:২৫
উল্টা দূরবীন বলেছেন: রাত সাড়ে তিনটায় খাবারের ছবি দেইখা নিজেরে সামলাইতে পারতেছিনা।
তাই আমি কইতাম চাই, খাবারের ছবি ছাড়া বাকি সবগুলা ছবি আমার ভাল্লাগছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাহহা মজা পেলাম !
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
নকীব কম্পিউটার বলেছেন: খুব সুন্দর ছবি দিয়েছেন। সজনে, পাট শাক ব্যতিত বাকিগুলো আমার পছন্দের!