![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগ্লু শোন,
মাঝে মাঝে আমার জন্য দুপুরবেলা পান কিনে আনবি বুঝলি...?
আর একটা সুন্দর পানদানী আমার জন্য কিনে রাখবি...
শুক্রবারে দুজনে খাওয়া শেষে একটা পানের খিলি নিয়ে ভাগাভাগি করে খাবো...
পান খেয়ে যখন আমার ঠোঁট লাল হবে তখন আমায়
লাল টুকটুকি বউ বলে ডেকে আমার গাল টেনে দিবি...
অই শোন, তোর বুক পকেটে সব সময় কিছু কিছু খুচরো কয়েন রাখবি...
যেভাবে আমার চুড়িতে টুংটাং শব্দ হলে তুই মুগ্ধ হয়ে যাস...
সেভাবে তোর বুক পকেটে থাকা কয়েনের ঝুনঝুন শব্দে আমি মুগ্ধ হবো...
আমার যখন খুশি আমি সেখান থেকে
একটা দুটো কয়েন নিয়ে চকলেট / আইস্ক্রিম/ পান কিনে খাবো...
কিংবা আমার যখন মন খারাপ হবে তখন তুই আমার সামনে এসে
এলো চুল তোর হাতের মুঠয় ধরে গুছিয়ে দিবি...
কপালের চুল সরিয়ে দিয়ে একদম কাছে টেনে নিয়ে
সেই কয়েনের পকেট টা সামনে এগিয়ে দিয়ে বলবি---
নিয়ে নে কয়টা কয়েন নিবি নে... বল কি কিনে আনবো...?
এই সেই বলে আমাকে ভুলাবি...
মনে থাকবে...? ভুল হলে চলবে না...
নইলে পিটিয়ে ভর্তা বানিয়ে দেবো...
খামচামী করে শেষ করে দেবো ...হু.........।।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহাহা তাই না কি............।। ?
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩
রাজসোহান বলেছেন: বউ হবেন বলে এতোকিছু!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কত কিছু কই............। হাহাহা?
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
সবে হবে, ঠিক আছে, কিন্তু জিং জিং কখন?
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জিং জিং কিতা ভাই ?
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাড়াহুড়ো লেগে গেছে।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিসের গো রাজপুত্র জি .........।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
আরাফআহনাফ বলেছেন: খুচরো কয়েন বউ অথচ খুচরো কয়েনে এখন মেলে না তেমন কিছুই! যাক, পাগলু অল্পতেই পার পেলো!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহহাহ হু............।। আমি অল্পতেই তুষ্টি
৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
আরাফআহনাফ বলেছেন: পুনঃশ্চ -
খামচাখামচি সর্বদা পরিত্যাজ্য।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহাহ অইটা তো আস্ত্র.........।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫
গেম চেঞ্জার বলেছেন: জিং জিং
৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
আইএমওয়াচিং বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সবে হবে, ঠিক আছে, কিন্তু জিং জিং কখন?
৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪
আলী বলেছেন: জিং জিং
১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬
উল্টা দূরবীন বলেছেন: সব্বাই দেখি জিং জিং করে। ঘটনা কিতা?
লেখায় আহ্লাদ আর ইস্টিকুটুম পেয়ার অনেক বেশি। ভালো লাইগছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩
আহলান বলেছেন: কয়েনের শব্দেই কেল্লা ফতেহ! যাক বাবা বাচা গেছে ....