![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>পান্তা ইলিশ খাইতে হবে এমন কথা আছে না কি...হু...? ইলিশ এর দাম দেইখা আফসুস না কইরা
গরুর মাংস/ খাসির মাংস/ মুরগি দিয়েও তো খাওয়া যায় না কি...? এসবের দাম কম আছে!
আর সবচেয়ে বড় কথা এসব যদি না থাকে ৪/৫ রকমের ভর্তা দিয়েও তো খাওয়া যায়!
আবার ভর্তা যদি না থাকে শুধু পিঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে কচ কচ করে পান্তা খাওয়ার মজাই আলাদা!
আমার বাপজান আবার সরিষার তেল ও নেয় পান্তা ভাতে!
আবার এই একদিনে হুজুগে বাঙালী সাজতে গিয়ে পান্তা খেয়ে পেট খারাপের কি দরকার...?
তবে আমি বাপু এই একদিন না... পুরো গরমে সকালে পান্তা খেয়ে স্কুল যাই... !
এবং আমার মা জননী ও খায়!
> আমি বলি কি... পান্তা ইলিশ বাদ দেন...
যে টাটানী মার্কা গরম এই গরমে একদিনের বাঙালী না সেজে -- অসুস্থ না হয়ে...
ঠান্ডা জাতীয় কিছু খান... এই ধরুন ফ্রুটস সালাদ, নানা রকম শরবত, ডাবের পানি, স্যালাইন... আইস্ক্রিম... !
>>আমি বাপু পান্তা ভাত খাই বা না খাই ফ্রুটস সালাদ করবো, শরবত বানাবো,
সাদা দই আনবো, ডাবের পানি, আইস্ক্রিম... এসব দিয়ে সারাদিন কাটাবো...
আর আপনাদের ও ছবি দিয়ে আপ্যায়িত করবো... !
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই............
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
আহলান বলেছেন: গরুর গোশ্তের দামও ৪৩০ টাকা কেজি!! খাসির কথা তো বাদাই দিলাম ... এমন একটা সময় আমরা পার করছি .... গতকাল জুম্মার দিনে মসজিদের হুজুরেও বল্লো গরু খাসি মাছ মুরগী যাই খান, ঘরের মা বোনদেরকে ওভাবে বাঢ় ভাল্লুকের সাথে মিছিলে পাঠায়েন না ....
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা ওটা তো ইলিশের জায়গায় একটা রিপ্লেস দেখিয়েছি ! আমি নিজেও ঘোরাঘুরি খুব করি কিন্তু লাখ টাকা দিলেও বৈশাখের মিছিলে কিংবা মেলায় যাই না গুঁতা খাইতে এর থেকে আমার বাড়ী, ছাদ ভালো...! সবাই মিলে মজা করি খাই দাই... এভাবে কেটে যায়...
৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: ছবি দেখিয়ে আপ্যায়িত করা প্রতারণারই নামান্তর...
তবে প্রয়োজনীয় চিরাচরিত উপদেশের জন্য ধন্যবাদ
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহা বাস্তবে খেতে হলে দিনাজপুর আসুন... ! ভালো থাকবেন!
৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০
উল্টা দূরবীন বলেছেন: পান্তা আছে ইলিশ নাই। আর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খেলে বাঙ্গালীয়ানা বাতিল এমন কোন কথাও নাই। সব ব্যবসায়ীক ধান্দা।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ইলিশ কি জিনিস!!!!
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
নকীব কম্পিউটার বলেছেন: আমরা হুজুগে বাঙালী।
অবৈধ কামাই
অবৈধ পথে ব্যয় করি।
হালাল হারামের তোয়াজ করি না।