![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> আমি বলছি না তোমরা মিছিল মেলাতে যেও না...
আমি শুধু বলছি তোমরা এইসব মিছিল আর মেলাতে
যাওয়ার আগে নিজের হেফাজত করতে শিখে তবেই যেও... !
( মিছিল মেলাতে না যেয়ে বাড়িতেই উৎসবে মেতে উঠতে বলেছিলাম দেখে অনেকেই কইছে আপনি কি মেয়েদের ঘরে বন্দী হয়ে থাকতে বলছেন? )
তারা হুইমজিকালী ( খেয়ালের বশে) কথা বলছে, বাস্তবতা দেখেও তাদের এমন কথা সত্যি অবাক করে দেয়)
> যারা টি এস সি আর বৈশাখী স্পট গুলোতে যাবেন বলে ঠিক করে রেখেছেন তারা সেখানে গিয়ে কোন বিপদে পড়ে ভ্যাআআ ভ্যাআআ করে কেঁদে নিজের ইজ্জত খুয়ানোর আগে ভেবে নিয়েন... কি করে নিজেকে রক্ষা করবেন...?
>> সুবিদার্থে আমি বলে দিচ্ছি কিছু বৈশাখী টিপস-
** সাথে, ব্লেড, চাকু, রাখুন কিংবা মরিচের গুড়ো !
>বাড়তি নিরাপত্তা হিসেবে নিজের পোশাকের সাথে আর কি পড়া যায় তাও পড়ে নিন।।
> যে চান্দী ফাটানো গরম, হিট স্ট্রোক হচ্ছে খুব, এই গরমে নিজেকে বাঁচাতে ছাতা সাথে রাখুন, ব্যাগে ঠান্ডা পানি/ শরবত/ স্যালাইন... (সবার জন্য)
>হাল্কা মেক-আপ, করুন, সাথে ভেজা টিস্যু রাখুন! চুল ছেড়ে না দিয়ে খোঁপা বা বিনুনী করুন... !
** ৫টার পর আপনার নিরাপত্তা দিতে নিরাপত্তা কর্মীরা থাকবে না... ৫টা পর্যন্ত আপনার নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকবে না বলা হচ্ছে কিন্তু গত কয়েক বছরে নিরাপত্তা ব্যবস্থা/ সিসি ক্যামেরা সব কিছু ছাপিয়ে অনেক কিছুই ঘটে গেছে, সে সবের বিচার আজ ও হয়নি... তাই এইসব নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এবার ও যে কিছু ঘটবে না এমন নিশ্চয়তা নেই... সো নিজেকে রক্ষা করার কৌশল শিখে নিয়েই বের হবেন এবং উৎসবে মেতে উঠবেন...
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬
উইমা বলেছেন: nutritious food
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮
প্রামানিক বলেছেন: হুম সতর্ক করার জন্য নববর্ষের শুভেচ্ছা রইল।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
উল্টা দূরবীন বলেছেন: আপনার ভাবনা ধাঁচ ঠিকই আছে। সবারই সতর্ক হওয়া উচিৎ।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: আচ্ছা, সতর্কতা কি শুধু নারীদের বেলায়?
পুরুষদের সতর্ক থাকতে হবে না? হলে কিসের থেকে?
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
বার্ণিক বলেছেন: নারে ভাই আজকাল নারী পুরুষ বইলা কিছু নাই। নারী কইলে নারীগো অপমান অইব। সুতরাং নারী পুরুষ ভাই ভাই, গলা জড়িয়ে মেলায় যাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: হুম।