![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রখর রোদের কড়া নজর এড়িয়ে ছুটতে ছুটতে আমার কাছে আসবি...
পাশাপাশি দু’জনে বসে আম মাখানো খাবো...
টক- ঝাল মিষ্টি ভালোবাসায় ডুবোডুবি করবো...
তুই আমার বৃষ্টিভেজা প্রেমিক হবি...
এই আমার দু’চোখে ডুব দিবি বলে কাকভেজা হয়ে ছুটে আসবি।।
তারপর শুধু ছুটোছুটি... আইস্ক্রিমে নাক ঘষাঘষি...
তোর বুকের উত্তাপে চুল শুকাশুকি...
কিংবা ভিজতে ভিজতে টং দোকানের এক কাপ চায়ে হুড়োহুড়ি...
তুই আমার সেই প্রেমিক হবি...
যে লুতুপুতু প্রেমে নয় স্বৈরাচারী প্রেমের উত্তাল স্রোতে মুগ্ধ হবি...
আমি চাই খুব করে চাই...
তোর দেয়া কালো টিপ... ডজন খানেক চুড়ি... পায়ে পায়েল...
হলুদ সবুজে ঘেরা শাড়িটা পড়ে পাশাপাশি আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে আমি হেঁটে বেড়াবো...
কখনো কখনো মিছি মিছি ভয়ে তোর শার্টের কোণাটা খামচে ধরবো...
খিল খিল করে হাসবো... তুই গাইবি... আরো কত কি...
অই আমার পাগ্লু- গাব্লু- -হাব্লু প্রেমিক...
আমি চাই এই আমার ভালোবাসায় তোর বাউণ্ডুলেপনা দূর হোক...
তোর অশান্ত মন শান্ত হোক...
............... অই আমার কল্পপ্রেমিক... বিলুইটা... ভালোবাসি ভালোবাসি... মিউউউউউউ ...
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহহা আমি আজ পর্যন্ত এমুন কথা শুনিনি...।
২| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫
মুহাম্মাদ শাথিল বলেছেন: প্রেমের ছড়াছড়ি দেখছি
দারুণ।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু গরমে একদম ডুবাডুবি প্রেম.........।।
৩| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮
সুশীল দত্ত বলেছেন: "বিলুইটা" জিনিসটা কি?
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা বিড়াল... একজন বলে বিল্লি আর একজন বলে বিলুইটা.........।
৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
বিজন রয় বলেছেন: ইশরে!!!!
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উপ্স রে কি হলো?
৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩
উল্টা দূরবীন বলেছেন: এতো এতো ভালোবাসা দেখলে ডর লাগে।
লেখা ভালো হয়েছে।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা কেনু কেনু............... ? ধইনা পাতা!
৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
আরাফআহনাফ বলেছেন: দারুন প্রেমাকাংখা আর দারুন তার প্রকাশ।
ভালো লাগে আপনার পাগলামো আদুরে এইসব চাওয়া।
বাই দ্য ওয়ে, মিউ মানে মিস ইউ বলে জানি।
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জেনে খুশি হলাম......... ধইনা পাতা! হাহহহাহা মিউউউ মানে মিস ইউ না এখানে লেখার নায়িকা/ নায়ক... একজন আর একজন কে বিল্লি / বিলুইটা বলে মিউউউ ডাক দেয়......।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২
অভ্রনীল হৃদয় বলেছেন: হাহাহা। সুন্দর!
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা!
৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: পাগ্লী কঠিন প্রেম সহজ ভাষায় তুলে ধরায় ওস্তাদ
ভাল লাগা রইল ভাই
২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহ আমি বরাবর-ই সাদামাটা লিখি......... ! কেমন আছেন ? ধইনা পাতা!
৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
যোগী বলেছেন:
ইসলামিক রাষ্ট্রে নারী পুরুষের অবৈধ অশ্লিল সম্পর্কের বর্ননা লেখা কী ঠিক?
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২
প্রামানিক বলেছেন: হে হে হে -- - - দিনাজপুরে পাগ্লু তো বড় বড় অটোরিক্সাকে বলে।