![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>এই সেই হ্যান ত্যান দুনিয়ার প্রব এর কারনে সেই মে মাসের পর থেকে সামুতে লগ ইন করতে পারি নাই!
অবশেষে সামুর প্রব সল্ভ হয়েছে আজকে জাদিদ ভাই এর সহায়তায় লগ ইন করিলাম! ধন্যবাদ জাদিদ ভাই!
>কিন্তু একটা ব্যাপার সামুর এই সেই প্রব যেটা চলছিলো সেটা নিয়ে তেমন কোন তোড়জোড় সহ ব্লগাদের মাঝে দেখি নাই বা শুনি নাই!
মানে এই যে এত এত ব্লগার এক ই প্রব ই ভুগেছিলো তারা ইন করতে পারছে না,
এই নিয়ে কি করা যায়, এর সয়ামধান কিভাবে হবে, এইসব নিয়ে মাতামাতির কথা শুনিনি,
দেখার উপায় ছিলো না যেহেতু লগ ইন ই করতে পারছিলাম না এবং অপশন ই ছিল না!!
>> তবে নিজের প্রব জানিয়ে যাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি তারা ছিলো
ব্লগার তামান্না তাব্বাসুম, আবু শাকিল ভাই এন লাস্ট গেমু ভাই!! ধইনা পাতা আপনাদের!!
তবে সমস্যা হলো- নতুন পাস দিয়ে ইন করতে কতবার যে সেই পাস ভুল লিখবো কে জানে?
বারবার আগের পাস এসে যাচ্ছে!! তাই খাতায় লিখে পাস সামনে নিয়ে ইন করছি!!
>>>যাক ইন করতে যখন পেরেছি তখন আবার চলবে ধুমিয়ে লেখা-লেখি
আর খাবার-দাবার সহ গাছপালা- ফুল ফলের পিক লোড দেয়া!
অপেক্ষায় থাকুন আজ রাতেই দেবো খানাপিনা..খুক খুক খুক..
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক ধইনা পাতা.........।
২| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম আপি
চলুদ ধুমায়া ব্লগিং-২
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক ধইনা পাতা.........।
৩| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:০৯
নিরব জ্ঞানী বলেছেন: রমজান মাসে খাবার দাবারের ছবি একদম বন্ধ!!!
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা রোজাদারের পরীক্ষা তো এখানেই!! খাবার দেখেও নিজেকে সংযত রাখা!
৪| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:১৮
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আপুনী, দিনে খাবারের ছবি দিলে খবর আছে।
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা দিনে না রাইতেই দিমু.........।।
৫| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৩
আরাফআহনাফ বলেছেন: হ্যাপি ব্লগিং!
স্বাগতম।
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন ধইনা পাতা!!
৬| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৭
কাবিল বলেছেন: স্বাগতম
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন ধইনা পাতা!!
৭| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৫
উদরপূর্তি বলেছেন: সামু,প্রব,পাস.....এগুলো কি আপু?
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সামু তে কিছু প্রব্লেম হয়েছিলো, অনেক ব্লগার ইন করতে পারছিলো না!!!
৮| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
সুমন কর বলেছেন: আবার স্বাগতম.....
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন ধইনা পাতা!!
৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪০
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার খানা-পিনার পিক দেখতে দেখতে আর ঐগুলো না খেতে পারার দুঃখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: স্বাগতম, চলুক ধুমায়া ব্লগিং....