![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতারীর পরে -
কাঁচা মরিচ লবন চটকে কাঁচা আম
জাম মাখানো...
কুলফি বা আইস্ক্রিম...
আর রাতের খাবারে এইসব ভর্তা-ভত্তি- ভাজি...
আলু ভর্তা (যদিও আলু ভর্তা আমি খাই না )
বড়ার ভর্তা
পুঁইশাক - কুমড়ো
ঢেঁড়স ভাজি
পাট শাক
করলা-আলুভাজি
পটল ভাজি
আলু ভাজি
ডিম ভাজি
বুটের ডাল- সবজি
পানিয়া ডাল (মসুরীর ডাল)
লেবু/ পিঁয়াজ
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু প্রতি রাতেই ভর্তা-ভত্তি ভাজি ভুজি
২| ২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২৮
সাকিব ইফতেখার বলেছেন: এগুলো কি আজকের রাতের খাবার!?
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু প্রতি রাতেই হয় এক একজন এক একটা খায় তাই
৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৩৯
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: জাম মাখা দেখেতো...
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক খুক... খেয়ে ফেলুন
৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৪৭
গেম চেঞ্জার বলেছেন: আবারো শুরু হয়ে গেলো..
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহাহহা জানেন ই তো আমি জালাইন্না পাব্লিক
৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দাওয়াত খামু আপু
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চইলা আসেন ঝটপট দিনাজপুর!!
৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৫১
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট।
সবগুলি রান্নাই আমার পছন্দ।
অনেক ভাল লাগল।
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই !!! সামুতে কি প্রব ছিলো লগ ইন করতে পারছিলাম না! এরপর ঠিক হলো আসলাম! কেমন আছেন?
৭| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:০৮
সুমন কর বলেছেন: আবার হলো শুরু..............
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ হু হু
৮| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:১০
বিপ্লব06 বলেছেন: ঊফফফফ!!! রোজার মধ্যে এইরাম জিভে জল আসা পোস্ট দেওয়ার জন্য ব্লগারের ব্যান চাই!!!
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহা তাড়াতাড়ি ব্যবস্থা নিন!!!
৯| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:০৯
খোলা মনের কথা বলেছেন: আপনার পোষ্ট মানেই স্পেশাল পাবলিক গুলোর মুখে পানি নিয়ে আসা।
একদিন দাওয়াতে যেতে পারলে মন্দ হত না। তবে প্রথম দিন ভাল না হলে কিন্তু দ্বিতীয় দিন আর যাবো না বলে দিলাম
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাহহাহহা !!! চলে আসুন সময় করে!! এরপর দেবো পরীক্ষা!!
১০| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:২২
অশ্রুকারিগর বলেছেন: খানা পিনা হাজির!
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু আমি হাজির সাথে খানাপিনা!!!
১১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৮
ইফতেখার ভূইয়া বলেছেন: যদিও আলু ভর্তা আমি খাই না
বলে কি এই মেয়ে?!
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ রাত ৮:২২
আর. এন. রাজু বলেছেন: ভাই এগুলা কি আজকের রাতের খাবার..??