![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>পোষাক কিনতে গিয়ে পোষাকের ফিটনেস ঠিক আছে কি না দেখতে গিয়ে
ট্রায়াল রুমে ঢোকার আগে ১০ বার না ১০০ বার ভাববেন !
বলা যায় না কোন ট্রায়াল রুমে আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে ?
বেশ কয়েকবার এমন ঘটনা আমরা শুনেছি, পত্রিকা মারফত জেনেছি!! তা কিছু সচেতন মহিলা ছিলো বলেই জানা গেছে!!
> আবার বডি ম্যাসেজ কিংবা স্পা করাতে গিয়েও সাবধানী হোন
এখানেও বলা যায় না কোথায় আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে!!!
>> আমি বলি কি-- জামার কিংবা ব্লাউজের ফিটনেস দেখতে উপরে ধরেই দেখুন
কি দরকার নিজের ইজ্জত খোয়াতে এসব ট্রায়াল রুমে যাওয়ার!!
নিজের বডি ফিটনেস জেনে রাখুন এরপর সেই অনুযায়ী কাপড় কিনুন,
প্রয়োজন পড়লে উপরে ধরে দেখুন তবুও এইসব ট্রায়াল রুমে না যাওয়াই ভালো বলে আমি মনে করি!!
>>>আমি বাপু বরাবর ঢাকা থেকে কাপড় কিনি !
প্রায় সময়ই যেদিন শপিং করছি তার পরের দিন ই আমি চলে আসি,
বেশ রিস্ক থাকে এরপর ও কোন কাপড় কিনে তার ফিটনেস দেখতে কোন ট্রায়াল রুমে যাই না
এমন কি কখনো কোন ট্রায়াল রুমে যাইনি, যাবো না!!
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই নিজে নিজে থেকে সাবধান হতে হবে...
২| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হ, আপনেও সাবধানে থাইকেন ঈপ্সি আফা...
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা আম্রে লাখ টাকা দিলেও আমি অইসব ট্রায়াল রুমে যামু না!!! আর স্পা বা বডি ম্যাসেজ করার প্রশ্ন-ই আসে না!
৩| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: হা হা ইপ্ষিমনি!!!!!!!!!
এর চাইতে সাথে করেই একটা ফোল্ডিং মোবাইল ট্রায়ালরুম নিয়ে শপিং এ যাবো ভাবছি!!!! দরকার পড়লেই নিজের ট্রায়ালরুমে নিজেই ট্রায়াল দেওয়া যাবে। নো রিস্ক !!!!!!
দেখছো আমার কেমন বুদ্ধি!
তোমার ঈদের জামা দেখাও ছবি তুলে!!!!
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা তুমি যাইও বাচ্চুমণি এরপর তোমারটা ধার নেবো আমি!! খুক খুক দিমুনা ঈদ এর পিক এখুনি!! তুমি বুঝি দিয়েছো ?
৪| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ঈপ্সি আপু, খুব উপকারী পোস্ট দিলেন আপু সমাজের জন্যে!!+++
এবার তারা যদি এসব গুলা মানে আরকি!!
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই!! মেয়েদের সব জায়গাতেই বিপদ!! তাই সাবধান হওয়া চাই!!
৫| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৯
সুমন কর বলেছেন: কাজের পোস্ট।
৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোপুরি সহমত পোষণ করছি। লিখায় +++
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০১
অশ্রুকারিগর বলেছেন: ঠিক, আপুসমাজ সাবধান।