![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখে নিন আমার এই সময়ের ছাদ বাগানের কিছু গাছপালা...
সবজি আর ফুলে ভরা...
পুঁইশাক ... একটু একটু তুলি একটু একটু খাই গাছের টাটকা পুঁইশাক
লেবু... বিশাল লেবু গাছ মাঝে মাঝে বার্ডেন মনে হয়!!!
টমেটো
পেয়ারা...
বেদেনা (ডালিম )
মে ফুল... ( যা শুধু মে মাসেই ফোটে )
নাইট কুইন... ... ফুটিফুটি
কুমড়ো গাছ!
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ষায়মা বাচ্চুমণি শুনে খুশি হইলাম !!!
২| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ফুলে ফুলে ফুলের সমারোহ। ভালো লাগলো।
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমার ও মন ভালো হয়ে যায় ছাদে গেলে...
৩| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৩
জুন বলেছেন: পুইশাক ছাড়াও লেবু গাছটাও বেশ সতেজ মনে হলো ইপ্সিতা চৌধুরী আমরা যারা বাজার থেকে কিনে খাই সাথে কত যে কেমিকেল
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু সব সতেজ!!! এবং লেবু গাছটা এত বিশাল যে আমার কাছে এটা এখন বার্ডেন মনে হয়!! যত কাটি তত বড় হয়... নীচতলার বাউণ্ডারী বাগান থেকে দোতলারা ছাদে পর্যন্ত ছড়িয়ে গেছে তা!!! পুঁইশাক এর পিক উপরে আসেনি তাই নীচে আবার দিলাম!
৪| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনি আমাকে একদিন দাওয়াত দেন না কেন?
আপনার বাসার এসব দেখতে.?
আহা, দেখেই মুগ্ধ হয়ে যাই!
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ভাইকে আবার দাওয়াত দিতে হয় না কি? সময় করে চলে আসুন দিনাজপুর!!
৫| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৫
জ্যামিতিক লাভ বলেছেন: খুব সুন্দর।
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা!! ভালো থাকবেন!
৬| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:১০
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগছে দেখে, আর খারাপ লাগছে আমার এমন নিজস্ব ছাদ নাই বলে
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহা ধইনা পাতা ভাই!!!
৭| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:১১
সাদা মনের মানুষ বলেছেন: কুমড়ো গাছটা কিন্তু দেখতে পেলাম না
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহা সামুতে এই এক প্রব ছবি লোড নেয় না... এরপর সব উল্টাপাল্টা হয় ! এডিট করে দিলাম
৮| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৩
অশ্রুকারিগর বলেছেন: আপনার ছাদবাগান দেখলাম। একটি বাড়ি একটি বাগান প্রকল্প তো বেশ ভালোই আছে দেখতেছি সারা বাংলাদেশে।
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহা তা জানি না... তবে আমার ছাদ বাগানে ফল ফুল সবজি সব আছে
৯| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:২০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপুমনি ধন্যবাদ আপনাকে,
আপনার বাগানটা স্বচক্ষে দেখার খুব ইচ্ছে,,
ইনশাল্লাহ, সুযোগ হলেই.সেই স্বাদ হয়ত মিটবে!!
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা তখন হয়ত সব গাছ নাও থাকতে পারে কারন কিছু তো সিজোনাল থাকে!!
১০| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২
মহা সমন্বয় বলেছেন: আহা কি সুন্দর, বর্ষাকালের বৃষ্টির পানি পেয়ে গাছ গুলো সতেজ হয়ে উঠেছে সত্যিই মনোমুগ্ধকর
আমিও আপনাকে একটা কৃষ্ণচুড়ার ছবি দিলাম।
০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াওওওও ধইনা পাতা ভাই!!
১১| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: পুঁইশাক ... একটু একটু তুলি একটু একটু খাই গাছের টাটকা পুঁইশাক
আপা,
দিন দিন রাত কানা হয়ে যাচ্ছি
শাক খাওয়ার দাওয়াত দিয়েন।
ভালো থাকুন।
০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাআ আচ্ছা সময় করে চলে আসুন দিনাজপুর!!
১২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম..............সুন্দর বাগান বাড়ী
বাগান বিলাস বিলাসীর জন্য থাক
আমিতো খূঁজি মাথা গোজার ঠাই
একটুকু তাল-হোগলা-শনে ছাওয়া
নিশ্চিন্তে দু'মুঠো খাবার যেন পাই ...
তাদের দিকেও একটুকু নজর রাইখেন।
০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কাদের দিকে ভাইজান? বুঝি নাই ভ্যাআআআ
১৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৩৮
সুলতানা রহমান বলেছেন: আপনার কাচের চুড়ি হাতটাই আমার বেশি ভাল্লাতেছে!
সুন্দর!
০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহহা ধইনা পাতা!
১৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: কুমড়ো শাক শুটকি দিয়ে খুব মজা হয়
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি শুঁটকি খাই না!!!! মাছ ই খাই না শুধু ইলিশ খাই
১৫| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ এই জন্যই তো ইলিশ আজ দূর্লভ
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬
শায়মা বলেছেন: আমিও মুগ্ধ হলাম ইপ্ষিমনি!!!!!!!!!