![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জঙ্গী যেই হোক, তার ধ্বংস চাই!
কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করে আসুন এক হয়ে যাই !
ক্রাশ খাওয়ার জিনিস তাই খাই, সে জঙ্গী না ঢঙ্গী তা দেখার সময় নাই !
আসুন কার ভাই/ কার ছেলে জঙ্গী এসব না ভেবে নিজের ঘর আগে সামলাই !
জঙ্গী শুধু মাদ্রাসায় না, যেখানে সেখানে এমন কি আপনার ঘরেই জন্ম নিতে পারে একথাটা যেন ভুলে না যাই!
বাকিটা না হয় পরে বলবো -- আপনি কি ভাবছেন, তা জানতে চাই?
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: সমাজে প্রত্যেকের যেন একটা সম্মানজনক স্পেস থাকে। বাক স্বাধীনতা প্রকৃ্ত অর্থেই থাকে, শুধু কাগজে কলমে নয়। বক্তার চেয়ে শ্রোতা বেশী থাকে। প্রত্যেক পরিবারে যেন প্রত্যেকের জন্য ভালোবাসা থাকে, প্রতিযোগিতার ডামাডোলে কেউ ব্যর্থ হয়ে গেলেও সে যেন প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত না হয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৪
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: জঙ্গী ধ্বংস হোক।