নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এবারের ঈদ হবে...... এবং কিছু টিপস... ;)

০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

এবারের ঈদ হবে বৃষ্টিস্নাত,ছাতা মাথায় দিয়ে হলেও আনন্দে মেতো
সাথে রাখুন রেইনকোট আর প্লাস্টিকের স্যান্ডেল, হয়ে যাবেন জ্যান্টেল
যদি খান আছাড়, দিয়ে দিয়েন কাঁদাতে সাঁতার
ঘোরাঘুরি যদি মিস হয় , বাসায় থাকলেই হয়ে যাবেন গুডিবয়
(ছেলেদের জন্য ) ;) :)
মেয়েরা করবে ঠান্ডা ঠান্ডায় আরামে রান্না, গরম গরম করে , করবে না কান্না
মেয়েদের সাজুগুজু হবে মাটি, মেকাপ ছাড়া থাকবে একদম খাঁটি
বাসায় বসে তুলুন মজাদার চিলফি, লোড দিয়ে দিয়েন তা ফেবুতে জলদি
;) B:-/
আইচ্চা যাক, এ তো গেলো একটু ফান-ফুন টাইপের কথা, যা দেখছি---
তাতে মনে হচ্ছে এবারের ঈদ হবে বৃষ্টিময়, তাই আগে থেকেই প্রস্তুত থাকুন, ছাতা, রেইনকোট, আর প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে! রাস্তায় কিংবা মাঠে কখন আছাড় খাবেন ঠিক নেই, তাই সাথে ব্যাগে করে এক সেট কাপড় ও রাখুন, আর যারা বৃষ্টিবিলাসী আমার মত... তাদের তো মজাই মজা... তবু ঈদ বলে কথা... একটু আরামে সাজুগুজু করে বাইরে বেড়াতে না গেলে কি হয়? দেখা যাক কি হয়!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: ১০০% ঈদ আনন্দ কারো হবেনা। সবার মনেই কষ্ট থেকেই যাবে।

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কষ্ট থাকবে তবু সব কিছু মিলিয়ে কিছুমিছু আনন্দের বন্যা তো বইবেই...

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

আহলান বলেছেন: মাস হলো আষাঢ়
খেতে হবে আছাড় ... মনে পড়ে ছোট বেলায় নামাজ পড়তে গিয়ে কাঁদায় আছাড় খেয়ে ঈদের জামা কাপড় সব কর্দমাক্ত করেছি কতবার .... স্যান্ডেল হাতে নিয়ে পা দুটো টিপে টিপে, ছোট ছোট পায়ে হেটে চলা ....

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা মজাই মজা... এবার ও হবে এমন কিছু.........।।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালই হবে ঈদের আনন্দ ঘরে বসে প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নেয়া যাবে । তাই যতখুশি বৃষ্টি হোক ।

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা হু সেই ভালো ঘরে বসে সবাই মিলে আনন্দ করা যাবে.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.