![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুঁইশাক
আলু-মাছ ভর্তা
আলু-করলা ভাজি
পানিয়া ডাল
ডিম পিঁয়াজি
ঢেঁড়স ভাজি
আলুর চচ্চড়ি / আলু-চিংড়ি
আরো কিছু ভর্তা- ভাজি
এরপর খান--
দই / আইস্ক্রিম / পায়েস ( বাদাম-টাদাম দেইনি)
তারপর আম, জাম মাখনো
এরপর সবার শেষে এটা হচ্ছে সাতমিশালী
অনেক জায়গায় হয় ঝাল মুড়ি আমাদের এখানে হয় সাতমিশালী
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহহা চেঙ্গিস খান ভাই, খেয়ে ফেলুন না.........।।
২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৮
বিজন রয় বলেছেন: একসাথে এত আইটেম খাওয়া যায়।
দেখতে তো ভাল লাগছে। টেস্ট মনে হয় আরো ভাল।
তবে রান্নাগুলো বাঙালিয়ানা বলে লোভ লাগছে খুব।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ এক একজন এক একটা খায় তাই এত আইটেম হয় ভাই ! সময় করে আসুন!!!
৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩১
SwornoLota বলেছেন: ভর দুপুরে ভড়কে গেলুম! কী খাবো আর, ভীরমি খেলুম!
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভিড়মি খাওয়ার আগে খেয়ে ফেলতেন কিছুমিছু
৪| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
নুডুলসের আচার ছাড়া সব বৃথা।
প্রথম চারটা সত্যিই প্রথম চার।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আমি কেকা না তবে আমি তেলাপোকা আর টিকটিকির রেসিপি ভালো পারি ... খাইলে বলেন কইরা দিমু নে ।।
৫| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৪
পথহারা মানব বলেছেন: মডুরা কোথায়...? উনারে ব্যান করেন প্লিজ...!
খালি লোভ দেখায়!!!
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ফাঁসি চাই!!! কত্তদিন আসতে পারি নাই... এখন আইসা পড়ছি... জালামু জালামু
৬| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮
দেবজ্যোতিকাজল বলেছেন: দইটা বগুড়া শেরপুরের ?
ভাল লাগল ।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না দইটা দিনাজপুরের!!! ধইনা পাতা!
৭| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪০
আলভী রহমান শোভন বলেছেন: উফফ ! ক্ষুধা লেগে গেল, আপুনি ।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খেতেই তো দিলুম ভাইমণি ......।। খুক খুক
৮| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯
রানা আমান বলেছেন: এখনো লান্চ করার সময় পাইনি তার মাঝেই আপনার এই পোস্ট । যাক কি আর করা ! আপাতত ঢোঁক গিলেই সারা হই । ভালোকথা ! মনে পড়লো আচাঁতে । আপনার ঠিকানাটা দেবেন তো সামুতে । মন চাইলে চলে আসবো চাখতে । মন ও পেট ভরে নিয়ে ফিরব বাড়িতে ।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহা ভাই সামুতে ঠিকানা দেই কেম্নে ? তবে আপনি কখনো দিনাজপুর আসলে অবশ্যই আসবেন...... এবং জানাবেন
৯| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪
প্রামানিক বলেছেন: কি উপলক্ষ্যে এত খাবার?
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই মেল্লাদিন পর!!! না কোন উপলক্ষ না ভাই ! আসলে আমাদের বাসায় এক একজন এক একটা খায় তাই এত আইটেম হয়...
১০| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
নাবিক সিনবাদ বলেছেন: এই হাতির খোরাক কী আপনে একাই খাবেন?
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহিরে বাব্বা......... বাসায় ৫ জন আছি, এক একজন এক একটা খাবে , খায় তাই এত আইটেম
১১| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কল্লোল পথিক বলেছেন:
এতো খাবার আপনি একাই খাবেন!!!!
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহিরে বাব্বা......... বাসায় ৫ জন আছি, এক একজন এক একটা খাবে , খায় তাই এত আইটেম
১২| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাছ মাংসের চেয়ে এসব ভাজি ভর্তাই আমার ভালো লাগে।
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই আমারো ভালো লাগে!!! এবং রোজার পর এসবেই শান্তি পাই খেয়ে
১৩| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৭
রুদ্র জাহেদ বলেছেন: লোভ দেখালেন।আচ্ছা থাক এখন খাবো না আপুনি
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আইচ্চা পরে সময় করে খেয়ে নিয়েন ভাইমণি !!
১৪| ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে আসছি খুব তাড়াতাড়ি। দাওয়াত না দিলে খবর আছে কিন্তু।
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাহহাহ ওকে দিবো!! আমার জন্য চকলেট আনবেন !
১৫| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুপুরের খানা দেখে
লোল ঝরে সকালে;
খাইয়ে খাইয়ে তুমি
মারবে কি অকালে??
আয়োজনে নাশ মোর
সকালের নাশতা;
ধ্যূৎ ছাই,রোচেনাকো
ঠেলে দিনু পাশ তা।
সাত সকালেতে কোথা
পাই বলো এইসব;
যদি পাই,ট্রাষ্ট মি
গোগ্রাসে খাব গবাগব।
সবচেয়ে জাগে লোভ
দেখে সাতমিশালী;
রেসিপিটা দাও প্লিজ
জীভ পুরো রসালি।
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আমি কোবতে মিলাতে এখন পারলুম না... পরে মিলিয়ে দেবো.........
১৬| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: খাবার দেখলে খালি খাইতে মুন্চায়
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাইলে ঝটপট খেয়ে নিন!!!!
১৭| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অত্যাচার সহ্য হয় না।
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা রাজপুত্র... ভ্যাআআআ
১৮| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৯
এডওয়ার্ড মায়া বলেছেন: ওহে ঈপ্সিতাপু-
দিনাজপুর আস্তেছি
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কবে কবে ভাইমণি?
১৯| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
সামায়েল লিনিথ বলেছেন: ঈস্পিতা আপু, আমারে একদিনের জন্য পুষ্যি নেন
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহহা ধ্যাত্তত্ত দিনাজপুর আসলেই খাওয়াবো.........।
২০| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯
কিরমানী লিটন বলেছেন: একা একা খাবেন- তো, দরজা বন্ধ করে খান...
১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহিইইইই খেতে জানতে হয়............।।
২১| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৯
ক্লে ডল বলেছেন: আইস্ক্রিম!
এ বড় অন্যায় আপু!
২২| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৯
সোহানী বলেছেন: আমার প্লেটটা সাজান আসতাছি!!!!!!!!!!!
১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপু যেকোন সময় চলে আসুন... একসাথে মজা করে খাবো ঘুরবো .........
২৩| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২
শায়মা বলেছেন: হা হা স্পর্শহীন কিছুদিন ভাইয়ার মন্তব্য পড়ে হাসছি।
১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাসের মাংস খাইছো না কি বাচ্চুমণি?
২৪| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯
অশ্রুত প্রহর বলেছেন: এভাবে মানুষকে খাবারের লোভ দেখিয়ে খাবার কিন্তু ঠিক ঠাক মত হজম হবে না।
১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হজম হইয়া গেছে ভাই !!
২৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: হহহাহহাহ ওকে দিবো!! আমার জন্য চকলেট আনবেন !
আপনি হয়তো কথাটা সিরিয়াসলি নেন-নি। আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। কি চকলেট খাবেন? ব্র্যান্ডের নাম লিখে দিন। আমি নিয়ে আসবো।
১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ভুলে গেছি মনে কইরা দেবো নে......... নাম... !! আচ্ছা বাবা আসবেন কোন প্রব নেই ভাই!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫
স্পর্শহীন কিছুদিন বলেছেন: খাবার দেখেই তো পেট ভরে গেল।
ইস যদি সত্যিই খেতে পারতাম।
আমার শরীরটা তো দেখছেন। একটু স্বাস্থ্যর দরকার তাই না?