নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি - বাদল দিনে , ভাজাপোড়া খেতে কার কার মন টানে? ;)

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:০৬

এটা হচ্ছে কাঁঠালের বড়া......... খেতে কিন্তু সেইরম টেস্টি... :P

সবজি পাকোড়া

কুমড়ো ফ্রাই...।।

চিড়া ভাজা...

আলু-পটল ফ্রাই...

পুঁইশাক পাতা ফ্রাই

লুচি (বাপি খেতে চাইলো )

সাথে মুরগি ভুনা

দুধে শেমাই (হজম হবে ) ;)

ফ্রুট’স সালাদ

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৪

কবীর হুমায়ূন বলেছেন: চমৎকার আয়োজন। মেজবান কই ?
সামুতে পাঠিয়ে দিন; আমরা খাবোই।


জিবে জল আসার খাবারের পোষ্ট !!!

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহা ভাইয়া খেয়ে ফেলুন... আর দাওয়াত রইলো দিনাজপুর চলে আসুন.........

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬

অরুনি মায়া অনু বলেছেন: ইশ এভাবে লোভ দিলেন আমাদের | আমারতো এখুনি খেতে ইচ্ছে করছে :)

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাআ তাহলে খেয়ে নিন আপু... আর সময় করে দিনাজপুর আসুন......।।

৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫১

আহলান বলেছেন: পাত্র পক্ষ দেখতে এসেছিলো না! :) ;)

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাহহা পাত্র পক্ষ আইলে খালি পানি দিমু খাইতে .........

৪| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: রসনা উদ্রেককারী পোস্ট। 'লাইক'।

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাআ হু .........।

৫| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: আমার খেতে ইচ্ছা হচ্ছে!!!!!!!:(

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সময় করে চলে এসো বাচ্চুমণি! আমি খুব সিক, কাল পড়ে গিয়ে পিঠ থেকে পেট পর্যন্ত ৮ ইঞ্চি কেটে গেছে, পাঁজরের হাড় ফুলে গেছে, ৭ দিন বেড রেস্ট......।

৬| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: ইশ্‌! দিলেন তো লোভ জাগিয়ে , এখন এত্ত মজারু খাবার কই পাই :P

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাবীকে বলুন বানিয়ে দিবে!!!!!!!!!

৭| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৪

অপরিচিত মানব শুণ্য বলেছেন: জিবে জল এসে গেল যে!

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহা এই খাবার এমন ই------

৮| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: এতো সুন্দর করে সাজানো ! লোভনীয় সব আইটেম! কি করি ! খেতে তো হবেই ! দেখি এক জায়গায় ফোন করি . . . নিশ্চ'ই না বলবে না !

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা সে কি হ্যা বলেছিলো?

৯| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: এতো সুন্দর করে সাজানো ! লোভনীয় সব আইটেম! কি করি ! খেতে তো হবেই ! দেখি এক জায়গায় ফোন করি . . . নিশ্চ'ই না বলবে না !

১০| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: এতো সুন্দর করে সাজানো ! লোভনীয় সব আইটেম! কি করি ! খেতে তো হবেই ! দেখি এক জায়গায় ফোন করি . . . নিশ্চ'ই না বলবে না !

১১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: এতো সুন্দর করে সাজানো ! লোভনীয় সব আইটেম! কি করি ! খেতে তো হবেই ! দেখি এক জায়গায় ফোন করি . . . নিশ্চ'ই না বলবে না !

১২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: মুখের জল ধরে রাখা মুশকিল।

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ভাই এই খাবার এমন ই.........।

১৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ কেম ব্যাক(!)

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা মানে?

১৪| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: X(
তুমি এক অত্যাচারের নাম।

১৫| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: X(
তুমি এক অত্যাচারের নাম।

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহহা রাজপুত্র আমি খুব সিক, আহত হয়েছি!! ৭ দিন বেড রেস্ট!

১৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:১২

লেভিয়াথান বলেছেন: ঠিক হয় নাই ! ঠিক হয় নাই !!! ঘোর অন্যায়!!

আরগুলা বাদ দিলেও লুচি, মুরগী আর সেমাইটা মন চাইতেছে মনিটর থেকে বের করে নিয়ে আসি !! :(

অফটপিকঃ মুরগীটা কি এডিটেড? B-))

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা না ভাই মুরগীটা ভুনা ভুনা করা তেল পিঁয়াজে ... ভুনা জিনিস এমন ই হয়!!!

১৭| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

পথহারা মানব বলেছেন: আপু আপনার বাসাট দিনাজপুর হওয়ার কারনে বেচে গেলেন...ঢাকা হলে দেখতেন পোস্ট দেওয়ার সাথে সাথে সব খাবার উধাও X(

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহহা তাই?

১৮| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০২

রানা আমান বলেছেন: আপাতত পুঁইশাক পাতা ফ্রাই আর সবজি পাকোড়াটা খেতে ইচ্ছে করচে খুব সাথে এক কাপ চা ।

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসস তাহলে খেয়ে নিন.........।

১৯| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

হাসান রাজু বলেছেন: এইসব ছবি ব্লগে দেয়া নিষেধ X(( । এইসব অতি লোভনীয় ছবি প্রকাশ করলে পরে দুর্বল স্বাদ ইন্দ্রিয়ের পাঠকের কেউ কেউ জিব (জিহবা) এট্যাক করে গুরতর অসুস্থ হয়ে যেতে পারে :-B

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহহহহহ কমেন্ট পইড়া মজা পাইলুম.........।

২০| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭

সিগনেচার নসিব বলেছেন: দেখেই মন ভরে গেল তো !!!

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাহা তাহলে আর খেতে হবে না

২১| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সামায়েল লিনিথ বলেছেন: আপনারে ব্যান করা হোক, কি সব পোস্ট দ্যান। মোবাইলটাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে :(

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হাহহহহাহহহা কি মজা!!

২২| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮ ০
লেখক বলেছেন: সময় করে চলে এসো বাচ্চুমণি! আমি খুব সিক, কাল পড়ে গিয়ে পিঠ থেকে পেট পর্যন্ত ৮ ইঞ্চি কেটে গেছে, পাঁজরের হাড় ফুলে গেছে, ৭ দিন বেড রেস্ট......।


আহারে ইপসিমনি তুমি খুব সিক থাকো কিন্তু। আর এইভাবে কেমনে পড়ো!!!!!! সাবধান হও!!!!!!!!

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রান্নাঘরে তাক থেকে আটার ডিব্বা পারতে গিয়ে টুল থেকে স্লিপ কেটে পড়ছি!!! অবস্থা খুব খারাপ, না পারি বসতে না পারি উঠতে কতক্ষন শুয়ে থাকা যায় , সবচেয়ে বড় কথা আমি মনে হয় আর কখনো শাড়ি পড়তে পারবো না, এই দগদগে কাটা জায়গা হয়ত শুকাবে কিন্তু দাগ মিশবে না!!!

২৩| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: হায় হায় কি বলো ইপ্সিমনি! :(

টুলে ওঠার কি দরকার ছিলো তোমার!!!!!! X((

শাড়ি পরা পরের কথা দেখো হাড্ডিতে কিছু হলো কিনা। খুব সাবধানে থাকবে। অনেক দোয়া আর ভালোবাসা!

২৪| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

রফিকুজজামান লিটন বলেছেন: মনটাই খারাপ হয়ে গেলো! :(( :(( আপনার দ্রুত সুস্থতা কামনা করছি !

২৫| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

পথহারা মানব বলেছেন: আল্লাহ অাপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক:(। ইপ্সিমনি শুধু বাসার সবাইর খেয়াল রাখলেই চলে না, নিজেরটাও রাখতে হয়। সুস্থ হয়ে উঠার পর বাসার সবাইকে একটা জমপেশ খাবার দিবেন সাথে আমাদেরকেও একটু দেখার সু্যোগ দিবেন আর কি :``>>

২৬| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:২২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: বলেছে কুরবাণী ঈদের সময় যেতে। ছুটি পাবে। খাওয়া যাবে, আর সময় দিবে। গল্প করা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.