নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পরপুরুষ আর পরনারীতে আসক্ত হয়ে তারা ...

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

লুকোচুরি খেলে!! কি আছে অই পরপুরুষ আর পরনারীতে যে নিজের স্বামী/ স্ত্রী/ সন্তান ফেলে ,
সাজানো সংসার ছেড়ে কেউ কেউ এক্কা-দোক্কা আর লুকোচুরি খেলতে এইসব পর দের সাথে নিজেদের যুক্ত করে?
মাঝে মাঝে ভাবি-- কতটা ভালোবাসার অভাব, সেক্সুয়াল চাহিদার অভাব, দূরত্ব
কিংবা কতটা কুড়কুড়ি ওঠে অইসব পুরুষ/ নারীর, যে তাদের নিজের সংসার, স্বামী / স্ত্রী/ সন্তান
সব কিছুকে তুচ্ছ মনে হয়? তখন সেই পর’টাই আপন হয়?
নিজ চোখে দেখা এমন নারী/ পুরুষ বহুত দেখেছি!!
কারো কারো ক্ষেত্রে প্রতিবাদ ও করেছি নিজ অবস্থান থেকে কিন্তু অইসব লুচুন আর লুচুনীদের তাতে কোন যায় আসে না!
আরে মরারা আপন ছেড়ে যেসব পরের গলায় ঝুলিস একদিন সেই পর -
পরের থেকেও যে পর হবে না তার কি কোন নিশ্চয়তা আছে ?
তবু তোরা ঝুলিস... আবার একদিন সেই ঝুলুনী থেকেও ঝুল ঝুল কইরা পইড়া যাস...
পরিচিত এক সুন্দরী আপু, স্বামী/ স্ত্রী দুজনেই জব করে, ঘরে এক ছেলে এক মেয়ে,
সেই আপুর সংসার ভাঙ্গার পথে কারন স্বামী পরকীয়ায় লিপ্ত!!!
বাচ্চাদের মুখের দিকে চেয়ে আপু দাঁতে দাঁত চেপে সংসার টিকিয়ে রাখতে চাইছে
কিন্তু অই লুচুন শয়তান এর সেদিকে হুশ নেই!!
সত্যি বলতে কি, আমার কাছে মনে হয় এসব লুচুন আর লুচুনীদের
রুচি আর মানসিকতায় প্রব আছে তা না হলে কেন এরা পর এর সাথে যুক্ত হয়!!!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯

আরিয়ান রাকিব বলেছেন: কুড়কুড়ি !!!!!!!!!!!!!!

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শব্দের ব্যাখ্যায় যাচ্ছি না.........।।

২| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলেছেন আপু । অনেকেরি এই বিষয়টা অনেকটা দুঃখের কারন হয়ে দাঁড়ায় । পরিকীয়াদের সমবেদনা জানাই !

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু দুঃখের না যন্ত্রনা + লজ্জার ও হয় ! সংসার ভাঙ্গে কত!!!

৩| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯

নতুন বলেছেন: পরকিয়ার আগুনে যে কতগুলি জীবন পুড়ে নস্ট হয়ে যায় এটা আসক্তরা টের পায়না। :(

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু যখন টের পায় তখন সব শেষ!!!

৪| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালোবাসা তখন ১০০ ডিগ্রীতে থাকে তাই,,,,

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসা না লালসা!!!

৫| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: এসব এখন মহামারীর মত। নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চশ্রেনী সবাই এই ফাদে পড়ছে।কেউ ইচ্ছাকৃত কেউবা অনিচ্ছাকৃত।

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু খুব বাজে অবস্থা...............।।

৬| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

মূল-উপদল বলেছেন: আপু, পরকীয়ার মনস্তাত্বিক কারন, সেই কারন কেন তৈরী হয়, হলে তা কিভাবে প্রতিরোধ করা যায়, সেসব বিষয় কি জানেন? জানলে আরেকটা পোস্ট আশা করছি।

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মনস্তাত্ত্বিক বলে মনে হয় না... তবু জানার চেষ্টা করবো... জানলে আর একটা পোস্ট দেবো......।

৭| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮

নীলাকাশ ২০১৬ বলেছেন: বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরাই পরকীয়ায় লিপ্ত হয়। এর প্রধান কারণ নাটক সিনেমায় সুন্দরী মেয়ে দেখে দেখে মাথা খারাপ করে ফেলা কিন্তু বিয়ের সময় এরকম পাত্রী খুজে না পাওয়া। আরেকটি কারণ হল অফিসে সুন্দরী সহকর্মীদের কাছ থেকে প্রশ্রয় পাওয়া।

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু পরকীয়া বেশি পুরুষ রা করে......... এবং পার পেয়েও যায় বেশির ভাগ ক্ষেত্রে!!!

৮| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্ম বিচ্যুত হলে এমনটা হতেই পারে...

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু ধর্ম না রুচি+ মানসিকতার ব্যাপার ও আছে.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.