নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রেম করতে হলে বিছানায় যেতে হবে কেন...?

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪

বালিকাসমাজ প্রেম করতে হলে বিছানায় যেতে হবে কেন এই প্রশ্নটা মাথায় রেখে
সম্পর্ক এগিয়ে নিয়ে যান যদি টিকে তো থাকুন নইলে নিজের সম্মান,
ইজ্জত নষ্ট হওয়ার আগেই সেইসব ভন্ড প্রতারক বালকসমাজ থেকে আপ সে আপ কেটে পড়ুন!!
প্রেম করতে হলে স্কাইপে কিংবা ইমোতে পোশাক খুলতে হবে কেন এই প্রশ্ন মাথায় রেখে
সম্পর্ক এগিয়ে নিয়া যাওয়ার চিন্তা করুন... যদি টিকে তো থাকুন নইলে
সেইসব ভন্ড আর প্রতারক বালক সমাজ থেকে নিজেকে দূরে রাখুন!
প্রেম করতে হলে কিংবা টিকিয়ে রাখতে হলে লিটনের ফ্লাটে যেতে হবে কেন
এই প্রশ্নটা মাথায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করুন যদি টিকে তো থাকুন
নইলে লুটারাদের হাতে ইজ্জত লুটিয়ে দেয়ার আগেই কেটে পড়ুন!
প্রেম মানে আস্থা/ বিশ্বাস / ভালোলাগা আর মায়া এবং টানের স্থান!
প্রেম মানে ভালোলাগা আর ভালোবাসায় ডুব দেয়া তার মানে এই নয় বিয়ের আগেই বিছানায় গিয়ে এক্কা-দোক্কা খেলা!
প্রেম করতে করতে প্রেমিক কে বিয়ের কথা বললেই যে প্রেমিক
শত অজুহাত এনে দাঁড় করিয়ে দেয় বুঝে নিন সে প্রেম করতে আসেনি
এসেছিলো শুধু টাইম পাস করতে আর সুযোগ বুঝে আপনার ইজ্জত লুট করতে...
( এই জিনিস’টা শুধু প্রেমিক না প্রেমিকারা ও করে ,
প্রেম করতে গিয়ে তাদের হুশ থাকে না বাস্তবতার দিকে বিয়ের কথা আসলেই তাদের হুশ ফিরে আসে ! ) !
প্রেম করে বিয়ে করতে গিয়ে যদি সমস্যাই থাকে তবে প্রেম কেন রে ভাই?
যাও না বেশ্যাদের কাছে প্রেম/ পিরিতি/ বিছানা / শরীর সব ই পাবে.........

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: হা হা হা ইপ্সিমনি!!!!!!!!!!!!


কবিতা পড়ে হাসছি আমি!!!!!!!!!!

ঠিক বলেছো সহজ কথা
তবুও বালিকাদের নেই মাথা ব্যাথা!:(

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইহা কোবতে নয় শায়মাবাচ্চুমণি!! হু বালিকাদের সচেতন হওয়া দরকার!!!

২| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটা মেয়েরে গার্লফ্রেন্ড বানাইয়া তার পিছে ১০০০০টাকা খরচ না করে ১০০০টাকা খরচ করলেই ভাড়াটে বে___,পাওয়া যায়।
বুঝি না,ছেলেদের মাথায় কি বুদ্ধি নাই???!!!

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি.........।।

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩

আহলান বলেছেন: চোরায় না শুনে ধম্মের কাহিনী ...

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক চোরা না... কেউ কেউ শিকার হচ্ছে !!

৪| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, আপু আপনি এখনো বালিকাই রয়ে গেলেন! বেসিকটাই বুঝলেন না! ;)

শোনেন, প্রেমের বিভিন্ন রুপ আছে, প্রেম ঐসব বিজ্ঞানের সূত্র ধরে আগায় না। একটা ছেলে মেয়ে যখন দীর্ঘ সময় কাছাকাছি থাকি, তখন তাদের মধ্যে শুধু মানসিক না শারীরিক টানও তৈরী হয় এবং সেটা হয় ধীরে ধীরে। অনেক ক্ষেত্রেই মেয়েটাও স্বেচ্ছায়ই বিছানায় যায়, কারণ প্রাপ্তবয়স্ক একটা মেয়েরও শারীরিক চাহিদা থাকতেই পারে এবং থাকাটাই স্বাভাবিক। স্বীকার করছি, বিছানায় যাওয়ার জন্য আগ্রহটা ছেলেদের মধ্যেই হয়ত বেশী থাকে এবং আহবানটা তারাই সাধারণতঃ প্রথম জানায়, কিন্ত মেয়েটা কিন্তু সেই আহবানে সজ্ঞানেই সাড়া দেয়। প্রকৃতির অন্যান্য প্রাণীর মধ্যেও দেখবেন, সাধারণত পুরুষ প্রাণিটিই নারীকে যৌন সম্পর্কের আহবান জানায়। আমি টিভিতে এখন পর্যন্ত জীব জন্তুর এ সংক্রান্ত যত অনুষ্ঠান দেখেছি, সবগুলোতে তাই দেখেছি। আপনার বাড়ীতে মুরগিকে কখনো দেখেছেন মোরগের পেছনে দৌড়াতে? :P

সুতরাং, আপনার পোস্টের বক্তব্য অনেকাংশেই বাস্তবসম্মত নয়। প্রেম মানে বিছানায় যাওয়া নয়, কেন নয়? কারো কাছে সেটাই প্রেম। এখানে ইজ্জত হারানোর কি আছে? সে যখন ঐ ছেলের সাথে লেপ্টে থেকে ঘুরে বেড়ায় তখন তার ইজ্জত যায় না? শুধু শারীরিক সম্পর্ক করলেই ইজ্জত যায়?

দুজন বেগানা নারী পুরুষ যখন নির্জনে থাকে, তখন তাদের মধ্যে তৃতীয় ব্যাক্তি থাকে শয়তান। আর ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক এবং বিবাহযোগ্য হয়, তখন তাদের দ্রুত বিয়ে দিয়ে দেয়া বাবা মায়ের কর্তব্য। বিশেষ করে, মেয়েদের ১৬ থেকে ১৮ এর মধ্যেই বিয়ে দিয়ে দেয়া প্রয়োজন যেহেতু তারা সন্তানও জন্ম দিয়ে থাকেন এবং তাদের এই ক্ষমতাটা সাধারণত ৪৫ বছরের মধ্যেই শেষ হয়ে যায়। একজন পুরুষ কিন্তু মোটামুটি আজীবন সন্তান জন্ম দেয়ার ইনপুট দিতে পারেন।

আশা করি আমার কথাগুলো যৌক্তিকভাবে বুঝবেন। তাওয়া যখন গরম থাকে, রুটি তখনই শেকতে হয়। একটা মেয়ে ১৬ বছর বয়সে যে যৌন আনন্দ উপভোগ করবে, সেটা তাকে তখনই বৈধভাবে উপভোগ করার সুযোগ দেয়া উচিত। বিনা কারণে ৩০/৩৫ বছর বয়সে বিয়ে দিয়ে নয়। সময়মত সুযোগটা না দিলে সেই তাওয়ায় সে আরো অনেক পরটা ভেজে ফেলতেই পারে, যদি না সে খুব কঠোর নীতি নৈতিকতার অধিকারী হয়। ছেলেদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য... :)

ভাল থাকুন, সুস্থ থাকুন...

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা সব ক্ষেত্রে কি তাই হচ্ছে ভাইয়া? এখন তো অবুঝ বালিকারা আরও আগেই প্রেমে জড়াচ্ছে!! বিয়েটা সমাধান নয়!! কাউন্সিলিং করা দরকার! আর এক্ষেত্রে রুচি মানসিকতা আরো অনেক কিছু জড়িয়ে আছে!! সেচ্ছার থেকে বেশির ভাগ ই শিকার হচ্ছে, কেউ কেউ প্রেম টিকিয়ে রাখতে এটা করছে!! আমার কথা কেন সেটা?

৫| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মেয়েদের সন্তান জন্ম দানের ব্যাপারটায় আরেকটু যোগ করি, সন্তান শুধু জন্ম দিয়ে ফেললেই হল না, তাকে বড়ও করতে হবে। একজন তরুনী মা সেটা যতটা ভাল পারবেন, একজন বয়স্ক মায়ের জন্য সেটা অনেক কষ্টকর হয়ে যায়। বাচ্চা মানুষ করতে প্রচুর জীবনীশক্তি ব্যবহার করতে হয়, যেটা তরুন মায়ের মধ্যে থাকে। বাবার ক্ষেত্রেও একই কথা।

সুসন্তান গড়ে তুলতে না পারলে সেটা বাবা মায়ের জন্য যে কতটা কষ্ট, সেটা হয়ত আর বুঝিয়ে বলতে হবে না। আজকাল ক্যারিয়ারের দোহাই দিয়ে অনেক মেয়েই দেরীতে বিয়ে করেন, বাচ্চা নেন। এর ফলাফলটা আমরা আর ২০/৩০ বছর পর টের পাব। আধুনিকায়নের ফলে যে বৈশ্বিক মনস্তাত্তিক পরিবর্তন হয়েছে, তার ফলাফল এর মধ্যেই জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের অধিকাংশ দেশ ভোগ করছে। এমনকি এক সন্তান নীতির কারণে চায়নাতেও এখন অরাজক অবস্থা, ছেলেরা বিয়ের জন্য মেয়ে পায় না, আর ভিয়েতনাম থেকে প্রচুর মেয়ে কিডন্যাপ করে চায়না পাচার হচ্ছে! আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বিয়ে সন্তান প্রসঙ্গে না হয় আর একদিন কথা বলবো আপাতত প্রেম করতে গিয়ে... কেন? এটাতেই থাকি!!!

৬| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬

নতুন বলেছেন: যখন প্রেমে থাকে দুই মন তখন কোন বাধা থাকেনা দুই শরিরের মাঝে....

কিন্তু সাবধান হতে হবে কিছু ভন্ডপুরুষের থেকে যারা প্রেমিক সেজে শরির পাবার জন্য নারীর সাথে প্রেমের অভিনয় করে।

আমাদের সমাজেও মনে হয় কিছুদিন পরে বিয়ের আগে শারীরিক সম্পকের বিষয়টা নিয়ে কেউ আর প্রশ্ন করবেনা। তখন আর ইজ্জত যাবে না।

কিন্তু প্রতারক থেকে নারীকে সাবধান থাকতে হবে।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই... চাহিদা থাকতে পারে কিন্তু সেই চাহিদা পুরনে বিয়ের আগেই সবকিছু লুটিয়ে দেয়াটা ঠিক নয়!! মেয়েরা এটা বুঝে না কেন!!

৭| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

নতুন বলেছেন: বিনা কারণে ৩০/৩৫ বছর বয়সে বিয়ে দিয়ে নয়।

জহিরুল ভাই... দেশে কত মেয়ের বিয়ে ৩০/৩৫ বছরে হয়??

বেশির ভাগ বিয়ে ২৫শের মাঝেই হয়ে যায়... ১৮-২৫ই হওয়া উচিত... তার কমে( ১৪-১৭) একজন নারী সন্তান নিয়ে অনেক সমস্যায় পড়ে।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক

৮| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: @নতুনঃ পাশ্চাত্যের অনুকরণ আর উচ্চাভিলাষ আমাদের সেই দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমি সেটাই ইংগিত করেছি।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু

৯| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৪

সোহানী বলেছেন: সহমত কবিতায়.....+++

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু তবে এটা কবিতা না...... লাইন গুলো অমন হয়ে গেছে !!

১০| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

কানিজ রিনা বলেছেন: বালক বালিকা অবুঝত আছেই, বুড়াভাম
গুল টাকার লোভ দেখিয়ে প্রেমের ফাদে
ফেলে সর্বনাস করে দেয়। এই বুড়ো ভাম
গুল অভাবী ঘরের বৌদের ছলে বলে
কৌশলে টাকা দিয়ে তাদের ইজ্জত লুটে
যার নাম সর্বনাসা পরোকীয়া। পরোকীয়ার
ফাদ থেকে এসব অভাবী মেয়েরা আর বের
হয়ে আসতে পারনা।
কাজের মেয়ে বলুন আর অভাবী ঘরের বউ
বলুন। ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু না!! বুড় ভাম না-- এ যুগের তরুন রা এমন করছে!!! সাথে তরুনীরা জড়াছে!!!

১১| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

পথহারা মানব বলেছেন: ইপ্সিমনি......
হঠা্ৎ কার উপর এত ক্ষেপে গেলেন?

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুব ঘটছে আজকাল এসব!!! আমি শঙ্কিত!! মেয়েরা সচেতন নয় এই ভেবে!!

১২| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: সব জায়গায় একক ভাবে ছেলেদের দোষী করার কি আছে।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সব জায়গায় করিনি!! দেখুন ভালো করে কিছু জায়গায় মেয়েদের ও দোষ দিয়েছি!!! আর এসবের শিকার মেয়েরা বেশি হচ্ছে খুব আজকাল...

১৩| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০০

অরুনি মায়া অনু বলেছেন: খুবি মূল্যবান কথা বলেছেন আপু। প্রেম মানেই বিছানায় যাওয়া নয়। এটা বুঝতে হতে বালিকা আর বালক উভয়কেই। আর আমিও কানিজ রিনা আপুর সাথে একমত। বুড়ো ভামরাই অধিক প্রতারক হয়ে থাকে। তাদের নোংরা মানুষিকতার কারণে অনেক নারী বিপদে পড়ে।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যেটাই হোক !!! মেয়েরা সচেতন হোক এটাই কাম্য!!

১৪| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮

খোলা মনের কথা বলেছেন: কথা গুলো সুন্দর। সময় উপযোগী পোষ্টও বলা যেতে পারে। তবে আর একটু নিরপেক্ষ ভাবে ভাবা যেত।

এখনকার বেশির ভাগ ছেলেরা মেয়েদের ব্যবহারের জন্য প্রেম করে থাকে এটা অবশ্য নিচু শ্রেণীর মানসিকতা। আবার অনেক মেয়ে সেটা জেনেও তাদের সাথে সম্পর্ক গড়ে অনেকটাই জহিরুল ভাইয়ের ভাষার অন্যর তাওয়ায় রুটি সেকার মত। আবার অনেক মেয়ে সামনে পিছনে না বুঝার আগে বা ভবিষ্যৎ এর কথা না ভেবেই এমন কাজে জড়িয়ে পড়ে।

তবে আমি বলবো এমন মানসিকতার কোন ছেলে মেয়ে দুজনেরই দোষ কম না। কোন ভাল মানসিকতার মেয়ে এমন কাজে জাড়াতে পারে না। তবে পুরুষের থেকে সবসময় সাবধান থাকা নারীর প্রয়োজন। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল.....

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়া, কিছু ক্ষেত্রে নিরপেক্ষ হতে পারছি না... কারন মেয়েরা আজকাল এসবের শিকার হচ্ছে খুব... আর যেখানে মেয়েরা দোষ করছে সেটাও বলেছি তো!!! যাই হোক আমি চাই মেয়েরা সচেতন হোক.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.