![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বলি গালি দিবি না তবু কথায় কথায় গালি
কতবার বলেছি গু-গোবর খাবি না আমার দম বন্ধ হয়ে আসে কে শোনে কার কথা
পাশাপাশি বসে আছি অথচ সে মুপাইল গুতাইছে কথা বলে না মুচকি মুচকি হাসি দিবে আমার গা জ্বলাবে ।
পাশাপাশি হাঁটছি ঘ্যাচ করে একখান গাড়ির শব্দ হলো আমার হাত টা ধরে সরিয়ে নে
না সে শুধু তাকাবে দেখবে আমি কি করেছি..
রাস্তা পারাপারের সময় হাতটা ধরে অইপারে নিয়ে যাবে না আয় বলে হাঁটা শুরু করে...
কোথাও বসে খাচ্ছি... সেই খাবার নিজে আগে না খেয়ে প্রতিবার খাওয়ার ভান করে
মুখের কাছে নিয়ে আমার মুখে আগে ঢুকিয়ে দিবে... জোর করে খাওয়ায় - মেজাজ খারাপ লাগে আমার
যাচ্ছেতাই ব্যবহার করে ... কিছু পরেই মুশ মুশ মুখ করে এসে কান ধরে ক্ষমা চাইবে
মেজাজের তাপমাত্রা আরো বাড়িয়ে দিতে
হাহ্ সেই ছেলেটার সাথে আমি পিরিতি করি না
যে আমাকে গালি দিতে দ্বিধাবোধ করে না
আমার বারণ শোনে না
সম্মুখে বিপদ দেখেও যে কাছে টেনে নেয় না... অদ্ভুত এক চাহনী দিয়ে বুঝিয়ে দেয়
সে আছে , আমার কোন কিছু সে হতে দিবে না...
যে কখনোই মানে না... প্রথম নলা খাবারটা তার ও আগে খাওয়ার অধিকার আছে
যে বুঝতেই চায় না... তার শত শত ভুলগুলো আমি ইগ্নোর করে যাই
তার সাথে কিসের পিরিতি... পিরিতি হইলে তো ঠাস ঠুস কইরা মাইরা
পিডাইয়া চ্যাবকা বানাইয়া ছাইড়া দিতাম -- যা মর গিয়া তুই - কইতাম-- যা দূরে গিয়া চিড়া খা হ্রামী
সেই ছেলেটা সেই কাইলা ভুতটার সাথে আমার ভালোবাসা আছে, ভালোবাসাবাসি আছে...
ভালোবাসি রে বিলুইটা... ভালোবাসি... মিউউউউউউ
১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক.........।।
২| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
কল্লোল পথিক বলেছেন:
বেশ লিখেছেন।
১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাই!
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
গেম চেঞ্জার বলেছেন: উফ!! এ কি দেখি!! বুকের ভিত্রে ছ্যাক করে ওঠলো!!!!!
১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু কেনু চেঞ্জার ভাই?
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
