নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এ সময়ের ছাদ বাগান...

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

কুমড়ো ফুল...

লাউ সদৃশ কুমড়ো... সাধের কুমড়া বানাইছে আম্রে বৈরাগী !

চায়না পেয়ারা...


পুঁইশাক


নাইট কুইন...


নয়নতারা...

জানতাম না আমাদের একটা কদম গাছ আছে...
(আমাদের পেছনের বাগানে একটা কদম গাহচ আছে! অনেকেই জানে আবার আমরা অনেকে জানতাম না, সেই বাগানে যাওয়া হয় না বলে! এটা কিছুদিন আগে আবিস্কার করি)

আহ্‌ নিজের গাছের কদম ফুল...

লেবু গাছ

টগর...

শিম গাছ.........



মোরগ ফুল

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া ! ভালো থাকবেন!

২| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

আরাফআহনাফ বলেছেন: ভালো লাগালো সব ছবি . । । . ।।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া ! ভালো থাকবেন!

৩| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

প্রথমকথা বলেছেন:



খুব সুন্দর করে ধরেছেন গোলাপ, হাতের চুড়ি আর হাত খুব সুন্দর হয়েছে। ছবির ব্লগটা খুব ভাল লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! ভাল থাকবেন!

৪| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

খোলা মনের কথা বলেছেন: কদম ফুল আমার পছন্দের একটি ফুল। পেয়ারটি একটু অন্যরকম মনে হলো। আমাদের বাড়ির পিছনে একটা পেয়ার গাছ ছিল। ছোট ছোট পেয়ার হত কিন্তু পেয়ারা গুলো বাইরে সবুজ হলেও ভিতরে লাল থাকতো। এখন আর সেই গাছটি নেই। আপনার পেয়ারা দেখে মনে গেল। ধন্যবাদ

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহ ছোট ভাইমণি ! আমাদের আরো পেয়ারা গাছ ছিলো! একটা বাগান ছিলো! অনেক ফলের আর সব্জির গাছ ছিলো! সেই বাগানে এখন আমাদের বাড়ী!

৫| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কদুর ছবি ভালো লাগছে !!

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কদু না কুমড়ো!!!!

৬| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লাউ সদৃশ কুমড়ো।
:)

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হু রাজপুত্র জি!!!

৭| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৮

রানা আমান বলেছেন: ১ম ছবিটিই সবচে সুন্দর হয়েছে ।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান জনাব!

৮| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:০৩

মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান জনাব!

৯| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫১

আলভী রহমান শোভন বলেছেন: বাহ বাহ ! তোমার খাবার দাবার আর ছাদ বাগানের ছবি আমাকে সব সময় মুগ্ধ করে, আপুনি।

ছাদ বাগানে নতুন সদস্য দেখা যাচ্ছে যে ! :)

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক হু ভাই!!! নতুন সদস্য বেশি বড় হয় নাই!!! এসো বেড়াতে একদিন!!!

১০| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১১

প্রামানিক বলেছেন: দারুণ ছাদ বাগানের দৃশ্য।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.