নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আহ্‌ থাম তো সন্দেশের বাপ..

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০


অই অই ঝুনঝুনীর মা দুখানা কাঁচা মরিচ আর
একটা পিঁয়াজ কেটে আনতো ভাত খাবো...
পাগ্লুর এমন মেসেজে মাথা ঘুরান্টি দিয়ে পড়েই যাচ্ছিলাম!!
ঝুনঝুনির মা!!! আমি ঝুনঝুনির মা...!!!
জুতা আনবো কিন্তু! ফিরতি মেসেজে লিখি!
হু তুই ঝুনঝুনীর মত চলিস তাই ঝুনঝুনীর মা কইছি...
খিক্স... কোন সমস্যা ...............?
অই তুই জিল্পির বাপ... যা মরিচ পিঁয়াজ আনুম না...
তুই আমারে জিল্পির বাপ কইলি কেন...?
তুই জিল্পির প্যাঁচের মত কথা বলিস, চলিস তাই কইছি...
তুই কুলফির মা... সারাদিন খালি কুলফি কুলফি করিস...
তুই না ক্যাপসুলের বাপ... যা ভাগ...
ক্যাপসুল কইলি কেন চুড়ির মা...
তুই ট্যাবলেটের বাপ... চুড়ির মা কইলি কেন?
অই অই মানে কি... আরিয়ানার মা...? কি সব কইতেছিস...?
এইতো লাইনে আসছিস... আহনাফের বাপ... খুক খুক...
আচ্ছা এই শোন রসগোল্লার বাপ... ভাত খেয়েছিস...?
শালা, হ্রামী... নটাঙ্কী... আমি রসগোল্লার বাপ...
তুই তুই ফুচকার মা... ...............
আহ্‌ থাম তো সন্দেশের বাপ...
কি কইলি আমি সন্দেশের বাপ...? তুই আমের মা...
তুই লিচুর বাপ... চলতেই আছে...
খামচামীময় ভালোবাসাবাসি...... বিলুইটা মিউউউউউ...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

পথহারা মানব বলেছেন: আহা!রে কবে ইপ্সিমনির একটা গতি হইব!!! আর কতদিন শুধু ব্লগে প্রেম করে যাইব (মন খারাপের ইমো হপে)আসুন দেখি ব্লগাররা কে কোন উদ্দেশ্যে সমানে ব্লগে ঘুইরা বেড়াইতেছ (১ম পর্ব)- রম্য পোস্ট

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা বাচ্চা-কাচ্চাদের কবে যে ভালো জ্ঞান হবে... কবে যে এরা এটা বুঝবে- “ লেখার সব আমি তে আমি, সব তুমি তে তুমি থাকে না” ......... !! কবে যে এরা প্রেম/ ছ্যাকার লেখা পড়িয়া সব সময় লেখকের জীবন কাহিনী ভাবিয়া ভুলভাল ধারনা থাইকা বাইর হইতে পারবে... !!!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: হায়রে
এর বাপ ওর বাপ এর মা ওর মা!!!!!!!!!!!!


দাদা দাদী, নানা নানী!!!!!!!!!!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এর বাপ ওর মা কই......... সব তো অই দুই চরিত্রকে ঘিরে... বাচ্চুমণি......।।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

বাংলার অলস ছেলে বলেছেন: আহারে এই দিন আমার কবে আসবে রে .।.।.।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা আসবে আসবে অপেক্ষা করেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.