![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবচেয়ে দুঃস্থ তারা আরা ত্রানের জিনিসপত্র মাইরা দেয়! যারা ত্রানের জিনিস কম টাকায় কিনে খারাপ জিনিস দেয়!
সবচেয়ে দুঃস্থ তারা যারা রিলিফের নামে নিজেরা সব মাইরা আসল দুঃস্থদের ঠকায়! ( দেখুন আজকের ইত্তেফাক- ৩ পৃষ্ঠায় ) !
১০ টাকার চাল দিবো দুঃস্থদের আর সেই দুঃস্থদের তালিকায় আছেন মহা দুঃস্থরা !
মারো মাইরা মাইরা নিজের পেট তাজা করে আরো দুঃস্থ হও মহাশয়েরা !
ত্রান তহবিল আসলেই একটা ভুয়া তহবিল!
কারন ত্রানের নামে এখানে যা কিছু জমা হয় তার মাত্র ২% দুঃস্থদের সেবায় প্রয়োগ করা হয়
বাকি সব এই তহবিলের সাথে রিলেটেড লোকেরা মাইরা দেয়...
এক কথায় যারা মহাদুঃস্থ তারা নিজেদের পেট আর ও তাজা করে! ( ৯৫% ) !
বাকি ৫ % নিজ উদ্যোগে দুঃস্থদের সেবায় এগিয়ে এসে বেশ ভালো কাজ করছে!
সেরকম কিছু সফলতাও দেখেছি!
এবং এ কারনেই ত্রানের নামে কোন তহবিল এ কখনো
( সেটা সরকারী/ বেসরকারী/ কিংবা বিভিন্ন লোকজনের উদ্যোগেই হোক না কেন ) যোগ দেই না!
একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে! তাই নিজেরা যতটুকু পারি বা দেই তা নিজেই পার্সোনালী দেই!
১ টাকাও যদি দান করি কিংবা একটা কম্বল বা একটা শীতের কাপড় নিজ হাতেই দেই! সেটাতেই তৃপ্তি পাই!
১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অভ্যাস নাই যে ভাই... সহ্য হবে না ...
২| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
প্রামানিক বলেছেন: কথা সত্য
১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু অবাক হতে হয় এই সত্যি দেখে !
৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯
নতুন বলেছেন: সবচেয়ে দুঃস্থ তারা যারা রিলিফের নামে নিজেরা সব মাইরা আসল দুঃস্থদের ঠকায়!
১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া তারাই......।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
বর্ষন হোমস বলেছেন: মাইরের যুগ।আপনিও মারেন আমি সাথে আছি।