![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>জানি না কাল কতটা হাঙ্গামা হতে পারে! কিংবা কি হতে পারে! কাগজপত্র অনুযায়ী জায়গা আমাদের ! সব কিছু জানা সত্ত্বেও দেখা সত্ত্বেও তিনি শুধুমাত্র তার ক্ষমতা আমাদের দেখাতে চাইছেন! স্থানীয় প্রশাসন কাল এটার একটা ফয়সালা করতে পৌরসভাকে ওর্ডার দিয়েছেন! কিন্তু সেই প্রভাবশালী ব্যক্তি পৌরসভার কমিশনারকেও হুমকি দিয়েছেন যেভাবে আমাদের হুমকি দিয়েছে!
> বাপিকে বলেছিলাম আমি কিছু ব্যবস্থা নিয়ে রাখি কিংবা কাল কোন হাঙ্গামা হলে আমি কিন্তু ছাড় দেবো না, মরার আগে তাকে মারার ব্যবস্থা করে যাবো... বাপি ভয় পাচ্ছে কিছুটা! মেয়ের বাবা তো...তাই! আর যেহেতু প্রতিপক্ষ একজন নেশাখোর + ক্ষমতাবান ! যদি আমার কিছু করে... বলা যায় না... যদিও সে আমাদের প্রতিবেশী আত্মীয়র ভেতরে পড়ে!
>>যাক দেখি কি হয় ! আল্লাহ্র উপর ভরসা করে আছি! েই নিয়ে কিছুদিন আগে বিস্তারিত লিখেছিলাম! লিঙ্ক দিলাম......
http://www.somewhereinblog.net/blog/Epshi007/30168217
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
থানায় জিডি করে রাখুন। উচ্চপদস্থ কর্মকর্তাদের জানিয়ে রাখুন। ভিডিও করতে ভুলবেন না। আজকাল পাব্লিক সাপোর্টে এর বিকল্প নেই।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
বিজন রয় বলেছেন: জায়গা দখলের শেষ পর্যন্ত কি হলো?
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭
বিজন রয় বলেছেন: তার খুঁটির জোর কোথায়?