![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> আর মাইয়া হইছে পাজী...!!! হাহ্!!
> যদিও বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা কম কিন্তু যেই হারে এদেশের তরুণ সমাজ বেসামাল হয়ে পড়েছে,
যে হারে লিটনের ফ্লাটে আর অলিতে- গলিতে, কোণা - কাঞ্চিতে অবাধে যৌনাচার বেড়েছে ,
যে হারে খুল্লাম খুল্লাম ব্যাপার- স্যাপার চলে তাতে করে খুব বেশি দিন লাগবে না এদেশে এইডস রোগীর সংখ্যা বাড়তে...!
> সমকামিতা, যৌন ব্যাভিচার, অবিশ্বস্ত যৌনাচার এইডস রোগের অন্যতম কারন!!
এছাড়াও দূষিত রক্ত দ্বারা, ইঞ্জেকশন এর মাধ্যমেও এইডস ছড়ায়...!
>> এই রোগ থেকে বাঁচার উপায়- নিরাপদ যৌন সংস্পর্শ এবং সচেতন হওয়া!
আর এজন্য নিজেক আগে সচেতন হতে হবে এবং সচেতনতা গড়ে তুলতে হবে...
“এইডস থেকে নিজে বাঁচুন অন্যকে সচেতন করুন” ...
>>> আসুন নিজে বাঁচি অন্যকে বাঁচার পথ দেখাই!
ভালোবাসার নামে যখন তখন যার তার সাথে বিয়ের আগেই ঢুস ঢাস করে বিছানায় শোয়া থেকে বিরত থাকি...
আর বিয়ের পরে লুচ্চামি করা থেকে নিজেকে বিরত রাখি... !
০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সহমত ভাইয়া! যারা নষ্ট হয় তারা অত কিছু ভাবে না... তবু সচেতনতা দরকার তাই বলা! আর হ্যাঁ আপনার পোস্টে ভুল করে না ঠিক করেই গেছি ... খুক খুক! সময়ের অভাবে ব্লগে সময় দিতে পারি না আর কেমন যেন অচেনা লাগে আজকাল ব্লগে... কেমন আছেন?
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
অন্তু নীল বলেছেন:
পাইসতে পারছি, জাতি যেই ইস্পিডে আগুইতাছে এক্সিডেন্ট করার সম্ভাবনা প্রকট।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু করতেই পারে!!!
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন ইপ্সিমনি?
আপনার লেখায় খোরাক থাকে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালো মন্দ মিলিয়ে ভাইয়া! আপনি কেমন আছেন?
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭
মহাসিন মহী বলেছেন: জব্বর ব্যপার, লুকাল লুকাল স্বাদ পাইচি লেকায়।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বুঝলাম না!!!
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জাকির নায়েকের সেই কথা - go back to ur main scripture. ধর্ম মানুন সব ঠিক থাকবে...
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অতি আধুনিক হতে গিয়ে ধর্মেক দিয়েছি গার্বেজে ফেলে!!!
হাই সোসাইিটর নামে জাতে উঠার অন্ধ দৌড়ে উন্মাদ!
প্রহসনের সচেতনতায় বারবার বলে এউডস মুক্ত থাকতে কনডম ব্যবহার কর!
একবারও বলেনা বিরত থাক!!!
এইটা ভাল নয়। এটা অন্যায়!
মোল্লা গুলো মসজিদে খালি কালেকশনের ধান্ধা! ধর্মের সামসাময়িকতাকে ধারনের বিন্দুমাত্র চেষ্টা নেই।!
সকালে বিটিভিতে কোরআন তেলাোয়াত/গীতা পাঠ/ত্রিপিটক পাঠ দিয়ে সকাল শুরু হতো!!
এখন মাল্টি চ্যানেলে কেবলই বিনোদনের নামে যা খুশি তার প্রমোশনাল!
জোয়ারের জল ছেড়ে দিয়ে এই আহবানে কি কাজ হবে দিদি??? আগে চাই নদীতে বাঁধ!
নয়কি?