![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিম ফুল/ শিম/ ... দুজ্ঞা করে শিম তুলি আর রেঁধে খাই... আহাহ কি যে স্বাদ নিজের গাছের শিম বলে কথা ...
লাউ এর কচি ডগা... দুজ্ঞা পাতা তুলি আর খাই... নিজের গাছের বলে কথা
গাছের লেবু তুলি , লেবু কচলে আর কাঁচামরিচ কচ কচ করে কামড়ে ভাত খাই...
পুঁইশাক
লিচু গাছতলায় ঘাসফুলের বিছানা...
দোপাটি...
টগর...
মোরগ ফুল...
গোলাপ...
গাঁদা ... আগের বছরে বিচিতে হওয়া গাছে আগে ভাগেই ফুল ধরেছে...
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি... ! সময় করে চলে আসুন...
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রান্না করা তরকারী গুলি দেখে জিবে জল এসে গেল!
আমার বাগানেও মরিচ,ধনিয়া পাতা,লাউ, কুমড়া আর পুঁইশাক আছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার বাগানের ছবি তাত্তারি দেন... কেমন আছেন ভাইয়া?
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রান্না করা তরকারী গুলি দেখে জিবে জল এসে গেল!
আমার বাগানেও মরিচ,ধনিয়া পাতা,লাউ, কুমড়া আর পুঁইশাক আছে।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনার পেট খারাপ হলে আমি দায়ী নই, খুব মজায় আছেন বুঝাই যায়
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হে হে আমার পেট এত পাতলা না...
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: উপড়ে দেখতাছি বুড়া বুড়া মানুষের জীবে জল এসে গেছে আমার আর কি দোষ বলেন
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহাআআ ভাইয়ারা মারবে কিন্তু আপনাকে...
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৫
মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক ঈপ্সিমনি
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা ছিলাম তো আপু... তবে একটু কম...! কেমন আছেন?
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭
বিজন রয় বলেছেন: ইপ্সিমনি আর শায়মা, এই দুজনের কে ভাল রাধতে পারে তা একটু পরখ করে দেখা দরকার।
মনিরা আপা আপনি সেই আয়োজনটা করবেন নাকি?
ইপ্সিমনি, আজকে আপনার লেখায় ওই বিষয়টি নেই। বাঁচা গেল।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা তবে হয়ে যাক...! কোন বিষয় নেই ভাইয়া?
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২
অপ্সরা বলেছেন: আমি ভালো পারি ইপ্ষিমনি শুধু খেতে পারে বিজনভাইয়া!!!!!!!!!!!!
বিশ্বাস না হলে জিগাসা করে দেখো ওকে!!!!!!!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক বাচ্চুমণি কে খেতে পারে সবাই জানে... এইজন্যই তো তুমি মোটু...
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
সুমন কর বলেছেন: চমৎকার !!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান...
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: নয়ন জুড়ানো সব ছবি, কয়েকটা রসনা উদ্রেককারীও বটে।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি...।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০২
রানা আমান বলেছেন: আপনার ছবি দেখে এখন আমারো লেবু, কাঁচা মরিচ দিয়ে আর লাউশাক দিয়ে খেতে ইচ্ছে করছে এদিকে থাকি একা , নরসিংদিতে আম্মার ওখানে যাবারো সময় নেই , ধ্যুস আমিই চেষ্টা করব লাউশাক রাঁধতে , অফিস থেকে বাসায় যাবার সময় বাজারে দেখব লাউশাক পাই কিনা ।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহ ভাই রেঁধেছিলেন কি সেদিন?
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবির গুনে, নাকি বর্ণনার গুনে জানি না। সিম, লেবু, কাঁচা মরিচ এসব দেখে আমার জিভে জল এসে গেল। আর ফুল তো সারাজীবনই আমার প্রিয়।
ধন্যবাদ বোন ইপ্সিতা চৌধুরী।