![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই চিটগাঁইয়া পোয়া...
ধুতরা পাতায় ধোয়া ... ( মধু হই হই বিষ খাওয়াস)
আমি দিনাজপুরের বেটি...
সোনার চেয়েও খাঁটি ... ! ( ভালোবাসায় পাক্কা... দেই না ধাক্কা... )
তুই খাস সব মাছ...
আমি খাই ইলিশ...
দামের অজুহাতে ইলিশ না আনলে...
বসাবো তোর নামে সালিশ... !
আমি খাই দেশী...
তুই খাস ফার্ম...
ফার্মের সাথে দেশী আসবে...
নইলে খাওয়াবো তোকে জার্ম ... !
তুই করিস ঝগড়া...
আমি করি মহরা...
কোথায় কোথায় টাঙ্কি মারিস...
দেখতে বসাবো গোপন প্রহরা ...!
তুই একটা জঙ্গী...
আমায় বলিস ঢঙ্গী...
হাজারো অমিলের মাঝেই...
আমরা হয়েছি ভালোবাসার সঙ্গী...!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু লোহাই তো হবে সোনা তো আর না ... হাহহাহা!
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
হাতুড়ে লেখক বলেছেন: জার্ম কি জিনিস?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জার্ম মানে জীবাণু !!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১
নাগরিক কবি বলেছেন: চিটগাইয়া পোয়াটা কি আফা? মনে হয় কিন্চিৎ ভুল হইয়্যাছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পোলারে পোয়া ( ফোয়া - কই নাই ) বলছি... ধুত্রা পাতায় ধোয়া এই লাইনটা মিলাইতে !! হহাহহা
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩
গেম চেঞ্জার বলেছেন: ওরে বাপ্পস!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইচ্ছে......... খুক খুক ?
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
মোস্তফা সোহেল বলেছেন: আমি কিন্তু চিটগাঁইয়া পোয়া
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তো কি হইছে --- হিহিহি
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯
মিথুন আহমেদ বলেছেন: এই লোহা সোনার থেকে ও দামি। তাইতো লিখেছেন
হাজারো অমিলের মাঝেই...
আমরা হয়েছি ভালোবাসার সঙ্গী...!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ইসসসস এমনি বলছি - ছন্দ মিলাইতে
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
আয়াতুল ইসলাম বলেছেন: আমাদের কে কি....... কিছু বল্লেন....?????
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআ কইলাম তো .........।।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩
নাগরিক কবি বলেছেন: কথাটা চিটাগাঁইয়া না, চাটগাঁইয়া।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসস চিটগাঁইয়া -- চিটিংবাজ থেকে চিট --হাহাহা
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৩
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ভালো লাগলো ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
নাগরিক কবি বলেছেন: যত হাসি তত কান্না, বলে গেছে রামসন্না। ভুল করিয়া কেলাচ্ছেন কেন? চাটগাঁইয়া পোয়া আপনার লেখা দেখলে বকা দিবে। চাটগাঁইয়া ভাষার অবমর্যাদা করেছেন আপনি।। হি হি হি :
আপনার ভালবাসা চিরজীবী হোক, সুভ কামনা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাআ ইসসসসস কে আছে আসুক তো দেখি......... !!!
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩
বিলিয়ার রহমান বলেছেন: ঈপ্সিতা চৌধুরী
ফানিকাব্যের ইতিটা কিন্তু আর ফানি রইলো না!
একটা ইউনিভার্সালি স্বীকৃত পরিসমাপ্তি টেনে দিলেন,
হাজারো অমিলের মাঝেই...
আমরা হয়েছি ভালোবাসার সঙ্গী
সুন্দর হয়েছে!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা খামোখা ঝামেলা করলাম না......... মিল দেখিয়ে সবাইরে চুপ করাই দিলাম...।!!
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
মধ্য রাতের আগন্তক বলেছেন: মারদাঙ্গা কবিতা নিঃসন্দেহে কিন্তু দিনাজপুরের মানুষ কিভাবে এত ইলিশ খায় সেটা তো বুঝলাম না !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কোন মাছ খাই না! শুধু ইলিশ খাই! তাই বাপজানকে প্রায় প্রায় আনতে হয়! আবার আমার খালা ঢাকা থেকে পাঠায়... হাহহা
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান.........।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: মিছে ঝগড়ার নামে ভালবসার প্রকাশ।। তবে মার-দাঙ্গাও উপভোগ্য।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাআ হু খাট্টা-মিঠা আর কি...।।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
নতুন নকিব বলেছেন:
ঈপ্সিতা চৌধুরী,
বুঝতে বাকি, নেই চিটগাইয়া পুআ আপনার অতিশয় প্রিয়! কিন্তু, কেন?
ভাল থাকুন।
১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক ............ কেন এর উত্তর নাই......।।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
মিথুন আহমেদ বলেছেন: চিটাইঙ্গে ফোআ
মেডিত ফইল্লি লোহা।।