![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারেন্টের কারনে রান্নাতে দেরি আবার খাওয়ার আগে লোড দিতে এসে কারেন্ট গায়েব...
তবু পিক লোড না দেয়ার লোভ সামলাতে পারলাম না...
খিচুড়ি
বেগুন ভাজি
আলু ভাজি
মুরগি
আলু দিয়ে গরুর মাংস
আলু দিয়ে মুরগি , কাবাব
আচার , সালাদ...
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক কাজ করুন ভাই... ! আপনি কুরিয়ারে চলে আসুন.........
২| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: ইপ্সিমনি!!!!!!!
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে সায়মা বাচ্চুমিণি.........।
৩| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২০
আল ইফরান বলেছেন: শকুনের দোয়ায় কিন্তু মাঝে মধ্যে গরু মরে যায় আই মিন কারো কারো পেটে গন্ডগোল দেখা দেয়
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক......... আরে ভাইয়ের দোয়ায় কিছুই হবে না......।।
৪| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৬
সাব্বির নুসরাত খান বলেছেন: জিভে পানি এসে গেলো
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহাহাআ তাহলে রান্না করেই ফেলুন.........।
৫| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২
সিফটিপিন বলেছেন: এখনো কেউ খাইনি--- তবে কি সব আমার জন্য? আমি কিন্তু গরুর মাংশ খাইনা বাকি সব আমার
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআআ আমিও কিন্তু গরু খাই না.........।।
৬| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫
খায়রুল আহসান বলেছেন: আমরাও আজ দুপুরে খিচুড়ি খেয়ে উঠলাম।
ছবিগুলো রসনা উদ্দীপক নিঃসন্দেহে।
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা ভাইয়া দাওয়াত দেন নাই কেন?
৭| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬
অরুনি মায়া অনু বলেছেন: লোভ সামলানো বড় দায়।তবে খিঁচুড়ি খেয়েছি দুপুরে মুরগির মাংসের সাথে।
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা চিমটিইইই
৮| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনাদের বাসা থেকে হাসপাতাল কত দুরে?
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই ২০ টাকা ভাড়া... !!! আছেন না কি আপনি সেখানে......... ? হহাহাহ
৯| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২
ইমরান আশফাক বলেছেন: মুরগি আর সালাদ দুই পদের করে?
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুরগি এমনি... মুরগি আলু দিয়ে...... হুই দুই রকম করে.........।
১০| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জিভে জল এসে গেলো আপু
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসস রে......... চলে আসুন............
১১| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড্ড লোভ হয়ে খাবার দেখে ...
এত কষ্টের তৈরি খাবার চেখে না দেখে যেতে পারলাম না
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহারে............ একদিন চলে আসুন .........।
১২| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
আরিফুর রহমান রিপন বলেছেন: লোভ দেখনো যদি আপনার উদ্দেশ্য হয় ধরে নিন আপনি ব্যার্থ। তবে খেতে মন চাইছে
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাআআহা মাইনা নিলাম...
১৩| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ভাই ২০ টাকা ভাড়া... !!! আছেন না কি আপনি সেখানে......... ? হহাহাহ "
-আপনার তেলে-ভরা মরগী, গরুর মাংস ও ভাজী দেখার পর হাসপাতালে; আশা করছি, যারা খাবেন, তাদের সাথে দেখা হবে।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই আপনাদের বাসার রান্না কেমন হয় খুব দেখতে ইচ্ছে করে!! তরকারী অল্প তেলে পিঁয়াজে যত কষাবেন তার রঙ তত বের হবে আর তেল ও বের হয়! দেখতে মনে হয় না জানি কত তেল...! আবার মরিচ/ হলুদের রঙ + ছবি এডিট করলেও রঙ বেশ কালারফুল হয় !!!
১৪| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
শেয়াল বলেছেন: আইটেম কম আছে আরো থাকার কতা ছিল
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হ ছিলো তো... লোড নিতে দেরী হয় তাই.........।।
১৫| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৬
শূন্যনীড় বলেছেন: খাবারে লোভ লেগে গেল আপু+++++
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই............।
১৬| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৪২
মানবী বলেছেন: আরেকটা ইয়াম্মী পোস্ট!
খিচুরীর চালটা কেমন গুড়ি গুড়ি মুগ ডাল সাইজ মনে হচ্ছে!! :-)
খেতে নিশ্চয় খুব ভালো হয়েছে!
ধন্যবাদ ঈপ্সিতা চৌধুরী।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হু দিনাজপুরের চাল জানেন-ই তো খুব চিকন ...!! হু মনে হয় মজাই ছিলো!! ভালো থাকবেন!!
১৭| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: ভোজনবিলাসী বলেই পছন্দ না করে পারলাম না।।
ফুল মনের খোরাক আর পেটের খোরাক খাবার
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু ভোজনবিলাসী না... রান্নাবিলাসী... !!! খেতে ভালো লাগে না... কিন্তু রান্না করি...
১৮| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: আপনার উপর চরম রাগ করছি এভাবে কেউ খাবারের ছবি দেয়?????? এখন কে খাওয়াবে আমাকে??
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসস রে!!! আমাকে ফাঁসি দেয়া হোক...
১৯| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: একা একা খাইয়েন না আপু।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহাআ আশে পাশে থাকা কাজিনদের নিয়ে খেয়েছি! আপনি থাকলে আপ্নাকেও দিতাম
২০| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন:
বোঝা গেল প্রকৃতি যেমন বৃষ্টির অপেক্ষায় ছিল, আমরাও তেমনি খিচুড়ি রান্নার অপেক্ষায় ছিলাম!!
আমি রান্না করেছিলাম আপু!!!
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহাআ চিমটিইইই! দেখি আপনার খিচুড়ি?
২১| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩১
বিলকিছ৫৩৯২ বলেছেন: আসলে অনেক মজার খাবার
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু বেশ মজাদার.........।।
২২| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মজাই মজা । কিন্তু বেশী তো খাওয়া যাচ্ছে না হাহাহাহ
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহহা একা খাইনি তো... আরো লোকজন ও ছিলো.........।।
২৩| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহারে এখানে বৃষ্টি ও নেই খেচুরী খাওয়ার মজাটা মিলনা। আর এত্তসব খাবার দেখে জিবে জল না আসলে হয়তো নিজেকে রোগি মনে হবে।
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা বাংলাদেশে কয়েকদিন আগে ধুমিয়ে বৃষ্টি হয়েছে... তাই খিচুড়ি খাওয়ার ও ধুম ছিলো...
২৪| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০০
হাসান রাজু বলেছেন: একলাই খাও হাপুস হুপুস!
পেটে তোমার পিলে হবে!
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসসসস আমি হাপুস হুপুস খাইতে পারি না... ভ্যাআআ ...! সবাই খেয়েছে তো ...।
২৫| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আপু আপনার এই খাবার দেখে জাতি গভীর ভাবে শোকাহত ।
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআআ আমিও কাইন্দা দিলাম...
২৬| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮
সরোজ মেহেদী বলেছেন: খিচুরি আমার খুব প্রিয় খাবার। তবে দেশ ছাড়ার পর উপলদ্ধি করেছি আসলে কতটা প্রিয়। মাঝেমধ্যেই ভাবি কবে ফিরব আর খাব!আজ আপনি সে ভাবনাটাকে চরমভাবে উস্কে দিলেন। ভারী অন্যায়।
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহহা খিচুড়ি মনে হয় বেশির ভাগ মানুষের ই পছন্দের!! ও হোও সরি ফর উস্কানী... !! ভালো থাকবেন
২৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭
রেজা এম বলেছেন: আহা !! এইগুলা আমাকে দুর্বল করে দেয় । যাইহোক, আপনার খাবার মিস করলাম অনেক। ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫
ইখতামিন বলেছেন: লোভ লাগছে, পাঠিয়ে দিতে পারবেন?