![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যিস স্কুলের চাকরীটা ছেড়ে দিয়েছি নইলে এ বছর থেকে জারি হওয়া পহেলা বৈশাখের মঙ্গল শোভা যাত্রায়
রাস্তায় রাস্তায় টো টো করে ঘুরতে হত... আর ছোকরাদের ধাক্কা- ধোক্কা খেতে হত!!
এ বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মঙ্গল শোভা যাত্রা বের করতে হবে বলে নোটিশ জারি হয়েছে!
তব্দিত! তব্দিত! তব্দিত! এটার কি প্রয়োজন ছিলো? এমন নয় আমি পহেলা বৈশাখে কিছু করি না...
আমিও কখনো ড্রেস বানাই, কখনো বাসাতেই আয়োজন করি পান্তা- ইলিশ... ঘুরতে যাই কাজিনদের সাথে...
কিন্তু এমন জায়গায় যেখানে এসব ধাক্কা-ধোক্কা খাওয়ার চান্স নেই...!
শুধু ঢাকা শহরেই না মফঃস্বল শহর গুলোতেও পহেলা বৈশাখের এইসব শোভা যাত্রায় যাওয়া কতটা রিস্ক...
তা দেখেছি ( এবং ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছি- ... ) !
এরপর দেশের পরিস্থিতি এখন কতটা খারাপ... রোজ রোজ জঙ্গী কাহিনী ।।
৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি ভাই ! জাতি আপনার মত সুযোগ্য কাউকেই খুঁজছে !!!
২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৯
করুণাধারা বলেছেন:
ছুটির দিনটাও কি নিজের খুশিমত কাটানো যাবে না! এসব অদ্ভুত ফরমান কাদের মাথা থেকে বের হয়!
৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছুটির দিন তো অবশ্যই মেটার এরপর যেটা সেটা হচ্ছে- এটা কি ঠিক হচ্ছে?
৩| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজব এক দেশ। ফালতু কিছু বিষয় জাতির উপরে চাপিয়ে দিচ্ছে। পরবর্তীতে এসব নিয়ে দ্বন্দ্ব আরো বাড়বে।
৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এই নিয়ে বহু প্রব হবে- সময় তা বলে দিবে
৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৫
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: লেখাপড়ার মান খারাপ, প্রাইমারি শিক্ষক মর্যাদায় পুলিশের এসআইয়ের নিচে, স্কুলের স্যানিটেসন ব্যবস্হা বাজে, পরীক্ষায় জালিয়াতি...
কতশত সমস্যা। সমাধানের নাম নেই। আছে আজাইরা জিনিস নিয়ে।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এসব কে বোঝাবে তাদের ভাই ?
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৬
শিখণ্ডী বলেছেন: জাতি অযোগ্য এক শিক্ষক নামধারীর আবর্জনার হাত থেকে মুক্তি পেল