![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেমন বাপ তেমন বেটা.........
দু’জনের নুনুতে মারা দরকার এখন...
কাটা যুক্ত ঝাঁটা ............
( sry to say such a slang… )
ওরে এদেশ থেকে “ আপন জুয়েলার্স” হাটা.........
আচ্ছা এবার বলি--
> যে বাপ বেটার কু-কর্মকে “ সমঝোতা” বলে সে বাপ - বেটা না জানি রোজ কত মেয়ের সাথে এমন “সমঝোতা” করে সে প্রশ্ন আসতেই পারে!!
> আমরা শুধু সাফায়েত সাফায়েত করছি কিন্তু - একুশে টিভির বিজ্ঞাপন কর্মকর্তা নাঈম আশরাফের কথা বলছি না কেন...? ( ইত্তেফাক রিপোর্ট)
> যে ওসি ২৫ লাখ টাকা আগেই খেয়েছে সেই ওসির পোশাক কেন খুলে নেয়া হচ্ছে না...?
>> এবং ওই দুই মেয়ে তাদের পারিবারিক অনুশাসন কেন এমন ছিলো- যে তারা রাত ৯টায় বন্ধুর জন্মদিনের পার্টিতে হোটেলে যাওয়ার সাহস পায়? ওই দুই মেয়েরেও চিকন কঞ্চি দিয়ে পিটানো হোক... !
>>আর ক্ষমতাবান এসব রেপিস্টদের শুধু না সব রেপিস্টদের জনসম্মুখে এনে ল্যাংটা করে তাদের লিংগ থেতলে দেয়ার শাস্তির বিধান হোক........ নইলে এদেশে ধর্ষকের সংখ্যা বেড়ে তা গিনিস বুকে যাওয়ার মত রেকর্ড করে ফেলবে............
এবং এর আগে বলেছিলাম ফেসবুকে--------
“ we are just friend ” বলে খেয়ে ছুড়ে ফেলা কিংবা
খুন করা এ প্রজন্মের ইয়ো ইয়ো হারামজাদা পোলাপাইন......
ভালোই রপ্ত করে ফেলেছে............ :o
( আর গাধির বাচ্চি বেহুদ্দা মেয়েগুলা এত ঘটনা ঘটছে- রেন্ডাম তার নিউজ ফেসবুক সহ পত্রিকায় দেখছে এরপর ও রাত-বিরাতে কিংবা দিনে কি করে কোন ছেলের ডাকে যেখানে সেখানে যাচ্ছে তা ভাবছি........)
০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই ভাই কিন্তু এই ছেলেগুলা দিন দিন কি শুরু করছে? আর একজন ধর্ষকের বাবা কি সুন্দর গর্ব করে!! একজন ধর্ষিতার বাবা আত্ম্যহত্যা করে আর একজন ধর্ষকের বাবা গর্ব করে! আসলে এ যুগের পারিবারিক শিক্ষা একদম যাচ্ছেতাই ! তাই তো ছেলে/ মেয়ে সব বখে যাচ্ছে......... সাথে দেখলাম আগের যুগের বাবাও কতটা সাংঘাতিক ...
২| ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৪৯
ধ্রুবক আলো বলেছেন: সভ্যতার নামে চলছে অসভ্যতা। এইসুযোগে বাড়ছে দুর্নীতি।
মেয়ে ছেলে সবারই সচেতনতার প্রয়জন। প্রত্যেক পরিবারের উচিত সন্তানদের সুশিক্ষা আর জবাবদিহিতায় রাখা।
০৮ ই মে, ২০১৭ রাত ৮:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ! এবং পারিবারিক শিক্ষাটা আরো কঠোর হওয়া দরকার!
৩| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝতেই পারছি আপনি রেগেমেঘে অস্থির।
রাগের মাথায় বললেও কথাগুলোর সাথে একমত।
তবে নটার পর যে মেয়েরা বাইরে পার্টি করতে সাহস পায় তারা অনেক সাহসী ভাবাই যায়। তাই কইঞ্চা চিকন না হয়ে মোটা কইঞ্চার বারি দেওয়ার দাবী।
০৮ ই মে, ২০১৭ রাত ৮:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু রেগে বলবো কেন? এটা একজন সুস্থ মানুষ ও বলবে! আর হ্যাঁ চিকন কঞ্চির মাইর যে খাইছে জীবনে সে ভুল করেও ভুল পথে যায় না... মোটা কঞ্চিতে মাইর গায়ে লাগে না...!
৪| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:০৬
টারজান০০০০৭ বলেছেন: ধর্ষণ প্রমাণিত হইলে বিচি কাটিয়া নেওয়া হউক, ডান্ডায় দড়ি দিয়া পরিমলরে ঝোলানো হউক !
হা হুতাশ করিয়া কি লাভ ? অন্ধের মতন পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করিলে বাই প্রোডাক্ট হিসেবে ধর্ষণ তো হইবেই !
ছিঃনেমা , নাটক , অপন্যাশ , বিজ্ঞাপন , গল্প , পত্রিকা, সিরিয়াল সব জায়গায় পিরিতের আলোচনা, যেন ইহা ছাড়া আর কিছু নাই ! সবসময় সুড়সুড়ি দিয়া পতাকা উড্ডয়ন করিতে বলিবে , আর পতাকা উড়িলে দোষ দিবে তাই হয় নাকি !
হোটেলে , লিটনের ফ্ল্যাটে যাওয়ার সংস্কৃতিতো আমরাই চালু করিয়াছি ! মিউচুয়াল আন্ডারস্টান্ডিংয়ে হইলে কোনো অসুবিধা হইতোনা না !মিউচুয়াল আন্ডারস্টান্ডিংয়ের না হইয়া জোর জবরদস্তি হইয়াছে তাই খবর হইয়া গিয়াছে ! আগুনে ঘি রাখিলে গলিবে না , তাহা ভাবা কি ঠিক হইবে ? ঘি যেন আগুনের কাছে না যায় তাহার ব্যবস্থা করিতে হইবে !
০৮ ই মে, ২০১৭ রাত ৮:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেখুন- আমাদের দেশে বর্তমান প্রজন্মের জন্য পারিবারিক শিক্ষাটা একদম -ই ভালো নয়! যার ফলে এখন বখে যাওয়া ছেলে মেয়ে বেশি দেখা যায়! এরপর তার সাথে যোগ হয়েছে বাবার সাপোর্ট... সব মিলিয়ে কি বলবেন এখন?
৫| ০৮ ই মে, ২০১৭ রাত ৮:৪৪
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
চমৎকার বক্তব্য । সহমত সবটাতেই ।
ব্রাকেটবন্দি লাইনটি আমারও মনের কথা । এরা শুধু "আধুনিক" শব্দটাকেই চেনে কিন্তু অশিক্ষা, অজ্ঞতা, অবিবেচনা, আহাম্মকীর কারনে "আধুনিক" বলতে কি বোঝায় তা জানেনা ।
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই......... নিজেরা সচেতন না হলে কিভাবে বাঁচবে ... পথ চলবে এরা বোঝে না !!
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: মেয়েদের সচেতন এবং সাবধান থাকা উচিৎ। এখন ছেলেদের শুদ্ধাচার ব্রত পালন করা দরকার ।