![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> বিনা নোটিশে একদিন মরুভূমিতে চাদনী ঝড় উঠবে চান্দু... !
ভালোবাসা ভর্তি এক ট্রাক তোর বাড়ীর গেটের সামনে দাঁড় করিয়ে রেখে
আমি সোজা উপরে চলে যাব তোর ঘরের দরজার কাছে! তুই তখন কামলা দিতে মহাব্যস্ত থাকবি...!
এরপর হৃদয়ের পাসওয়ার্ড দিয়ে তোর ঘরের দরজার তালা খুলে ঢুকে যাবো... !
তালাশ ... তালাশ ...তালাশ করবো তোর একলা ঘরে...
> প্রথমেই যাবো বিছানার পাশে থাকা টেবিলের কাছে! দেখবো সেখানে আমার চুড়ির ভাঙ্গা অংশ
আর জোড় ভাঙ্গা পায়েলের একটা পায়েল আছে কি না...
ড্রয়ার খুলে দেখবো... আমার খাওয়া কুলফির কাঠিটা... একবার ঠোঁটে ছোঁয়া লিপস্টিকটা ...
চুল থেকে খুলে নেয়া কালো ক্লিপগুলো জায়গামত আছে কি না... আলনার কাছে গিয়ে দেখবো...
বোতাম ছেড়া নীল পাঞ্জাবিটা ঝুলছে কি না... ওয়াশরুমে গিয়ে দেখবো...
ওয়াশরুমের আয়নায় আমার কালো টিপটা আছে কি না...?
>সারা ঘর তালাশ করে দেখবো... কতগুলো ডানহিল আর মার্লবোরোর প্যাকেট জমিয়েছিস?
নিকোটিনের কৌটায় কতগুলো আধ খাওয়া নিকোটিন জমিয়ে রেখেছিস... :o
>> এরপর বিছানায় গিয়ে তালাশ করবো-- বড় চুলের...
আলমিরা খুলে এক একটা টি-শার্ট বের করে দেখবো-- লিপস্টিকের দাগ আছে না কি...?
বাকিগুলা পরে মনে পড়লে বলবো---
>>> এরপর তালাশ শেষে তোর নামে সালিশ বসাবো--- মাইরি বলচি- একটু -এদিক-সেদিক হলেই...
সোজা অফিস থেকে তোকে তুলে এনে... মেরেই ফেলবো..!
ভালোবাসার মরণ দেবো... যদি তালাশ করে কিছু না পাই... !
আর কিউট কেউটে হয়ে ছুঁয়ে দেবো... যদি তালাশে তেমন কিছু পাই...... খুক খুক...
২১ শে মে, ২০১৭ রাত ৮:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক মরবে না......... মরলেও সেটা হবে ভালোবাসার মরণ.........
২| ২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ অনুভূতি আপি।
তল্লাসি চলুক খুব তাড়াতাড়ি।
২১ শে মে, ২০১৭ রাত ৮:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু কবে যে উড়াল দেবো ......... তালাশী চালাতে.........।
৩| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:১০
মনিরুজ্জামান স্বপন বলেছেন: হাহাহাহাহা, এই সেড়েছেরে! তাকে সাবধান করা উচিত!!
খু-উ-ব ভাল্লাগছে। +++++
২১ শে মে, ২০১৭ রাত ৮:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক সে সাবধান হলেও বাঁচতে পারবে না......... শেষে গান গাইবে- ছেড়ে দে শয়তান্নী......।
৪| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো অগ্রিম জানতে পেরে, সতর্ক বার্তা ভালো লাগলো আপু।
তালাশ থেকে কিছুই বাদ পড়েনি মনে হচ্ছে।
ভালো লাগা রইল, তালাশে সাপোর্ট রেখে গেলাম।
শুভকামনা জানবেন সবসময়।
২১ শে মে, ২০১৭ রাত ৮:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক শুকরান......... ইসসস আমি ভাব্লাম বলবেন- এইটা বাদ পড়ছে- ওইটা বাদ পড়ছে......। ভ্যা আ আ
৫| ২১ শে মে, ২০১৭ রাত ৮:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই মরা সেই মরা নয়। এটা হলো ভালোবাসার মরা। এই মড়া জলেও ডুবে না।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মরছে!