নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এ সময় রাতে ভর্তা আর ভাজি-- আহা যেন অমৃত

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৫৭

রোজ ই এমন কিছু ভর্তা করি ---
এক একজন এক একটা খায়- তাই
আলু ভর্তা

শশা আর টমেটো দিয়ে সবজি

একটা বড়া দিয়ে রোজ ভর্তা বানাই- আর পটলের ভর্তা

ঢেঁড়স ভাজি

পুঁইশাক

ডালের ভর্তা

কচু পাতার ভর্তা

ডাল সজনা---

পরিবারের অন্য সদস্যদের জন্য আছে এবং সেহেরীর জন্য আছে-
মুরগি

মাছ

মাছের ভর্তা

আম পিঁয়াজি

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:০৩

পৌষ বলেছেন: ভাই একগুলো কি দেখালেন। জিভে আর পানি আটকায় না.....

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক এগুলো তো জিভে জল আসার-ই খাবার

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:০৬

ফয়সাল হাওড়ী বলেছেন: খাইতে মন চাচ্ছে।দাওয়াত দেন।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দিলাম ভাইয়া- যেকোন দিন এসে পড়েন দিনাজপুর---

৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:২১

অতৃপ্তচোখ বলেছেন: চোখবজে হাফ কেজি চাউলের ভাত খাওয়া যায়

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক আমি অত পারি না--- অল্প খাই---

৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আম পিঁয়াজি কখনো খাওয়া হয়নি !! ;)


দারুন !

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক-- বাসায় কেউ নাই? তাদের বলবেন করে দিবে---

৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: জিবে জল এসে গেল।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক--- আইসা পড়েন----

৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০২

মোজাহিদ আলী বলেছেন: এইটা কোন কথা দেখালেন খাওয়াবেন না ? ভালো হবে না কিন্তু, যাই হোক রেসিপি গুলি অনেক ভালো লাগলো শুভকামনা রইলো।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহা শুকরান ভাইয়াজি---- এবং চলে আসুন দিনাজপুর

৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: সেহরীর সময় টাকি মাছের ভর্তা আর বেগুনভর্তা অসাম। আর আমদুধভাতও সেইরকম ।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি সেহেরীতে ভর্তা খাইতে পারি না ভাইয়া-- জাউ ভাত খাই-- হু আম দুধ কিংবা আম খুব মজা---

৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৪২

নাদিম আহসান তুহিন বলেছেন: আমার গুলো পাঠিয়ে দিন।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা আইচ্ছা দিলাম----

৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চেয়ে চেয়ে দেখলাম, আমার খাওয়ার সুযোগ হলোনা না গো.....।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা একদিন সময় করে দিনাজপুর চলে আসুন----------

১০| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: একি ইফতারের পরের আয়োজন?!

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু রাতের খাবারের----

১১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৪৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখাইয়াই গেলেন,জিভে যে পানি আনছেন সেগুলো এখন কি করবো??? X(
তাড়াতাড়ি ফ্লেক্সিলোডে বিকাশ করেন। :P
নাহলে বাসায় গিয়ে হামলা হবে। =p~
খাওয়ার গুলা দেখতে সুন্দর হইছে,খাইতে কেমন হইছে,তা খাওয়ানোর পরে বলবো।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা টেস্ট করতে দিনাজপুর আসেন----

১২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৫৯

Al Rajbari বলেছেন: জিভেজল পেল-!! :P

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহা তাতে কিন্তু আমার পেট খারাপ হয়নি---

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজকের সেহরি খাওয়ায় আর রুচি থাকবেনা বুঝতে পারছি! চোখে আপনার দেয়া মজার আইটেম গুলিই ভাসবে কেবল!!

আম পিঁয়াজি নতুন দেখলাম, কেমন যেন রসে ভরে উঠছে আমার জিহ্বাগ্র!!!!

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহহহাআ --- এগুলো বানিয়ে খাবেন খুব মজার-- ! বাসায় মা বোনকে বলবেন- আম পিঁয়াজি বানিয়ে দিবে---

১৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একবার ট্রাই করতেই হবে আপু।

অনেক শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.