নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদের খানাপিনায়... আমন্ত্রণ ......... কার কোনটা খাইতে চায় মন--- ?

২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:৩০

পুডিং----

দুধে ভেজা লাচ্ছা...

চটপটি...

ফুচকা...

জর্দা

মুরগির মাংস...

পেঁপে

গরুর মাংস...

কাস্টার্ড

আম মাখানো

মশলাদার জাম মাখানো

কুলফি


স্যুপ নুডুলস

পেয়ারা

মন্তব্য ৫১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: :P

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে ভাই ?

২| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

বর্ষন হোমস বলেছেন:
সাড়ে সাংঘাতিক সব খাবার ;)

আমাদের বাসায়ও এগুলা করছে আজকে।

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াও---- তাহলে আমি আসছি আপনাদের বাসায়---

৩| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবগুলো খাইতে মুঞ্চায় :-B

হায় ঈদের দিনেও ফুটুক খানা :P

তারপরও ঈদ মোবারক :)

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহাহা চলে আসুন ভাইয়া-- - ঈদ মোবারক! সালামী দেন এখন---

৪| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৫

রাজসিংহ বলেছেন: পুডিং খাওয়া হয়নি বোনটি।
বাকিগুলো মোটামোটি খাওয়া হয়েছে। :)

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাহলে চলে আসুন দিনাজপুর----

৫| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:১২

কানিজ রিনা বলেছেন: ইমাম সাহেব গর্হিত কাজ করেছেন। মসজিদের
ইমাম সাহেবের পিছনে এই রোজার মাসে
যদি ২০০ লোক নামাজ আদাই করেন আর
তার ভিতরে ২০ ব্যক্তি কোটি পতি থাকেন
তারা ইচ্ছা করলে এক লাখ করে টাকা
দান করেন ইমাম সাহেব ছোট খাটো লোককে
বলতে হয়না আপনারা যে যা পারেন দান
করুন।
কারন ইমাম সাহেবরা ইসলামের পিছনে যতই
পরিশ্রম করক না কেন পারিশ্রমিক নিতে
কোন হাদীসে বর্নিত নাই। আর যাই টাকা
পাওয়া যায় তা হবে দান।
সেই দানের টাকা হিসাব করতে সুন্নত নামাজ
আদাই করতে অবহেলা অনেক অনেক
গর্হিত কাজ।
কিন্তু কোটি পতিরা কেউ একলাখ দেননা
খুব কম। ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি কইলেন?

৬| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৪

ঢাকাবাসী বলেছেন: দারুণ দেখতে খাবারগুলো, না খেয়ে বলতে পারছিনা কেমন হয়েছে! কবে জুটবে কে জানে?

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
খুক খুক যেদিন আপনি দিনাজপুর আসবেন সেদিন----

৭| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩২

ধ্রুবক আলো বলেছেন: দাওয়াত না দিলেও আমি আসতেছি, সব রান্নার আইটেম চেখে দেখবো।


ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাআআ অবশ্যই ভাইমণি-- চলে আসুন-- ! ঈদ মোবারক--

৮| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৪

আঁকবার বলেছেন:

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে?

৯| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

পিয়াজের সাথে কাঁচামরিচ!!!!!!!

ঈদ ঈদ ঈদ মোবারক

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পেয়ারার সাথে কাঁচা মরিচ---- ঈদ মোবারক---

১০| ২৬ শে জুন, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আপনাদের পরিবার ঈদের ভালো খেয়েছেন

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই ভালো খেয়েছি----------------

১১| ২৬ শে জুন, ২০১৭ রাত ৮:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পান্তা ভাত খামু।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চলে আসুন ভাই-------------

১২| ২৬ শে জুন, ২০১৭ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: আম মাখা জাম মাখা চটপটি ফুসকা জুস বেশি লোভনীয় হয়েছে । পোস্টে + ।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া-- এসবের মজাই আলাদ- আলাদা টেস্ট! শুকরান!

১৩| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:২৩

সাদা মনের মানুষ বলেছেন: প্রথমটা ছাড়া বাকী সবগুলো পছন্দের খাবার

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াও তাই না কি?

১৪| ২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৩

ডার্ক ম্যান বলেছেন: বাসার ঠিকানা দিন

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
দিনাজপুর---- চলে আসুন----

১৫| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল পোষ্ট।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান---------

১৬| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:০৩

অতৃপ্তচোখ বলেছেন: খাওনডা ভালোই ছিল
খুশি হইছি খাওন দেখে

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান---------

১৭| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:০৫

আল ইফরান বলেছেন: পেট ঠিক আছে, না কি? B-)) :-B

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিচ্চু হয় নাই-----

১৮| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বারোভাজা বাহারী খাবার দেখে ক্ষুধা লেগে গেল রে ভাই। এইসব ভার্চুয়াল খাবার দাবার দেখিয়ে আর কতদিন? :(

ঈদের শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন সবসময়।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক---- একদিন সময় করে চলে আসুন---

১৯| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:০১

শূন্য-০ বলেছেন: মজার খাবার দিছেন গো

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু ভাই----

২০| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৪

অতৃপ্তনয়ন বলেছেন: মজার খাবার আপু

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু --খুব মজাদার---

২১| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: --- 人 --- ঈদ মোবারক
_(___)_
_║∩║_______''人
_║∩║_____ .-:'''"''":-.
_║∩║____ (*(*(*|*)*)_
_║∩║____║∩∩∩∩∩∩║_
____{████◣EID◢████}
▉▉▉▉⚄ MUBARAK ⚄▉
::পবিত্রতম ঈদ উল ফিতরের শুভেচ্ছা::
::::::::::: লক্ষ্মণ ভাণ্ডারী::::::::::::::::::::::

পবিত্রতম ঈদের শুভেচ্ছা রইল।
ঈদ মোবারক।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঈদ মোবারক--------- ]

২২| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: পুডিং খেয়ে আমার বমি বমি ভাব আসল।

কাষ্টার্ড আর জাম মাশালা খেয়ে রক্ষা পেলাম।

এত খাবার এসাথে না খাই।

ঈদ মোবারক।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হহাহহাহা--- একসাথে খাবনে কেন? একটু পর পর খাবেন-- কিংবা একটা- দুইটা খাবেন-

২৩| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯

মক্ষীরাজা বলেছেন: আপুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উলে উলে ---ভাইমণিটা---------

২৪| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত্ত খাওয়া দাওয়া একলা খাইলা আপিটা

খেলতাম না কিন্তু :(

২৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩২

দ্য এন হোস্ট বলেছেন: কোনটাই বাদ দেয়ার মত না। সব খেতে চাই!!! ঠিকানা দিন, বেলা ভোস কে নিয়ে চলে আসবো আপনার বাসায়। :)

২৬| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: সব খাবার গুল সুস্বাদু ও পরিচ্ছন্ন মনে হচ্ছে , ধন্যবাদ ।

২৭| ০১ লা জুলাই, ২০১৭ রাত ২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার সব খাবারই পছন্দ হল! সমস্যা হল নুডুলস স্যুপটা। ওতে আরো বেশি স্যুপ হলে আরো ভাল লাগত!

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫

হাসানুর বলেছেন: এত্য সব রান্না আপনি জানেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.