![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> দিনাজপুরে ২৭ সাহসী কন্যা ও ৪ সাহসী পুরুষকে সংবর্ধনা !
( ইত্তেফাক- ১৩ পৃষ্ঠা ) ! দিনাজপুর শহরের রামনগর এর ইন্দারার মোড়ে এক ছাত্রীকে নাসিম নামে এক বখাটে উত্যক্ত করলে অই ছাত্রী প্রতিবাদ করে! এর প্রেক্ষিতে সেই বখাটে তার সাঙ্গপাঙ্গ নিয়ে গত ১০ জুলাই ছাত্রীটির বাড়িতে হামলা করে, এ সময় এলাকার নারীরা একজোট হয়ে ওই ছাত্রীর পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসে এবপং সেই সাথে ৪ জন ছেলেও আসে, এবং তারা ওই বখাটেদের রুখে দেয়...... ! এরা কেউ ভিডিও করতে বসেনি কিংবা তামশা দেখেনি, সবাই সাহায্যের হাত বারিয়ে দিয়েছিলো বলেই ওই ছাত্রীর পরিবার রক্ষা পায়!
এমন সাহস ও প্রতিবাদীমুখর জনতা কোথায় আছে আর? এখন তো সবাই আগে ভিডিও করে দাঁড়াই দাঁড়াই তামশা দেখে.........
> এইত কিছুদিন আগে দিনাজপুরের ক্রিকেট কোচ প্রমিলা নারী ক্রিকেটারকে যৌন হয়রানীর জন্য গ্রেফতার হয়েছে! তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে জানেন--?
তার অপরাধের জন্য ও প্রমিলা ক্রিকেটাররা প্রতিবাদ করেছিলো, সাথে আরো সবাই এগিয়ে আসে, হয় মিছিল, সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণ করা হয়! এবং প্রশাসন বাধ্য হয় তাকে গ্রেফতার করতে!
> মনে আছে- ইয়াসমিন ধর্ষণ আর হত্যার কথা? সে সময় ফেসবুক এ এই ঘটনা ভাইরাল হয়নি কিন্তু খোদ দিনাজপুরবাসী রাস্তায় নেমেছিলো, থানা ঘেরাও করে, জীবন দেয় ৪-৫ জন, শহরে কার্ফিউ জারি হয়... এরপর প্রশাসন বাধ্য হয় অপরাধীদের গ্রেফতারে, বিচারে ফাঁসি হয় তাদের...
> > দেশে এত ধর্ষণ , হত্যা হচ্ছে কই সেসব জায়গার মানুষ এভাবে তো প্রতিবাদ করছে না-- অপরাধীর শাস্তি আদায় করে নিচ্ছে না-- যদি নিত তাহলে আজ বিশ্বজিতের আসামী খাল্লাস হয়ে যাবে এটা হতই না--- ! কিংবা বিশ্বজিত সিনেমা স্টাইলে মরছে আর লোকজন দাঁড়িয়ে তা দেখতো না... সাংবাদিকরা লাইভ দেখাতে পারতো না--- সবাই মিলে এগিয়ে যেত বিশ্বজিতকে বাঁচাতে !
>>>> আরে ভিডিওকরা পাব্লিক একদিন আপনি ও যে এভাবে মরবেন না তা কে জানে - বলেন? এইভাবে তামশা না দেখে জেগে উঠেন---
>>>>> জাগো অন্য শহরের মানুষেরা জাগো--, জাগো বাংলাদেশীরা জাগো দিনাজপুরবাসীর মত প্রতিবাদী হতে শিখো...!
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু--- হারায়নি---- এই যে --আপনি কিছুটা বুঝতে পেরেছেন----------
২| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২
প্রোলার্ড বলেছেন: আঃ ! এভাবে নারীরা যদি তাদের ভাবী কর্তৃক মা ও ভাইকে হেনস্তা করার প্রতিবাদ করতো তাহলে সংসার/পরিবার থেকেই বখাটেপনার বিরুদ্ধে একটা জোয়াড়ের সৃষ্টি হতো!
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এখন সময় এসেছে সবাই মিলে এক হয়ে রুখে দাঁড়াবার কিন্তু আমরা তা করি না---------
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯
বিজন রয় বলেছেন: মানুষ আস্তে আস্তে রাস্তায় নামছে, এটা একটি ভাল দিক।
সুয়োগ পেলে আপনিও নামবেন আশাকরি।
শুভকামনা ইপশিমনি।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই---- আজ ওরা নেমেছে, কাল দরকার পড়লে আমিও নামবো-- আর এমনিতেই আমার চারপাশে শত্রুর অভাব নেই-- কাজেই আমাকে বারবার ই নিজের জন্য নিজের পরিবারেরর জন্য লড়াই করতে হয়---------
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: গ্রামের মানুষের ঐক্য আছে। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে। শহরে সমাজ বলতে কিছু নেই। দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় ছিনতাইকারী ধরলেও কেউ এগিয়ে আসে না।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভুল বুঝেছেন! এটা গ্রাম নয়! দিনাজপুর সদরের ঘটনা!! দিনাজপুর একটা শহর সেই শহরের মানুষেরাই এসব করে দেখিয়েছে!
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনার গ্রামের বাড়ী কি দিনাজপুর ।?
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আমি দিনাজপুরের! তবে দিনাজপুর গ্রাম না! একটা শহর! ম্যাপের প্রথমেই যে শহরের নাম আছে!!
৬| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: অবশ্যই দিনাজপুর বাসীর কর্মকাণ্ড প্রশংসার যোগ্য। ইচ্ছে আছে দিনাজপুর ঘুরাবার।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৪
স্বতু সাঁই বলেছেন: অন্যান্য ঘটনার বর্ণনা দিতে গিয়ে আসল ঘটনা হারিয়ে গেছে।